বিষয়বস্তুতে চলুন

ডেভিড ডিরিঙ্গার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(David Diringer থেকে পুনর্নির্দেশিত)
ডেভিড ডিরিঙ্গার
David Diringer
জন্ম(১৯০০-০৬-১৬)১৬ জুন ১৯০০
ত্‌লুমাচ
মৃত্যু১৩ ফেব্রুয়ারি ১৯৭৫(1975-02-13) (বয়স ৭৪)
শিক্ষা
পেশা

ডেভিড ডিরিঙ্গার (১৬ জুন ১৯০০ - ১৩ ফেব্রুয়ারি ১৯৭৫) একজন ব্রিটিশ ভাষাবিজ্ঞানী, প্রত্নবিদ ও লেখক ছিলেন। তিনি লিখন পদ্ধতি-র ওপর বহু জনপ্রিয় বই লিখেছেন।

জীবনী

[সম্পাদনা]

ডিরিঞ্জার ১৯০০ সালের ১৬ই জুন তৎকালীন অস্ট্রিয়ার অংশ ত্‌লুমাচে (বর্তমান ইউক্রেন) জন্মগ্রহণ করেন।[] তার পিতা ইয়াকব মুনৎজার ও মাতা মির্ল ডিরিঞ্জার। তিনি উচ্চ বিদ্যালয় পর্যন্ত তলুমাচে ছিলেন, কিন্তু পরে জীবিকার তাগিদে ইতালি চলে যান। ১৯২৭ সালে তিনি ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯২৯ সালে তিনি প্রাচীন ইতিহাসে ডিপ্লোমা অর্জন করেন।[] ১৯৩১ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত তিনি ফ্লোরেন্সে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। তার প্রথম আগ্রহের বিষয় ছিল এট্রুস্কানদের সংস্কৃতি।[] ১৯৩০ থেকে ১৯৩৯ সালে তিনি টাস্কানিতে খনন কার্য চালান।[]

ডিরিঞ্জার কেমব্রিজের এমিরিটাস অধ্যাপক থাকাকালীন ১৯৭৫ সালের ১৩ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের কেমব্রিজে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার স্ত্রী এলেনা (চেচ্চিনি) ও কন্যা কেদমা বেঁচে ছিলেন।[][]

প্রকাশিত গ্রন্থাবলি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. HO 396 WW2 Internees (Aliens) Index Cards 1939-1947, The National Archives, Kew, London, England.
  2. "David Diringer, 74, Epigraphy Expert"দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৫ ফেব্রুয়ারি ১৯৭৫। পৃষ্ঠা ৩২। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৩ 
  3. "Diringer, David", Encyclopaedia Judaica, 2nd Edition, Volume 5, ক্তাব পাবলিশিং, ২০০৭, পৃষ্ঠা ৬৭৫ 
  4. England & Wales, National Probate Calendar (Index of Wills and Administrations), 1858-1995