Commons:Wiki Loves Monuments 2022 in Bangladesh/Prize
জাতীয় পুরস্কার
[edit]জাতীয় পুরস্কার কেবল বাংলাদেশের জন্য সীমাবদ্ধ। বাংলাদেশ থেকে যেসব প্রতিযোগী অংশ নিবেন কেবল তারাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
- ১ম পুরস্কার - ১৫,০০০ টাকার উপহার ভাউচার সার্টিফিকেট
- ২য় পুরস্কার - ১০,০০০ টাকার উপহার ভাউচার সার্টিফিকেট
- ৩য় পুরস্কার - ৮,০০০ টাকার উপহার ভাউচার সার্টিফিকেট
- ৪র্থ থেকে ১০ম পুরস্কার - প্রত্যেকে একটি করে ডিজিটাল সার্টিফিকেট পাবেন
জাতীয় পর্যায়ের পুরস্কার প্রাপ্তির প্রক্রিয়া
[edit]- জাতীয় পর্যায়ে বিচারকদের ছবি পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পর দশজন বিজয়ীর নাম এবং তাদের আলোকচিত্রগুলো এখানে সর্বসম্মুখে ঘোষণা করা হবে।
- বিজয়ী দশটি ছবিকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য পাঠানো হবে, যা সারা বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রের সাথে প্রতিযোগিতা করবে।
- বিজয়ীদেরকে তাদের ই-মেইল ঠিকানা এবং আলাপ পাতায় বার্তা পাঠানো হবে। প্রতিযোগিতার আয়োজক একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিজয়ীদেরকে ঠিকানা এবং যোগাযোগের বিস্তারিত তথ্য প্রদান করার জন্য অনুরোধ করবে, যাতে জাতীয় পুরস্কার পাঠানোর প্রক্রিয়া শুরু করা যায়।
- যেকোন কারণে যদি কোনো বিজয়ী নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য দিতে ব্যর্থ হন, তাহলে আয়োজকের তরফে পুরস্কার পাঠাতে অস্বীকার জানানোর অধিকার থাকবে।
- বিজয়ীরা পুরস্কার পাওয়ার পরে, গোপনীয়তার নীতি অনুসারে তাদের যোগাযোগের বিবরণ চিরতরে মুছে ফেলা হবে।
আন্তর্জাতিক পুরস্কার
[edit]বাংলাদেশ পর্বের সেরা ১০টি ছবিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানো হবে। সেখানে বিশ্বের অন্যান্য দেশ থেকেও ছবি পাঠানো হবে। তারপর সেরাদের সেরা বাছাই করা হবে, অর্থাৎ সেখানে জমা হওয়া আলোকচিত্রের মধ্য থেকে বাছাই করে আন্তর্জাতিকভাবে সেরা দশটি আলোকচিত্র নির্বাচিত করা হবে ও সেগুলোকে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করা হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন।
বিশেষ পুরস্কার
[edit]এমন কোন স্থান বা স্থাপনার আলোকচিত্রে যা এখন পর্যন্ত উইকিমিডিয়া কমন্সে কেউ আপলোড করেনি অর্থাৎ প্রতিযোগীই প্রথমবারের মত আপলোড করেছেনে এমন আলোকচিত্রগুলো থেকে সেরা তিনটি আলোকচিত্রের জন্য থাকছে বিশেষ পুরস্কার। তবে আলোকচিত্রগুলোকে অবশ্যই সেরা ১০০-এর মধ্যে থাকতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন।