.এডু
প্রস্তাবিত হয়েছে | ১ জানুয়ারি ১৯৮৫ |
---|---|
টিএলডি ধরন | স্পনসরকৃত টপ লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | এডুকাউস (ভেরিসাইন দ্বারা পরিচালিত) |
উদ্দেশ্যে ব্যবহার | যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান |
কাঠামো | দ্বিতীয় স্তরে রেজিস্ট্রেশন অনুমোদিত |
নথিপত্র | আরএফসি ৯২০; আরএফসি ১৫৯১ |
ওয়েবসাইট | https://net.educause.edu/ |
ডিএনএসসেক | হ্যাঁ |
.এডু (ইংরেজি: .edu) হলো ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেমে স্পনসরকৃত টপ-লেভেল ডোমেইন (এসটিএলডি)। একটি ডোমেইন নাম স্তরক্রম তৈরি করার উদ্দেশ্যে এই ডোমেইনটি ১৯৮৫ সালে প্রস্তাবিত করা হয়েছিল শিক্ষার দিকে মনোনিবেশ করে এমন সংস্থাগুলির জন্য, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদিত নয় এমন সংস্থার জন্যও। ২০০১ সাল থেকে, দ্বিতীয় স্তরের ডোমেইন নামের জন্য নতুন নিবন্ধকারকদের মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হতে হবে।[১]
ইতিহাস
[সম্পাদনা]জেনেরিক টপ-লেভেল ডোমেইন হিসেবে ১৯৮৫ সালের এপ্রিলে .এডু ডোমেইন প্রস্তাবিত করা হয়েছিল।[২][৩] ছয়টি বিশ্ববিদ্যালয় সেই মাসে প্রাথমিকভাবে নিবন্ধক ছিল। প্রথম স্কুলগুলির মধ্যে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এর ইউআরএল নিবন্ধিত হওয়া এই দলের মধ্যে ছিল। এমনকি প্রথম যখন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এআরপিএনেট বার্তা প্রেরণ করেছিল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, প্রথম স্কুলগুলির অর্ধ বছর পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউআরএল নিবন্ধিত হয়েছিল না। পরবর্তীতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের .এডু ডোমেইন রেজিষ্ট্রেশন করে যা ছিল ১৮ তম .এডু ডোমেইন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "IANA — .edu Domain Delegation Data"। www.iana.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২।
- ↑ Rooksby, Jacob (২০১৫-০১-০১)। "Defining Domain: Higher Education's Battles for Cyberspace"। Brooklyn Law Review। 80 (3)। আইএসএসএন 0007-2362।
- ↑ ".edu FAQ"। web.archive.org। ২০১২-০৬-০৪। Archived from the original on ২০১২-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]ইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |