কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র
অবয়ব
(Kolkata Dakshin (Lok Sabha constituency) থেকে পুনর্নির্দেশিত)
কলকাতা দক্ষিণ | |
---|---|
লোকসভা কেন্দ্র | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিধানসভা নির্বাচনী এলাকা | কসবা বেহালা পূর্ব বেহালা পশ্চিম কলকাতা বন্দর ভবানীপুর রাসবিহারী বালিগঞ্জ |
প্রতিষ্ঠিত | ১৯৬৭ - বর্তমান |
মোট নির্বাচক | ১৬,৮৫,২৯৬[১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচিত বছর | ২০২৪ |
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র ভারতীয় প্রজাতন্ত্রের ৫৪৩টি লোকসভা (সংসদীয়) কেন্দ্রের অন্যতম। এই কেন্দ্রটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দক্ষিণাংশে অবস্থিত।
বিধানসভা কেন্দ্র
[সম্পাদনা]২০০২ সালে গঠিত সীমানা পুনর্নির্ধারণ কমিশনের আদেশানুসারে পশ্চিমবঙ্গের লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারিত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের ২৩ নং লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত:[২]
- কসবা (১৪৯ নং বিধানসভা কেন্দ্র)
- বেহালা পূর্ব (১৫৩ নং বিধানসভা কেন্দ্র)
- বেহালা পশ্চিম (১৫৪ নং বিধানসভা কেন্দ্র)
- কলকাতা বন্দর (১৫৮ নং বিধানসভা কেন্দ্র)
- ভবানীপুর (১৫৯ নং বিধানসভা কেন্দ্র)
- রাসবিহারী (১৬০ নং বিধানসভা কেন্দ্র)
- বালিগঞ্জ (১৬১ নং বিধানসভা কেন্দ্র)
২০০৮ সালে লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের আগে পশ্চিমবঙ্গ বিধানসভার নিম্নলিখিত কেন্দ্রগুলি নিয়ে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি গঠিত ছিল:[৩]
- সোনারপুর (তফসিলি জাতি) (১০৯ নং বিধানসভা কেন্দ্র)
- চৌরঙ্গী (১৪৬ নং বিধানসভা কেন্দ্র)
- আলিপুর (১৪৮ নং বিধানসভা কেন্দ্র)
- রাসবিহারী অ্যাভিনিউ (১৪৯ নং বিধানসভা কেন্দ্র)
- টালিগঞ্জ (১৫০ নং বিধানসভা কেন্দ্র)
- ঢাকুরিয়া (১৫১ নং বিধানসভা কেন্দ্র)
- বালিগঞ্জ (১৫২ নং বিধানসভা কেন্দ্র)
নির্বাচনসমূহের ফলাফল
[সম্পাদনা]পূর্ববর্তী নির্বাচনে এই কেন্দ্রের ফলাফলের সারাংশ নিচে দেওয়া হল:
বছর | ভোটার | ভোট হার (%) | বিজয়ী | % | বিজয়ী দল | দ্বিতীয় স্থানাধিকারী | % | দ্বিতীয় দল |
---|---|---|---|---|---|---|---|---|
১৯৬৭[৪] | ৩১৭,১৭১ | ৬২.৬০ | গণেশ ঘোষ | ৫০.২৮ | সিপিআই(এম) | বি.বি. ঘোষ | ৩৭.৫৮ | জাতীয় কংগ্রেস |
১৯৭১[৫] | ২৯৬,০৮৮ | ৫৯.০০ | প্রিয়রঞ্জন দাশমুন্সি | ৫০.৬৫ | জাতীয় কংগ্রেস | গণেশ ঘোষ | ৪২.৯৫ | সিপিআই(এম) |
১৯৭৭[৬] | ৩৯৮,৫৬০ | ৬০.৯২ | দিলীপ চক্রবর্তী | ৫৮.০৮ | ভারতীয় লোক দল | প্রিয়রঞ্জন দাশমুন্সি | ৪০.৫৯ | জাতীয় কংগ্রেস |
১৯৮০ | ৪৭২,৭০০ | ৬১.৫৪ | সত্যসাধন চক্রবর্তী | ৪৬.০৯ | সিপিআই(এম) | ভোলানাথ সেন | ৩৮.০৯ | জাতীয় কংগ্রেস |
১৯৮৪ | ৫৮২,৩৭০ | ৭২.৫২ | ভোলানাথ সেন | ৫৬.৯৩ | জাতীয় কংগ্রেস | সত্যসাধন চক্রবর্তী | ৪১.৩৪ | সিপিআই(এম) |
১৯৮৯ | ৭৪০,০৮০ | ৭৩.০২ | বিপ্লব দাশগুপ্ত | ৫০.০৭ | সিপিআই(এম) | ভোলানাথ সেন | ৪৬.৬১ | জাতীয় কংগ্রেস |
১৯৯১ | ৭১৪,৪০০ | ৬৮.৫ | মমতা বন্দ্যোপাধ্যায় | ৫২.৪৬ | জাতীয় কংগ্রেস | বিপ্লব দাশগুপ্ত | ৩৯.১ | সিপিআই(এম) |
