২০০৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্ব ও নক-আউট |
আয়োজক | ইংল্যান্ড |
বিজয়ী | ইংল্যান্ড (১ম শিরোপা) |
রানার-আপ | নিউজিল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ১৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ক্লেয়ার টেলর |
সর্বাধিক রান সংগ্রহকারী | এইমি ওয়াটকিনস (২০০) |
সর্বাধিক উইকেটধারী | হলি কলভিন (৯) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | http://www.cricket.yahoo.com |
২০০৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা ইংল্যান্ডে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। পুরুষদের টুয়েন্টি২০ খেলার চেয়ে মহিলাদের খেলার ধরনে ভিন্নতা ছিল। সর্বমোট ৮টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই গ্রুপে বিভক্ত হয়ে শীর্ষ দুই দল সেমি-ফাইনাল ও ফাইনাল খেলে। গ্রুপ পর্বের সবগুলো খেলাই টনটনের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। পুরুষ দলের পাশাপাশি সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা একই দিনে আয়োজনের ব্যবস্থা করা হয়।[১]
লর্ড’সে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দল চূড়ান্ত খেলায় অবতীর্ণ হয়। স্বাগতিক দলের ক্যাথেরিন ব্রান্টের দূর্দান্ত বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ড দল মাত্র ৮৫ রানে গুটিয়ে যায়। এরপর ক্লেয়ার টেলর দলকে খুব সহজেই ছয় উইকেটের ব্যবধানে জয়ের পাশাপাশি শিরোপা এনে দেন। ক্যাথরিন ব্রান্ট ৩/৬ বোলিং পরিসংখ্যান গড়লে[২] ম্যান অব দ্য ম্যাচ এবং ক্লেয়ার টেলর ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পান।
দলীয় সদস্য
[সম্পাদনা]গ্রুপ পর্ব
[সম্পাদনা]গ্রুপ এ
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | অগ্রসর |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | নিউজিল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | ১.৬৭৬ | সেমিফাইনাল |
২ | অস্ট্রেলিয়া | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | ০.২৪২ | |
৩ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −১.১৩৭ | |
৪ | দক্ষিণ আফ্রিকা | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −০.৭১৭ |
গ্রুপ বি
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | অগ্রসর |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | ২.৭৩৮ | সেমিফাইনাল |
২ | ভারত | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | −০.০২৫ | |
৩ | শ্রীলঙ্কা | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −১.২০৭ | |
৪ | পাকিস্তান | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −১.৪৮১ |
নক-আউট পর্ব
[সম্পাদনা]সেমিফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | নিউজিল্যান্ড | ১৪৫/৫ (২০) | ||||||
বি২ | ভারত | ৯৩/৯ (২০) | ||||||
এ১ | নিউজিল্যান্ড | ৮৫ (২০) | ||||||
বি১ | ইংল্যান্ড | ৮৬/৪ (১৭) | ||||||
বি১ | ইংল্যান্ড | ১৬৫/২ (১৯.৩) | ||||||
এ২ | অস্ট্রেলিয়া | ১৬৩/৫ (২০) |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ [১], Cricinfo. Retrieved 14 October 2008
- ↑ Atherton, Mike (২১ জুন ২০০৯)। "Katherine Brunt leads England to World Twenty20 title"। The Times। Times Newspapers। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Australia Women Squad"। Cricinfo.com। ৫ মে ২০০৯। ২০০৯-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২১।
- ↑ "England Women Squad"। Cricinfo.com। ২ জুন ২০০৯। ১৩ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০০৯।
- ↑ "India Women Squad"। Cricinfo.com। ২৮ এপ্রিল ২০০৯। ১২ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০০৯।
- ↑ "New Zealand Women Squad"। Cricinfo.com। ৩০ এপ্রিল ২০০৯। ২০০৯-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২১।
- ↑ "Pakistan Women Squad"। Cricinfo.com। ৮ মে ২০০৯। ২০০৯-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২১।
- ↑ "South Africa Women Squad"। Cricinfo.com। ২৮ এপ্রিল ২০০৯। ১৪ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০০৯।
- ↑ "Sri Lanka Women Squad"। Cricinfo.com। ৮ মে ২০০৯। ১৪ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০০৯।
- ↑ "West Indies Women Squad"। Cricinfo.com। ১০ মে ২০০৯। ১৩ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০০৯।