বিষয়বস্তুতে চলুন

দিলীপ ট্রফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Duleep Trophy থেকে পুনর্নির্দেশিত)
দিলীপ ট্রফি
দেশ ভারত
ব্যবস্থাপকভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
খেলার ধরনপ্রথম-শ্রেণীর ক্রিকেট
প্রথম টুর্নামেন্ট১৯৬১-৬২
শেষ টুর্নামেন্ট২০২৩
পরবর্তী টুর্নামেন্ট২০২৪
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিনফাইনাল
দলের সংখ্যা৬ (২০২২ সাল থেকে)
বর্তমান চ্যাম্পিয়নভারত এ দল (১ম শিরোপা)
সর্বাধিক সফলপশ্চিমাঞ্চল (১৯টি শিরোপা)
সর্বাধিক রানওয়াসিম জাফর (২৫৪৫)
১৯৯৭–২০১৩[]
সর্বাধিক উইকেটনরেন্দ্র হিরওয়ানি (১২৬)
১৯৮৭–২০০৪[]
ওয়েবসাইটবিসিসিআই

দিলীপ ট্রফি ভারতের একটি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা। ভারতের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলকে প্রতিনিধিত্বকারী ক্রিকেট দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি নওয়ানগর-এর (বর্তমান জামনগরের) কুমার শ্রী দিলীপসিংজির নামে নামাঙ্কিত। মূলত রনজি ট্রফির সাফল্যের ভিত্তিতে এই টুর্নামেন্টের দলের সদস্যের নির্বাচন হয়।

ইতিহাস

[সম্পাদনা]

প্রতিযোগিতাটি ১৯৬১-৬২ মৌসুমে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বারা শুরু হয়েছিল। উদ্বোধনী টুর্নামেন্টটি পশ্চিম অঞ্চল জিতেছিল যারা ফাইনালে দক্ষিণ অঞ্চলকে ১০ উইকেটে পরাজিত করেছিল। ১৯৬২-৬৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের একজন টেস্ট ক্রিকেটার দ্বারা পাঁচটি দলের মধ্যে চারটি দলের (সকল কেন্দ্রীয় অঞ্চল ছাড়া) তাদের বোলিং আক্রমণকে শক্তিশালী করেছিল।[]

পশ্চিম অঞ্চল এখন ১৯টি ট্রফি সহ বর্তমান সর্বোচ্চ ট্রফিধারী।

বিন্যাস

[সম্পাদনা]

২০১৪-১৫ পর্যন্ত, পাঁচটি ভারতীয় জোনাল দল নিয়মিতভাবে দলীপ ট্রফিতে অংশ নিয়েছিল - উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল, পশ্চিম অঞ্চল এবং মধ্য অঞ্চল। আসল ফর্ম্যাটটি ছিল পাঁচটি দল একে অপরকে নক-আউট ভিত্তিতে খেলত। ১৯৯৩-৯৪ মৌসুম থেকে, প্রতিযোগিতাটি একটি লীগ ফরম্যাটে রূপান্তরিত হয়।

২০০২-০৩ মৌসুমের জন্য, জোনাল দলগুলিকে পাঁচটি নতুন দল দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল - এলিট এ, এলিট বি, এলিট সি, প্লেট এ এবং প্লেট বি। এই দলগুলিকে নতুন এলিট গ্রুপ এবং প্লেট গ্রুপ বিভাগ থেকে তৈরি করা হয়েছিল যেগুলি তে চালু করা হয়েছিল। সেই মৌসুমে রঞ্জি ট্রফি; যাইহোক, এই ফর্ম্যাটটি শুধুমাত্র একটি মৌসুমের জন্য স্থায়ী হয়েছিল, কারণ এটি অনুভূত হয়েছিল যে নতুন দলগুলির পরিচয়ের অভাব ছিল।

