বিষয়বস্তুতে চলুন

উইকিভ্রমণ থেকে
গাদিয়াড়া সঙ্গম

হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম গাদিয়াড়া। আম জনতার কাছে এটি একটি চড়ুইভাতি গন্তব্য হিসেবেই পরিচিত। কিন্তু পুজোর সময়ে এটি আপনার কাছে হয়ে উঠতেই পারে ‘অপরিকল্পিত চড়ুইভাতি গন্তব্য’।

কলকাতা থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূরত্বে এই জায়গাটি দামোদর, রূপনারায়ণ এবং হুগলি নদির সঙ্গমস্থলে অবস্থিত। এই সঙ্গমের একদিকে হলদিয়া, একদিকে নুরপুর এবং অন্যদিকে গাদিয়াড়া। সন্ধায় এই তিন জনপদের চিকচিকে আলো নদীবক্ষে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি করে।

কীভাবে যাবেন

[সম্পাদনা]
  • গাদিয়াড়া যাওয়ার সাধারণ/বাতানুকূল বাস এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে পাওয়া যায়।
  • হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে উলুবেড়িয়া এবং বাগনান স্টেশনে নেমে, সেখান থেকে শ্যামপুর হয়ে বাসে করে ৮ কিলোমিটার গেলেই গাদিয়াড়া।
  • ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করে যদি কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু, কোনা এক্সপ্রেসওয়ে, ৬ নম্বর জাতীয় সড়ক, উলুবেড়িয়া দিয়ে যান, তাহলে প্রায় ১ ঘণ্টার মত সময় লাগবে পৌঁছতে।

কাছাকাছি যান

[সম্পাদনা]

ফেরি/ভ্যান রিকশা করে।

এলাকা ল্যান্ডমার্ক

[সম্পাদনা]
মানচিত্র
গাদিয়াড়ার মানচিত্র
  • 1 গাদিয়াড়া
  • 3 হুগলি নদী
  • 5 রূপনারায়ণ নদী

এলাকার আশেপাশে নদীর উপরে কোন সেতু নেই। ২০১৩ সালের হিসাবে, রায়চক থেকে কুকড়াহাটি পর্যন্ত একটি সেতুর জন্য একটি প্রস্তাব আছে। এটি এক দশকেরও বেশি সময় ধরে বলা হচ্ছে এবং এটি হয়তো অন্য দশক বা তারও বেশি সময় ধরে হতে পারে।

কী কী দেখবেন

[সম্পাদনা]
  • নদীর তীরে বসে সুর্যাস্ত দেখার একটি আদর্শ স্থান গাদিয়াড়া। নৌকো ভাড়া করে নদীতে ভ্রমণ করার পরিকল্পনা থাকলে তো আর কথাই নেই। হাতে যদি সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন গড়চুমুক। আবার নদী পেরিয়ে পৌঁছে যেতে পারেন গেঁওখালি
  • কম জোয়ারে দুর্গটির ধ্বংসাবশেষ।

কি করবেন

[সম্পাদনা]
  • দেশী নৌকোয় নদী ভ্রমণ।
  • গেঁওখালি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, গেঁওখালি (গেঁওখালি যাওয়ার জন্য একটি ফেরি নিয়ে যান, সেখানে একটি ভ্যান রিকশা নিয়ে যান)।

কী খাবেন

[সম্পাদনা]

খাওয়ার জন্য সেখানে পর্যাপ্ত পরিমাণে হোটেল ও রেস্তারাঁ রয়েছে। তবে যদি পিকনিকের ভরপুর আনন্দ পেতে চান, তা হলে সঙ্গে করে খাবার নিয়েও যেতে পারেন।

রাত্রিযাপন

[সম্পাদনা]
  • 1 রূপনারায়ণ পর্যটন লজ, পোস্ট অফিস দক্ষিণ শিবপুর, গাডিয়াড়া, জেলা। : হাওড়া, পিন -৭১১৩১, (০৩২১৪)২৬৩১২৫ এসি এবং অ এসি কক্ষ উপলব্ধ। উপলব্ধ পিকনিক জন্য শেড / খোলা মাঠ। এছাড়াও বুকিং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন অফিস থেকে করা যেতে পারে, ঠিকানা- ৩/২ বিবিডি বাগ (পূর্ব) কলকাতা ৭০০০ ০০১ ফোন ০৩৩ 22485917/5168/8271/8272।
  • নিউ চলন্তিকা পর্যটন লজ, ০৯৭৩২৫৮৩২১৩ কলকাতা থেকে ফোন করে বুক করুন। ফোন নম্বর- 09433588635 এসি এবং অ এসি কক্ষ ₹ ২৫০- ₹ ৩৫০- ₹ ৭০০