১৯৯৬ | ৮৫২,৪৬০ | ৭৩.০২ | মমতা বন্দ্যোপাধ্যায় | ৫২.৫১ | জাতীয় কংগ্রেস | ভারতী মুখোপাধ্যায় | ৪০.৫৪ | সিপিআই(এম) |
১৯৯৮ | ৮৭৭,৪৩০ | ৭৪.৪৪ | মমতা বন্দ্যোপাধ্যায় | ৫৯.৩৭ | তৃণমূল কংগ্রেস | প্রশান্ত সুর | ৩২.৯৫ | সিপিআই(এম) |
১৯৯৯ | ৮০৫,২৭০ | ৬৬.৯৬ | মমতা বন্দ্যোপাধ্যায় | ৫৮.২৬ | তৃণমূল কংগ্রেস | শুভঙ্কর চক্রবর্তী | ৩১.৬৮ | সিপিআই(এম) |
২০০৪ | ৭৭২,৭৪০ | ৭০.৪৬ | মমতা বন্দ্যোপাধ্যায় | ৫০.৯৩ | তৃণমূল কংগ্রেস | রবিন দেব | ৩৮.১৯ | সিপিআই(এম) |
২০০৯[৭] | ১,০০৭,২২৫ | ৬৬.৯০ | মমতা বন্দ্যোপাধ্যায় | ৫৭.১৩ | তৃণমূল কংগ্রেস | রবিন দেব | ৩৫.৩৯ | সিপিআই(এম) |
২০১১ উপ-নির্বাচন | ৮২৪,২৩১ | ৫২.৮২ | সুব্রত বক্সী | ৬২.৭০ | তৃণমূল কংগ্রেস | ঋতব্রত বন্দ্যোপাধ্যায় | ৩৪.৭৮ | সিপিআই(এম) |
২০১৪ | ১,১৬৭,৯৮৬ | ৬৯.৩০ | সুব্রত বক্সী | ৩৬.৯৫ | তৃণমূল কংগ্রেস | তথাগত রায় | ২৫.২৮ | ভাজপা |
২০১৯ | ১,২০৭,০৭৬ | ৬৯.৮২ | মালা রায় | ৪৭.৫০ | তৃণমূল কংগ্রেস | চন্দ্র কুমার বোস | ৩৪.৬৪ | ভাজপা |
দলগত ফল
[সম্পাদনা]বছর | বিজয়ী | বিজয়ী দল | রাজ্যে সংখ্যা গরিষ্ঠ | কেন্দ্রীয় সংখ্যা গরিষ্ঠ | পদ প্রাপ্তি |
---|---|---|---|---|---|
১৯৬৭[৮] | গণেশ ঘোষ | সিপিআই(এম) | জাতীয় কংগ্রেস | জাতীয় কংগ্রেস | - |
১৯৭১[৯] | প্রিয়রঞ্জন দাশমুন্সি | জাতীয় কংগ্রেস | সিপিআই(এম) | জাতীয় কংগ্রেস | - |
১৯৭৭[১০] | দিলীপ চক্রবর্তী | ভারতীয় লোক দল | সিপিআই(এম) | জনতা পার্টি | - |
১৯৮০ | সত্যসাধন চক্রবর্তী | সিপিআই(এম) | সিপিআই(এম) | জাতীয় কংগ্রেস | |
১৯৮৪ | ভোলানাথ সেন | জাতীয় কংগ্রেস | সিপিআই(এম) | জাতীয় কংগ্রেস | |
১৯৮৯ | বিপ্লব দাশগুপ্ত | সিপিআই(এম) | সিপিআই(এম) | জাতীয় ফ্রন্ট | |
১৯৯১ | মমতা বন্দ্যোপাধ্যায় | জাতীয় কংগ্রেস | সিপিআই(এম) | জাতীয় কংগ্রেস | |
১৯৯৬ | মমতা বন্দ্যোপাধ্যায় | জাতীয় কংগ্রেস | সিপিআই(এম) | ইউনাইটেড ফ্রন্ট | |
১৯৯৮ | মমতা বন্দ্যোপাধ্যায় | তৃণমূল কংগ্রেস | সিপিআই(এম) | ভারতীয় জনতা পার্টি | |
১৯৯৯ | মমতা বন্দ্যোপাধ্যায় | তৃণমূল কংগ্রেস | সিপিআই(এম) | ভারতীয় জনতা পার্টি | রেলমন্ত্রী |
২০০৪ | মমতা বন্দ্যোপাধ্যায় | তৃণমূল কংগ্রেস | সিপিআই(এম) | জাতীয় কংগ্রেস | |
২০০৯[১১] | মমতা বন্দ্যোপাধ্যায় | তৃণমূল কংগ্রেস | তৃণমূল কংগ্রেস | জাতীয় কংগ্রেস | রেলমন্ত্রী |
২০১১ উপ-নির্বাচন | সুব্রত বক্সী | তৃণমূল কংগ্রেস | তৃণমূল কংগ্রেস | জাতীয় কংগ্রেস | |
২০১৪ | সুব্রত বক্সী | তৃণমূল কংগ্রেস | তৃণমূল কংগ্রেস | ভারতীয় জনতা পার্টি | |
২০১৯ | মালা রায় | তৃণমূল কংগ্রেস | তৃণমূল কংগ্রেস | ভারতীয় জনতা পার্টি |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | জাভেদ আহমেদ খান, রত্না চ্যাটার্জী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশীষ কুমার , সুব্রত মুখোপাধ্যায় | ৬,৯৮,৪৫৫ | ৫৮.৩৩ | ||
বিজেপি | ইন্দ্রনিল খান, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অবধ কিশোর গুপ্ত, রুদ্রনীল ঘোষ, সুব্রত সাহা, লোকনাথ চ্যাটার্জী | ৩,৫২,৪৭৫ | ২৯.৪৩ | ||
সিপিআই(এম) | শতরপ ঘোষ, সামিতা হর চৌধুরী, নিহার ভক্ত, মোঃ মুখতার, মোঃ শাদাব খান, আশুতোষ চ্যাটার্জী, ফুয়াদ হালিম | ১,৪৬,৪৫০ | ১২.২৩ | ||