২০০৩-০৪ মৌসুম থেকে ২০০৮ পর্যন্ত, পাঁচটি মূল জোনাল দল একটি ষষ্ঠ অতিথি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যেটি ছিল একটি সফরকারী বিদেশী দল। ২০০৩-০৪ সালে ইংল্যান্ড এ প্রথম অতিথি দল। ২০০৮-এর পর, অতিথি দল বাদ দেওয়া হয়েছিল, মূল পাঁচটি দলের নকআউট টুর্নামেন্ট ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত ব্যবহার করা হয়েছিল।

দিলীপ ট্রফি ২০১৬-১৬ সালে অনুষ্ঠিত হয়নি কিন্তু ২০১৬-১৭ সালে একটি নতুন ফর্ম্যাটে ক্যালেন্ডারে ফিরে এসেছিল: বিসিসিআই নির্বাচকদের দ্বারা নির্বাচিত তিনটি দল অংশ নিয়েছিল, মনোনীত ভারত নীল, ভারত সবুজ এবং ভারত লাল। দলগুলি একটি রাউন্ড-রবিন টুর্নামেন্ট খেলেছিল, যেখানে শীর্ষ দুইটি দল ফাইনালে উঠেছিল যা ভারত নীল জিতেছিল। প্রতিযোগিতাটি মৌসুমের শুরুতে অনুষ্ঠিত হয়েছিল এবং সমস্ত খেলা একটি গোলাপী বল ব্যবহার করে দিবা-রাত্রির খেলা হিসাবে মঞ্চস্থ হয়েছিল।

দল বিন্যাস

[সম্পাদনা]

প্রতিটি জোনাল দল কিছু রাজ্য/শহর ভিত্তিক ক্রিকেট দল নিয়ে গঠিত যারা মূলত রনজি ট্রফিতে অংশগ্রহণ করে এবং সেই দলগুলি ঐ ভৌগোলিক জোনের অন্তর্গত:

উত্তরাঞ্চল
দিল্লি
হরিয়ানা
হিমাচল প্রদেশ
জম্মু-কাশ্মীর
পাঞ্জাব
সার্ভিসেস
মধ্যাঞ্চল
ছত্তিশগড়
রাজস্থান
মধ্যপ্রদেশ
রেলওয়েজ
বিদর্ভ
উত্তরপ্রদেশ
দক্ষিণাঞ্চল
হায়দ্রাবাদ
তামিলনাড়ু
কর্ণাটক
কেরালা
গোয়া
অন্ধ্রপ্রদেশ
পূর্বাঞ্চল
বাংলা
ওড়িশা
ঝাড়খণ্ড
বিহার
ত্রিপুরা
অসম
পশ্চিমাঞ্চল
মুম্বই
মহারাষ্ট্র
গুজরাট
বরোদা
সৌরাষ্ট্র
উত্তর-পূর্বাঞ্চল
অরুণাচল প্রদেশ
মিজোরাম
মণিপুর
নাগাল্যান্ড
মেঘালয়
সিকিম

বিজয়ী দলসমূহ

[সম্পাদনা]

১৯টি ট্রফি নিয়ে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল পশ্চিমাঞ্চল। দক্ষিণাঞ্চল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।[]

