5

8 0 0
                                    

" আমার তো মনে হয় ওই সাকিব নামের ছেলেটায় ব্যাগটা নিয়েছে, " মালিহা বলে, " তোদেরই বোকামি! কি করে একটা মানুষকে এইভাবে বিশ্বাস করলি? "

অন্তিক চুপচাপ বসে থাকে। সে কিছুটা ভয় পেয়ে আছে। তার কেন যেন মনে হচ্ছে এই ক্রিমিনালের পরের শিকার সে হবে।

" দাঁড়া, আমি তোন্নির আম্মুকে ফোন করি। " আদিব বলে।

" কই? তোন্নির তো সাকিব নামের কোনো কাজিন নেই! " তোন্নির আম্মু সিটে বসতে বসতে বললেন।

" হতে পারে এই ছেলেটাও তাদের সাথে যুক্ত যারা তোন্নির অ্যাকসিডেন্ট করিয়েছে। " অন্তিক বলে, " সময় নষ্ট করা ঠিক হবে না। চল, আমরা ওই ড্রাইভারকে খুঁজি। "

শফিক আংকেলের বাসার সামনেই পাওয়া গেল ড্রাইভারকে।

" আপনার সাথে একটু কথা ছিল। চলুন একটু পাশে দাঁড়ায়, " এই বলে আদিব তাকে গ্যারেজের ভিতরে নিয়ে গেল।

অন্তিক বলল, " এবার সব সত্যি কথা বলে দাও। নইলে তোমাকে পুলিশের হাতে ধরায়ে দিয়ে আসব। বল কেন তোন্নিকে অ্যাকসিডেন্ট করালে? " অন্তিক তার কলার চেপে ধরে।

" বলছি স্যার বলছি, " ড্রাইভার কাঁদোকাঁদো গলায় বলে, " ওই একজন বলেছিল বলে করায়ছি। "

" কে সেই একজন? " অরিব ধমক দেয়।

" ওই.. " ড্রাইভার নামটা বলার আগেই কোত্থেকে একটা গুলি এসে তার বুকে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে।

TONTIK Where stories live. Discover now