বিষয়বস্তুতে চলুন

ঈশানী কৌশল্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Eshani Kaushalya থেকে পুনর্নির্দেশিত)
ঈশানী কৌশল্যা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
লোকুসুরিয়াগে ঈশানী কৌশল্যা
জন্ম (1984-06-01) ১ জুন ১৯৮৪ (বয়স ৪০)
পানাদুরা, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক২২ মার্চ ২০০৫ বনাম ভারত
শেষ ওডিআই২৬ ফেব্রুয়ারি ২০১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
টি২০আই অভিষেক১২ জুন ২০০৯ বনাম পাকিস্তান
শেষ টি২০আই৮ মার্চ ২০১৩ বনাম ভারত
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ৭৯ ৫৭
রানের সংখ্যা ১,০৫৭ ৬৭৬
ব্যাটিং গড় ১৫.৩১ ১৪.৩৮
১০০/৫০ ০/৪ ০/১
সর্বোচ্চ রান ৫৯ ৫০
বল করেছে ১,৯৩৫ ৭০৪
উইকেট ৪৮ ৩৫
বোলিং গড় ২৮.২০ ১৯.৬০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৩/২৩ ৪/১৮
ক্যাচ/স্ট্যাম্পিং ১৩/– ১৪/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২৫ অক্টোবর ২০১৬

লোকুসুরিয়াগে ঈশানী কৌশল্যা (সিংহলি: ඊෂානි කෞශල්‍යා; জন্ম: ১ জুন, ১৯৮৪) পানাদুরায় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার প্রথিতযশা প্রমিলা ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০০৫ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করছেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম পেস বোলিং করছেন ঈশানী কৌশল্যা[] এছাড়াও দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২০০৫ সালে শ্রীলঙ্কার পক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।[] ২২ মার্চ, ২০০৫ তারিখে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ঐ খেলায় ভারতের বিপক্ষে তিনি সাত রান সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে ঐ প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজের জুলিয়ানা নিরোকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে তিনি তার প্রথম উইকেটের সন্ধান পান।[]

এরপর ২০০৬ সালের মহিলাদের এশিয়া কাপে বেশ ভালো করেন। প্রতিযোগিতায় দলের পক্ষে ব্যাটিং গড়ে শীর্ষস্থানে অবস্থান করেছিলেন। ৩৫.৩৩ গড়ে ১০৬ রান তুলেন। তন্মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৭ তুলেন।[] ২০১৩ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপেও চমকপ্রদ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে দুইটি অর্ধ-শতক করেন। ফলশ্রুতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক প্রতিযোগিতার সেরা দলের অন্যতম সদস্য হিসেবে তাকেও অন্তর্ভুক্ত করা হয়।[]

১২ জুন, ২০০৯ তারিখে পাকিস্তানের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিক অভিষেক ঘটে তার।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Player Profile: Eshani Kaushalya"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ 
  2. "Statistics / Statsguru / LE Kaushalya / Women's One-Day Internationals"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ 
  3. "16th Match: Sri Lanka Women v West Indies Women at Benoni, Mar 28, 2005"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ 
  4. "Records / Women's Asia Cup, 2006/07 - Sri Lanka Women / Batting and bowling averages"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ 
  5. "ICC names ICC Women's World Cup India 2013 Team of the Tournament"। International Cricket Council। ১৮ ফেব্রুয়ারি ২০১৩। ২৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩ 

আরও দেখুন

[সম্পাদনা]