জোধা আকবর (টিভি ধারাবাহিক)
অবয়ব
(Jodha Akbar (TV series) থেকে পুনর্নির্দেশিত)
জোধা আকবর | |
---|---|
ধরন | পৌরাণিক নাটক |
নির্মাতা | একতা কাপুর |
উন্নয়নকারী | বালাজী টেলিফিল্মস |
পরিচালক | সন্তরাম বার্মা |
সৃজনশীল পরিচালক | শালু |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দী উর্দু |
মৌসুমের সংখ্যা | ০২ |
পর্বের সংখ্যা | ৫৬৬ |
নির্মাণ | |
চিত্রগ্রাহক | সন্তোষ সূর্যবংশী |
ব্যাপ্তিকাল | ২৪ মিনিট |
নির্মাণ কোম্পানি | বালাজী টেলিফিল্মস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি টিভি |
মূল মুক্তির তারিখ | ১৮ জুন ২০১৩ – ০৭ আগস্ট ২০১৫ |
মুক্তির তারিখ | location জয়পুর করজাত কোলহাপুর |
ওয়েবসাইট |
জোধা আকবর জি টিভিতে প্রচারিত একটি ঐতিহাসিক ধারাবাহিক। এটি ১৮ জুন ২০১৩ থেকে ৭ আগস্ট ২০১৫ পর্যন্ত প্রচারিত হয়। বালাজী টেলিফিল্মসের ব্যানারে ধারাবাহিকটি প্রযোজনা ও পরিচালনা করেছেন একতা কাপুর। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রজত টুকাস ও পরিধি শর্মা।[১][২][৩]
কাহিনীসংক্ষেপ
[সম্পাদনা]এই কাহিনী মুঘল সম্রাট জালালউদ্দীন মোহাম্মদ আকবর এবং হিন্দুস্থানের মল্লিকা মারিয়াম-উজ-জামানি বেগমের সময়ের সমাজকে নিয়ে রচিত।
অভিনয়ে
[সম্পাদনা]- রজত টোকাস - জালালউদ্দীন মোহাম্মদ আকবর
- পরিধি শর্মা - মরিয়ম-উজ-জামানী
- বরি ভাতিয়া - নুরুদ্দীন মোহাম্মদ সেলিম
- লাভিনা ট্যান্ডন - রোকেয়া সুলতান বেগম
- মনীষা যাদব - সলিমা সুলতান বেগম
- অশ্বিনী কালশেখর - মহম অঙ্গ
- হীনা পারমার - আনারকলি
- ছায়া পাড়কার - হামিদা বানু বেগম
- অঙ্কিত রায়জাদা - মানসিংহ
- আয়ুশ আনন্দ - আবদুল রহিম খান-ই-খানা
- গোপাল সিং - বীরবল
- বিজয় বদলানি - তানসেন
- কুনাল খোসলা - কুতুবউদ্দীন কোকা
- সেজান কে মোদ - সুলতান মুরাদ মির্জা
- গৌরব শর্মা - সুলতান দানিয়াল মির্জা
- অনুরাগ শর্মা - মহারাণা প্রতাপ
- সৌর্য সিং - টোডর মল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জোধা আআকবর– জি টিভি"। জি টিভি। ২১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৪।
- ↑ Team, Tellychakkar। "Jodha Akbar bids adieu after a glorious run of 2 years"। Tellychakkar.com। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০৯।
- ↑ Team, Tellychakkar। "Strong Buzz: Zee TV's Jodha Akbar to go off air?"। Tellychakkar.com। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০৯।