সময়কাল ফাইনাল
বিজয়ী রানার্স-আপ ফলাফল ফাইনাল ভেন্যু
১৯৬১-৬২ পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল ১০ উইকেটে জয়ী ব্রাবোর্ন স্টেডিয়াম, বোম্বে
১৯৬২-৬৩ পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল ইনিংস ও ২০ রানে জয়ী ইডেন গার্ডেন, কলকাতা
১৯৬৩-৬৪ পশ্চিমাঞ্চল & দক্ষিণাঞ্চল (যুগ্ম বিজয়ী) ড্র ফিরোজ শাহ কোটলা, দিল্লি
১৯৬৪-৬৫ পশ্চিমাঞ্চল মধ্যাঞ্চল পশ্চিমাঞ্চল ইনিংস ও ৮৯ রানে জয়ী ব্রাবোর্ন স্টেডিয়াম, বোম্বে
১৯৬৫-৬৬ দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল ইনিংস ও ২০ রানে জয়ী এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, মাদ্রাজ
১৯৬৬-৬৭ দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল ড্র,হায়দ্রাবাদ প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী ব্রাবোর্ন স্টেডিয়াম, বোম্বে
১৯৬৭–৬৮ দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল ড্র, দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী ব্রাবোর্ন স্টেডিয়াম, বোম্বে
১৯৬৮-৬৯ পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল ড্র, পশ্চিমাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম, হায়দ্রাবাদ
১৯৬৯-৭০ পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ইনিংস ও ৮১ রানে জয়ী সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ
১৯৭০-৭১ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল ১০ উইকেটে জয়ী ব্রাবোর্ন স্টেডিয়াম, বোম্বে
১৯৭১-৭২ মধ্যাঞ্চল পশ্চিমাঞ্চল মধ্যাঞ্চল ২ উইকেটে সেন্ট্রাল কলেজ গ্রাউন্ড, ব্যাঙ্গালোর
১৯৭২-৭৩ পশ্চিমাঞ্চল মধ্যাঞ্চল পশ্চিমাঞ্চল ইনিংস ও ১৭২ রানে জয়ী ব্রাবোর্ন স্টেডিয়াম, বোম্বে
১৯৭৩-৭৪ উত্তরাঞ্চল মধ্যাঞ্চল উত্তরাঞ্চল ৭৬ রানে জয়ী ব্রাবোর্ন স্টেডিয়াম, বোম্বে
১৯৭৪-৭৫ দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল ৯ উইকেটে জয়ী লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম, হায়দ্রাবাদ
১৯৭৫–৭৬ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ৩৭ রানে জয়ী এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, মাদ্রাজ
১৯৭৬-৭৭ পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ৯ উইকেটে জয়ী মোতি বাগ স্টেডিয়াম, বরোদা
১৯৭৭-৭৮ পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল ড্র, পশ্চিমাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী ওয়াংখেড়ে স্টেডিয়াম, বোম্বে
১৯৭৮-৭৯ উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ড্র, উত্তরাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী ফিরোজ শাহ কোটলা, দিল্লি
১৯৭৯-৮০ উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল ১০৪ রানে জয়ী ওয়াংখেড়ে স্টেডিয়াম, বোম্বে
১৯৮০-৮১ পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল ড্র, পশ্চিমাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী ইডেন গার্ডেন, কলকাতা
১৯৮১-৮২ পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল ড্র, পশ্চিমাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী ব্রাবোর্ন স্টেডিয়াম, বোম্বে
১৯৮২-৮৩ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল ৮ উইকেটে জয়ী ওয়াংখেড়ে স্টেডিয়াম, বোম্বে
১৯৮৩-৮৪ উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ড্র, উত্তরাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী বড়বাটি স্টেডিয়াম, কটক
১৯৮৪-৮৫ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ৭৩ রানে জয়ী ফিরোজ শাহ কোটলা, দিল্লি
১৯৮৫-৮৬ পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল দক্ষিণাঞ্চল ৯ উইকেটে এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
১৯৮৬-৮৭ দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল ড্র, দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী ওয়াংখেড়ে স্টেডিয়াম, বোম্বে
১৯৮৭-৮৮ উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ড্র, উত্তরাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী জয়ন্তী স্টেডিয়াম, ভিলাই
১৯৮৮-৮৯ উত্তরাঞ্চল & পশ্চিমাঞ্চল (যুগ্ম বিজয়ী) ড্র ফিরোজ শাহ কোটলা, দিল্লি
১৯৮৯-৯০ দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল ৩২২ রানে জয়ী জিমখানা গ্রাউন্ড, সেকেন্দ্রাবাদ
১৯৯০-৯১ উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ড্র, উত্তরাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী কিনান স্টেডিয়াম, জামশেদপুর
