উইকিসংকলন:যোগাযোগ/পাঠক
অবয়ব
ভূমিকা
যোগাযোগ করার আগে কিছু ব্যাপার খেয়াল রাখুন।
পাঠক
আপনি কি উইকিসংকলনের পাঠক হিসেবে কোন তথ্য চান?
লেখক
আপনি কি আপনার রচিত কোন সাহিত্যকর্মের কপিরাইট লাইসেন্স মুক্ত করতে চান?
গ্ল্যাম প্রতিষ্ঠান
আপনি কি কোন গ্রন্থাগার বা আর্কাইভের অংশ হিসেবে আপনার সংগ্রহ উইকিসংকলনে যোগ করতে চান?
শিক্ষাপ্রতিষ্ঠান
আপনি কি কোন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের উইকিসংকলন সম্বন্ধে দক্ষতা বাড়াতে চান?
গণমাধ্যম
আপনি কি কোন গণমাধ্যমের কর্মী বা সদস্য হিসেবে উইকিসংকলনে যোগাযোগ করতে চান?
উইকিসংকলনে স্বাগতম!
সারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত আপনার মত মানুষেরা মিলেই উইকিসংকলন সমৃদ্ধ করে চলেছেন। তাই এমন হতেই পারে, উইকিসংকলনে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে বেশ কিছু ভুলত্রুটি রয়েছে, যা আপনার নজরে এল।
- উইকি ভিত্তিক ওয়েবসাইট হওয়ার দৌলতে এই ধরণের ভুল আপনি নিজেই ঠিক করতে পারেন, কারণ উইকিসংকলন সকলের জন্যই উন্মুক্ত এবং যে কেউ উইকিসংকলন সম্পাদনা করতে পারেন! এজন্য ভুল পাতাটির ওপরে ডান পাশের উৎস সম্পাদনা ট্যাবটিতে ক্লিক করুন, ভুল সংশোধন করুন এবং নীচের দিকে সংরক্ষণ বোতামটি টিপুন। কিভাবে সম্পাদনা করতে হয় তা জানতে এই সহায়িকা পাতাটি পড়ুন।
- যদি আপনি ত্রুটি সংশোধন করতে না চান বা না পারেন, তাহলে সমস্যাটি বিস্তারিতভাবে লিখে আমাদের এই পাতায় জানাতে পারেন। উইকিসংকলন সম্প্রদায়ের কোন না কোন স্বেচ্ছাসেবী সেই সমস্যা সমাধান করতে পারবেন, আশা করা যায়।