নেপোলিয়ন বোনাপার্ট
অবয়ব
নেপোলিয়ন বোনাপার্ট বা নাপোলেওঁ বোনাপার্ত(ফরাসি: Napoléon Bonaparte; ১৫ই আগস্ট ১৭৬৯ – ৫ই মে ১৮২১) ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল (First Consul) ছিলেন। তিনি (নেপলীয়) ১৮ মে ১৮০৪ থেকে ৬ এপ্রিল ১৮১৪ পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন এবং পুনরায় ১৮১৫ সালের ২০ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত স্বল্প সময়ের জন্য ফ্রান্সের সম্রাট ছিলেন। তিনি ইতালির রাজাও ছিলেন। এছাড়া তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্থাকারী এবং কনফেডারেশন অফ রাইনের রক্ষকও ছিলেন।
উক্তি
[সম্পাদনা]- আমার অভিধানে অসম্ভব নামে কোন শব্দ নেই।
- অসম্ভব শব্দটি মূর্খের অভিধানেই পাওয়া যায়।
- তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো।
- J'aurais dû mourir à Waterloo
- আমার ওয়াটারলুতে মৃত্যুবরণ করা উচিত ছিল।
- Mémorial de Sainte Hélène
- আমার ওয়াটারলুতে মৃত্যুবরণ করা উচিত ছিল।
- Le mot impossible n'est pas français.
- অসম্ভব শব্দটি ফরাসি নয়।
- জিন লে মাতোয়িসের নিকটে দেওয়া চিঠিতে।
- অসম্ভব শব্দটি ফরাসি নয়।
- মেয়েরা শুধু বাচ্চা বানানোর যন্ত্র।
- মৃত্যুর কারণই মানুষকে শহীদ বানায়, মৃত্যু না।
- সর্বদা গরীব থাকার নিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা।
- তুমি যদি চাও কোন কিছু ভালোভাবে হোক, তবে তা নিজে কর।
- ইতিহাস হচ্ছে মিথ্যার সমষ্টি যাতে একমত পোষণ করা হয়েছে।
- ধর্মই গরীবদেরকে বিরত রাখে ধনীদের হত্যা করা থেকে।
- অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।
- আমি তিনটি খবরের কাগজকে এক লক্ষ বেয়নেট অপেক্ষা বেশী ভয় করি।
- ১০০ টি সিংহের দলের নেতা যদি একটি কুকুর হয় তাহলে যুদ্ধে সিংহগুলো কুকুরের মতো মারা যাবে। আর যদি ১০০ টি কুকুরের দলের নেতা যদি একজন সিংহ হয় তাহলে কুকুরগুলো সিংহের মতো যুদ্ধ করবে।
- যখন আপনার শত্রু কোনো ভুল করে, তখন তাকে বাধা দিবেন না।
- জেমস চার্লটনের দ্য মিলিটারি কুয়োশন বুক (২০০২) এ উদ্ধৃত, পৃষ্ঠা: ৯৩
নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে উক্তি
[সম্পাদনা]- তিনি ছিলেন যুদ্ধের দেবতা।
- থিওডোরোস কলোকোট্রনিস, গ্রেগইস টার্টেসিস রচিত কলোকোট্রনিস মেমোয়ার্স।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে নেপোলিয়ন বোনাপার্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।