১৯৯১-৯২ উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল ২৩৬ রানে জয়ী সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, ভালসাদ
১৯৯২-৯৩ উত্তরাঞ্চল মধ্যাঞ্চল ড্র, উত্তরাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম, হায়দ্রাবাদ
১৯৯৩-৯৪ উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল রাউন্ড রবিন বিভিন্ন
১৯৯৪-৯৫ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল রাউন্ড রবিন বিভিন্ন
১৯৯৫-৯৬ দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল রাউন্ড রবিন বিভিন্ন
১৯৯৬-৯৭ মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল ১৬১ রানে জয়ী পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, মোহালি
১৯৯৭-৯৮ মধ্যাঞ্চল & পশ্চিমাঞ্চল (যুগ্ম বিজয়ী) ড্র এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
১৯৯৮-৯৯ মধ্যাঞ্চল পশ্চিমাঞ্চল মধ্যাঞ্চল ১২২ রানে জয়ী এন২ স্টেডিয়াম, ঔরঙ্গাবাদ
১৯৯৯-২০০০ উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ড্র, উত্তরাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী ইডেন গার্ডেন্স, কলকাতা
২০০০–০১ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল রাউন্ড রবিন বিভিন্ন
২০০১-০২ পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল রাউন্ড রবিন বিভিন্ন
২০০২-০৩ এলিট সি প্লেট গ্রুপ বি রাউন্ড রবিন বিভিন্ন
২০০৩-০৪ উত্তরাঞ্চল পূর্বাঞ্চল উত্তরাঞ্চল ৫৯ রানে জয়ী পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, মোহালি
২০০৪-০৫ মধ্যাঞ্চল উত্তরাঞ্চল মধ্যাঞ্চল ৯ উইকেটে জয়ী বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, নাগপুর
২০০৫–০৬ পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল ৫ উইকেটে জয়ী সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ
২০০৬-০৭ উত্তরাঞ্চল শ্রীলঙ্কা এ উত্তরাঞ্চল ৮ উইকেটে জয়ী ইডেন গার্ডেন্স, কলকাতা
২০০৭–০৮ উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল ৬ উইকেটে জয়ী ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
২০০৮-০৯ পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল ২৭৪ রানে জয়ী এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
২০০৯-১০ পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল ৩ উইকেটে জয়ী লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম, হায়দ্রাবাদ
২০১০-১১ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ৭ উইকেটে জয়ী এসিএ–ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনম
২০১১-১২ পূর্বাঞ্চল মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ইনিংস ও ২০ রানে জয়ী হোলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোর
২০১২-১৩ পূর্বাঞ্চল মধ্যাঞ্চল ড্র, পূর্বাঞ্চল প্রথম ইনিংসে লিড নিয়ে জয়ী এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
২০১৩–১৪ উত্তরাঞ্চল & দক্ষিণাঞ্চল (যুগ্ম বিজয়ী) ড্র জওহরলাল নেহেরু স্টেডিয়াম, কোচি
২০১৪–১৫ মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল ৯ রানে জয়ী ফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি
২০১৬–১৭ ভারত নীল ভারত লাল ভারত নীল ৩৫৫ রানে জয়ী গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, গ্রেটার নয়ডা
২০১৭–১৮ ভারত লাল ভারত নীল ভারত লাল ১৬৩ রানে জয়ী লখনউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
২০১৮–১৯ ভারত নীল ভারত লাল ভারত নীল ইনিংস ও ১৮৭ রানে জয়ী এনপিআর কলেজ গ্রাউন্ড, ডিন্ডিগুল
২০১৯–২০ ভারত লাল ভারত সবুজ ভারত লাল ইনিংস ও ৩৮ রানে জয়ী এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
২০২২–২৩ পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল ২৯৪ রানে জয়ী এসএনআর কলেজ ক্রিকেট গ্রাউন্ড, কোয়েম্বাটুর
২০২৩ দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল ৭৫ রানে জয়ী এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
২০২৪ ভারত এ দল ভারত সি দল রাউন্ড রবিন বিভিন্ন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Duleep Trophy / Records / Most runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Duleep Trophy / Records / Wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Cricket in India, 2003–04" by R. Mohan and Mohandas Mohan in Wisden Cricketers' Almanack 2005. Alton: John Wisden & Co. Ltd., p1450. আইএসবিএন ০-৯৪৭৭৬৬-৮৯-৮
  4. "Duleep trophy, 2023"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]