রাজনাথ সিং
রাজনাথ সিং | |
---|---|
ভারতের প্রতিরক্ষামন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩১ মে, ২০১৯ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
পূর্বসূরী | নির্মলা সীতারামন |
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৬ মে, ২০১৪ – ৩০ মে, ২০১৯ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
পূর্বসূরী | সুশীলকুমার সিন্দে |
উত্তরসূরী | অমিত শাহ |
ভারতীয় জনতা পার্টির সভাপতি | |
কাজের মেয়াদ ২৩ জানুয়ারী ২০১৩ – ৮ জুলাই ২০১৪ | |
পূর্বসূরী | নীতিন গাডকারী |
উত্তরসূরী | অমিত শাহ |
কাজের মেয়াদ ২৪ ডিসেম্বর ২০০৫ – ২৪ ডিসেম্বর ২০০৯ | |
পূর্বসূরী | লাল কৃষ্ণ আদভানি |
উত্তরসূরী | নীতিন গাডকারী |
ভারতের কৃষিমন্ত্ৰী | |
কাজের মেয়াদ ২৪ মে, ২০০৩ – ২২ মে, ২০০৪ | |
প্রধানমন্ত্রী | অটল বিহারী বাজপেয়ী |
পূর্বসূরী | অজিত সিং |
উত্তরসূরী | শরদ পারার |
উত্তরপ্ৰদেশের ১৯তম মুখ্যমন্ত্ৰী | |
কাজের মেয়াদ ২৮ অক্টোবর ২০০০ – ৮ মাৰ্চ ২০০২ | |
গভর্নর | সুরজ ভান বিষ্ণু কান্ত শাস্ত্ৰী |
পূর্বসূরী | রাম প্ৰকাশ গুপ্তা |
উত্তরসূরী | রাষ্ট্ৰপতি শাসন |
লোকসভার সংসদ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৬ মে, ২০১৪ | |
পূর্বসূরী | লালজী টেণ্ডন |
নির্বাচনী এলাকা | লক্ষ্ণৌ লোকসভা সমষ্টি |
কাজের মেয়াদ ১৬ মে, ২০০৯ – ১৬ মে, ২০১৪ | |
পূর্বসূরী | সমষ্টি সৃষ্টি |
উত্তরসূরী | বিজয় কুমার সিং |
নির্বাচনী এলাকা | গাজিয়াবাদ লোকসভা সমষ্টি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ভাভৌরা, চান্দডাউলি জিলা, উত্তরপ্রদেশ, ভারত | ১০ জুলাই ১৯৫১
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
অন্যান্য রাজনৈতিক দল | ভারতীয় জন সংঘ(১৯৭৭ চনৰ আগত) |
দাম্পত্য সঙ্গী | সাবিত্ৰী সিং |
সন্তান | ৩ |
প্রাক্তন শিক্ষার্থী | গোরাখপুর বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
রাজনাথ সিং (জন্ম ১০ জুলাই ১৯৫১) একজন ভারতীয় রাজনীতিবিদ ও বৰ্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। এর আগে তিনি উত্তর প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী ও অটল বিহারী বাজপেয়ীর মন্ত্ৰীসভাতে কৃষিমন্ত্ৰীর পদে অধিষ্ঠিত ছিল। ভারতের রক্ষামন্ত্ৰী হবার আগে তিনি নরেন্দ্র মোদীর প্ৰথম মন্ত্ৰীসভাতে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর ফলে তিনি ২০০৫ সালের পরে ২০০৯ সালে ও ২০১৩ সালের পরে ২০১৪ সালে দুইবার ভারতীয় জনতা পাৰ্টির সভাপতি ছিলেন।
তিনি কৰ্মজীবনের প্ৰথমে একজন পদাৰ্থ বিজ্ঞান অধ্যাপক হিসাবে আরম্ভ করেছিলেন। তিনি দীৰ্ঘদিন রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাথে জড়িত ছিলেন। পরে তিনি এর সহায়তায় ভারতীয় জনতা পাৰ্টিতে যোগদান করেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]রাজনাথ সিং চান্দাউলি জেলা উত্তর প্রদেশের ভাভাউরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন রাম বদন সিং এবং তাঁর মা ছিলেন গুজরাটি দেবী। তিনি কৃষকদের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং গৌড়পুর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগের ফলাফল অর্জন করে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে গিয়েছিলেন। রাজনাথ সিংহ ১৩ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যুক্ত ছিলেন এবং সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ১৯৭৮ সালে, তিনি ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি, ভারতীয় জন সংঘের মির্জাপুর ইউনিটের সেক্রেটারি নিযুক্ত হন [১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]১৯৭৫ সালে, ২৪ বছর বয়সী সিংহ জন সংঘের জেলা সভাপতি নিযুক্ত হন। ১৯৭৭ সালে তিনি মির্জাপুর থেকে আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৪ সালে বিজেপি যুব শাখার রাজ্য সভাপতি, ১৯৮৬ সালে জাতীয় সাধারণ সম্পাদক এবং ১৯৮৮ সালে দলের জাতীয় সভাপতি হন। তিনি উত্তর প্রদেশের আইনসভা পরিষদেও নির্বাচিত হয়েছিলেন । [১]
১৯৯১ সালে, তিনি উত্তর প্রদেশ রাজ্যের প্রথম বিজেপি সরকারে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর আমলের প্রধান বিষয়গুলি হ'ল ১৯৯২-এ অনুলিপি করা আইন, যা অন-জামিনযোগ্য অপরাধকে অনুলিপি করেছে,[২] বিজ্ঞানের পাঠ্যকে আধুনিকীকরণ এবং বৈদিক গণিতকে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন। [৩]
কেন্দ্রীয় ভূতল পরিবহণ মন্ত্রী
[সম্পাদনা]১৯৯৪ সালের এপ্রিল মাসে, তিনি রাজ্যসভায় নির্বাচিত হন ( সংসদের উচ্চ সভায়) এবং তিনি শিল্প সম্পর্কিত উপদেষ্টা কমিটির (১৯৯৪-৯৬), কৃষি মন্ত্রকের পরামর্শক কমিটি, ব্যবসায় পরামর্শদাতা কমিটি, হাউস কমিটি এবং দফতরের সাথে জড়িত হন। মানবসম্পদ উন্নয়ন কমিটি। [১] ১৯৯৭ সালের ২৫ শে মার্চ, তিনি উত্তর প্রদেশে বিজেপির ইউনিটের সভাপতি হন এবং ১৯৯৯ সালে তিনি ভূ-পরিবহণের কেন্দ্রীয় মন্ত্রী হন। [১]
উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী
[সম্পাদনা]২০০১ সালের ফেব্রুয়ারি সিংহ ডিএনডি ফ্লাইওয়ের উদ্বোধন করেন যা দিল্লিকে নোয়াদের সাথে সংযুক্ত করে। [৪]
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
[সম্পাদনা]২০০৩ সালে সিংকে কৃষিমন্ত্রী এবং পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল এবং ভারতের অর্থনীতির অন্যতম চঞ্চল অঞ্চল বজায় রাখার কঠিন কাজটির মুখোমুখি হয়েছিল। [৫] এই সময়কালে তিনি কিষাণ কল সেন্টার এবং ফার্ম আয় বীমা প্রকল্প সহ কয়েকটি যুগ যুগের প্রকল্প শুরু করেছিলেন। [৬] তিনি কৃষিক্ষেত্রে সুদের হার হ্রাস করেন এবং কৃষক কমিশন প্রতিষ্ঠা করেন এবং খামার আয় বীমা প্রকল্প চালু করেন। [৭]
বিজেপি সভাপতি
[সম্পাদনা]২০০৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি ক্ষমতা হারানোর পরে, বিরোধী দলে বসতে বাধ্য হয়েছিল। বিশিষ্ট ব্যক্তিত্ব লাল কৃষ্ণ আডবানীর পদত্যাগ, এবং কৌশলবিদ প্রমোদ মহাজন হত্যার পরে সিং সর্বাধিক প্রাথমিক হিন্দুত্ববাদী মতাদর্শকে কেন্দ্র করে দলটিকে পুনর্গঠন করার চেষ্টা করেছিলেন। [৮] তিনি যে কোনও মূল্যে অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে "আপস না করার" অবস্থানের কথা ঘোষণা করেছিলেন [৮] এবং প্রধানমন্ত্রী হিসাবে বাজপেয়ীর শাসনের প্রশংসা করে, এনডিএ ভারতের সাধারণ মানুষের জন্য যে সমস্ত উন্নয়ন ঘটেছে তার দিকে ইঙ্গিত করে।[৯] তিনি ভারতে ইংরেজি ভাষার ভূমিকারও সমালোচনা করেছিলেন এবং দাবি করেন যে, স্থানীয় জনগণের বেশিরভাগ লোক স্থানীয় ভাষার বদলে ইংরেজিকে দেখানো চূড়ান্ত পছন্দের কারণে ভারতীয় অর্থনীতি এবং সাংস্কৃতিক বক্তৃতাতে অংশ নিতে পারছে না। [১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "Profile: Rajnath Singh"। Zee News। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "How Rajnath Singh rose through the ranks". Rediff.com. 31 January 2013
- ↑ "Who is Rajnath Singh? : India, News"। India Today। ২৩ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৩।
- ↑ "'Noida jinx' to keep Akhilesh Yadav away from PM event"। The Economic Times। ২৯ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০।
- ↑ "Courage, Mr Rajnath Singh"। The Hindu। ১১ জুন ২০০৩।
- ↑ "Shri Rajnath Singh, MP (Ghaziabad)". wikimapia.org
- ↑ "Achievements". rajnathsingh.in
- ↑ ক খ Ghatak, Lopamudra (২৩ ডিসেম্বর ২০০৬)। "It's basic instinct for Rajnath Singh"। The Times of India। ৬ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ Rajnath Singh is new BJP President ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ মার্চ ২০১৪ তারিখে. indianewsdiary.com
- ↑ "BJP chief claims English bad for India, triggers outrage." The Times of India. 20 July 2013
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ভারতের সংসদে লোকসভায় জীবনী প্রোফাইল
- অফিসিয়াল ওয়েবসাইট (ব্যক্তিগত)
- ১৯৫১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- উত্তরপ্রদেশের লোকসভা সদস্য
- ভারতীয় রাজনীতিবিদ
- সপ্তদশ লোকসভার সদস্য
- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
- ষোড়শ লোকসভার সদস্য
- পঞ্চদশ লোকসভার সদস্য
- উত্তরপ্রদেশের ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ
- ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী
- ভারতের কৃষিমন্ত্রী
- দ্বীন দয়াল উপাধ্যায় গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
- ভারতীয় জনতা পার্টির সভাপতি
- উত্তরপ্রদেশের রাজ্যসভা সদস্য
- উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য ১৯৭৭-১৯৮০
- উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য ১৯৯৭-২০০২
- চান্দৌলি জেলার ব্যক্তি
- বারাণসীর রাজনীতিবিদ
- লখনউয়ের রাজনীতিবিদ
- জনতা পার্টির রাজনীতিবিদ
- ২০১৯-এ ভারতের সাধারণ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী
- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সদস্য
- ২০১৪-এ ভারতের সাধারণ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী
- ভারতীয় জন সংঘের রাজনীতিবিদ
- ২০১৪-এ ভারতের সাধারণ নির্বাচনের প্রার্থী
- ২০১৯-এ ভারতের সাধারণ নির্বাচনের প্রার্থী
- ভারতীয় সাম্যবাদ-বিরোধী
- হিন্দু জাতীয়তাবাদী
- ভারতীয় হিন্দু
- নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা
- অষ্টাদশ লোকসভার সদস্য