বিষয়বস্তুতে চলুন

.একিউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(.aq থেকে পুনর্নির্দেশিত)
.একিউ
প্রস্তাবিত হয়েছে১৯৯২
টিএলডি ধরনকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিসুইজেল লিমিটেড
প্রস্তাবের উত্থাপকমোট এন্ড অ্যাসোসিয়েড
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত  অ্যান্টার্কটিকা
বর্তমান ব্যবহারকিছু বৈঞ্গানীক গবেষণাকেন্দ্র ও এন্টার্কটিকায় কাজ করা বিভিন্ন পপ্রকল্পের জন্য
নিবন্ধনের সীমাবদ্ধতাসক্রিয়ভাবে এন্টার্কটিকায় কাজ করতে হবে অথবা সরকারি কোন সংস্থার অনোমুদন থাকতে হবে যারা এন্টার্কটিকা নিয়ে কাজ করে।
কাঠামোসরাসরি দ্বিতীয় স্তরে নিবন্ধনের আবেদন গ্রহণ করা হয়।
নথিপত্রআবেদন ফরম
বিতর্ক নীতিমালানাই
ওয়েবসাইটনাই

.একিউ হল অ্যান্টার্কটিকার কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। এটি শুধু সে সকল সংস্থা বা ব্যক্তিকে দেওয়া হয় যারা অ্যান্টার্কটিকায় ও দক্ষিণ মহাসাগর এলাকায় সশরীরে উপস্থিত থেকে বিভিন্ন কাজ পরিচালনা করে। এই ডোমেইন নামটি অকল্যান্ড, নিউজিল্যান্ড থেকে মোট ও এসোসিয়েটস এর পিটার মোট নিয়ন্ত্রণ করে থাকেন।

এখানকার ইন্টারনেট সংযোগ স্যাটেলাইট বা স্যাটেলাইট সাপোর্টেড কোন ডিভাইসের মাধ্যমে প্ররিচালিত হয়। অস্ট্রেলিয়া সরকারের হেয়ার্ড আইল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট ঠিকানা হল হেয়ার্ডআইল্যান্ড.একিউ।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]