৪র্থ আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ৪র্থ আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান হিসেবে পরিচিত, যেখানে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি ২০০২ সালের সেরা চলচ্চিত্রগুলোকে সম্মানিত করে। এটি ২০০২ সালের ১৭ই মে অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক অনুষ্ঠানটি ২০০৩ সালের ৬ এপ্রিল জোহানেসবার্গের কোকা-কোলা ডোমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন ২৯টি প্রতিযোগিতামূলক বিভাগে আইফা পুরস্কার প্রদান করা হয়।
<i id="mwIw">কোম্পানি</i> ওদ্য লেজেন্ড অব ভগত সিং- এ অভিনয়ের জন্য অজয় দেবগন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দ্বৈত মনোনয়ন লাভ করেন, কিন্তু শাহরুখ খানের কাছে হেরে যান।