বিষয়বস্তুতে চলুন

আর

উইকিঅভিধান, মুক্ত অভিধান থেকে

বাংলা

[সম্পাদনা]

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

সংস্কৃত अपर (অপর) থেকে প্রাপ্ত।

উচ্চারণ

[সম্পাদনা]

সংযোজক পদ

উচ্চারণ

অর্থসমূহ

  1. দুটি শব্দ বা বাক্যকে সংযোগকারী অব্যয়[]
  2. অথবা[]

তথ্যসূত্র

  1. "copulative conjunction এবং; ও" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়
  2. "[disjunctive conjunction] অথবা; কিম্বা whether, or" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়

ক্রিয়াবিশেষণ

অর্থসমূহ

  1. এরপর[]
  2. এখন[]
  3. পক্ষান্তরে[]
  4. যুগপৎ[]
  5. তদুপরি[]
  6. আবার[]
  7. তদবধি[]
  8. ভবিষ্যতে[]
  9. অব্যবহিত পরে[]
  10. দুবার[১০]
  11. এখনও[১১]
  12. কখনও[১২]
  13. পূর্বে বা পরে কখনও[১৩]
  14. অবশ্য[১৪]

তথ্যসূত্র

  1. "অতঃপর" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়
  2. "এখন, বর্ত্তমান" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়
  3. "পক্ষান্তরে; কিন্তু" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়
  4. "এককালে; যুগপৎ" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪-২৪৫ নং পাতায়
  5. "অধিকন্তু; তা ছাড়া besides; moreover" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়
  6. "পুনরায়; আবার; ফিরিয়া; পাল্টে" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়
  7. "তদবধি; সেই হইতে" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়
  8. "পরে; আখেরে; ভবিষ্যতে" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়
  9. "অব্যবহিত পরেই; প্রায় তখনই" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়
  10. "দ্বিতীয় বার; একবারের অধিক" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়
  11. "এখনও" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়
  12. "কখন; কস্মিন্‌ কালে (অসম্ভব বা কখন হয় না এই অর্থে)" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়
  13. "পূর্ব্বে বা পরে" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়
  14. "অবশ্য of course" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়

বিশেষণ

অর্থসমূহ

  1. দ্বিতীয়[]
  2. বিগত[]
  3. অপর বা অন্য[]
  4. অধিক[]
  5. আগামী

তথ্যসূত্র

  1. "দ্বিতীয়টী বা অন্য একটী" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়
  2. "গত; বিগত" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৫ নং পাতায়
  3. "অপর; অন্যজন" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়
  4. "অধিক; বেশী" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়

সর্বনাম

অর্থসমূহ

  1. অন্য ব্যক্তি, বস্তু, ইত্যাদি[]

তথ্যসূত্র

  1. "অন্য কিছু; অন্য বিষয় বা বস্তু" —জ্ঞানেন্দ্রমোহন দাস সম্পাদিত, বাঙ্গালা ভাষার অভিধান, ২৪৪ নং পাতায়