বিষয়বস্তুতে চলুন

রাস্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Road থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশের ঢাকার সোনারগাঁও জনপথ রাস্তার একটি উদাহরণ

রাস্তা[] হলো একটি নির্মিত পরিবেশে সর্বজনীন দ্বিমুখী পথ। এটি একটি শহুরে প্রেক্ষাপটে ভূমি সংলগ্ন ভবনগুলোর একটি জনসম্পদ যেখানে লোকজন অবাধে একত্রিত হতে, যোগাযোগ করতে ও চলাফেরা করতে পারে। একটি রাস্তা কাঁচার সমান স্থানের মতো সোজা হতে পারে, তবে প্রায়শই এটিকে একটি শক্ত টেকসই পৃষ্ঠ যেমন টারমাক, কংক্রিট, খোয়া বা ইট দিয়ে পাকা করা হয়। অংশগুলোকে অ্যাসফল্ট দিয়ে মসৃণ করা যেতে পারে, রেলের সাথে জোড়া লাগানো যেতে পারে, বা অন্যথায় পথচারীহীন রাস্তা চলাচলে সাবলীলতা আনার জন্য প্রস্তুত করা যেতে পারে।

মূলত রাস্তা শব্দটির ইংরেজি শব্দ স্ট্রিট[][] (ইংরেজি: Street) বলতে কেবল পাকা সড়ককে (লাতিন: via strata) বোঝায়। রাস্তা শব্দটি এখনো মাঝেমধ্যে অনানুষ্ঠানিকভাবে সড়কের প্রতিশব্দ হিসেবে যেমন প্রাচীন ওয়াটলিং স্ট্রিটকে বোঝাতে ব্যবহৃত হয়, তবে শহরের বাসিন্দারা ও নগর পরিকল্পনাবিদরা দুটির মাঝে একটি গুরুত্বপূর্ণ আধুনিক পার্থক্য করে থাকেন: একটি সড়কের প্রধান কাজ হল পরিবহন, অন্যদিকে রাস্তা জনসাধারণের মিথস্ক্রিয়াকে সহজ করে তোলে।[] রাস্তার উদাহরণগুলোর মধ্যে রয়েছে পথচারী রাস্তা, গলিপথ, ও শহরের কেন্দ্রের রাস্তা যেখানে মাত্রাতিরিক্ত ভীড়ের কারণে সড়কের যানবাহনের পক্ষে প্রবেশ করা অসম্ভব। বিপরীতভাবে মহাসড়কযানপথ এক ধরনের সড়ক হলেও কদাচিৎ সেগুলোকে রাস্তা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।[][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ভাঙা রাস্তায় কষ্টে চলাচল"প্রথম আলো। ৮ মে ২০১৪। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "street"ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অনলাইন ডিকশনারি অ্যান্ড গ্রামার। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "Park Street Kolkata: তালিকায় পার্ক স্ট্রিট, দেশের বিরল স্বীকৃতি শহরের সাহেবপাড়ার"এই সময়। ১১ মে ২০২৩। 
  4. Dictionary.
  5. Road vs Street ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে at Using English forum.
  6. Avenue vs Street at Using English forum.

বহিঃসংযোগ

[সম্পাদনা]