ভোটার উপস্থিতি | ১১,৯৭,৩৮০ |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | জাভেদ আহমেদ খান, শোভন চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় |
৫,৬০,৩৩৩ | ৪৯.৪৪ | ||
সিপিআই(এম) | শতরপ ঘোষ, অম্বিকেশ মহাপাত্র, কৌস্তভ চ্যাটার্জী, রাকেশ সিং, দীপা দাশমুন্সি, আশুতোষ চ্যাটার্জী, কৃষ্ণ দেবনাথ | ৪,৩৩,৬৩২ | ৩৮.২৬ | ||
বিজেপি | বিকাশ দেবনাথ, চন্দ্র ভান সিং, হরেকৃষ্ণ দত্ত, অবধ কিশোর গুপ্ত, চন্দ্র কুমার বোস, সমীর ব্যানার্জী, জীবন কুমার সেন | ১,৩৯,৩৬৮ | ১২.২৯ | ||
ভোটার উপস্থিতি | ১১,৩৩,৩৩৩ |
২০০৯ নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | মমতা বন্দ্যোপাধ্যায় | ৫,৭৬,০৪৫ | |||
সিপিআই(এম) | রবিন দেব | ৩,৫৬,৪৭৪ | |||
বিজেপি | জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় | ৩৯,৭৪৪ | |||
বিএসপি | পরেশচন্দ্র রায় | ৬,৭৪৫ | |||
এমইউএল | আসিফ মহম্মদ | ৫,৮৯৬ | |||
আইজেপি | লীলা হ্যান্স | ১,৪৭২ | |||
নির্দল | অরুণ বিশ্বাস | ১,৯৪৮ | |||
নির্দল | বর্ণালি মুখোপাধ্যায় | ২,৬২৩ | |||
নির্দল | জয়ন্ত দত্ত | ১,৫১২ | |||
নির্দল | নিশান্ত খান | ২,৯২৩ | |||
নির্দল | পীযূষ বন্দ্যোপাধ্যায় | ১,৬৭৪ | |||
নির্দল | রামচন্দ্র প্রসাদ | ৪,০৯১ | |||
নির্দল | ইউসুফ জামাল সিদ্দিকি | ৬,০৪২ | |||
ভোটার উপস্থিতি | ১০,৭৭,২২৫ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014"। West Bengal। Election Commission of India। ২ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- ↑ "Press Note, Delimitation Commission" (পিডিএফ)। Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৯।
- ↑ "General election to the Legislative Assembly, 2001 – List of Parliamentary and Assembly Constituencies" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২০০৮-০৪-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৯।
- ↑ "Statistical Report on general elections, 1967 to the fourth Lok Sabha" (পিডিএফ)। The Election Commission of India।
- ↑ "Statistical Report on general elections, 1971 to the fifth Lok Sabha" (পিডিএফ)। The Election Commission of India।
- ↑ "Partywise comparison since 1977 Lok Sabha elections"। 23 - Calcutta South Parliamentary Constituency। Election Commission of India। ২০০৫-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৭।
- ↑ "GE 2009"।
- ↑ "Statistical Report on general elections, 1967 to the fourth Lok Sabha" (পিডিএফ)। The Election Commission of India।
- ↑ "Statistical Report on general elections, 1971 to the fifth Lok Sabha" (পিডিএফ)। The Election Commission of India।
- ↑ "Partywise comparison since 1977 Lok Sabha elections"। 23 - Calcutta South Parliamentary Constituency। Election Commission of India। ২০০৫-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৭।
- ↑ "GE 2009"।
- ↑ "General Election 2009 Kolkata Dakshin"। West Bengal Election Results। Ibnlive। ২০০৯-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২০।