বিষয়বস্তুতে চলুন

২০২৩ সুইজারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের লুক্সেমবুর্গ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ সুইজারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের লুক্সেমবুর্গ সফর
 
  লুক্সেমবুর্গ সুইজারল্যান্ড
তারিখ ২৪ ‍জুন ২০২৩ – ২৫ জুন ২০২৩
অধিনায়ক বিক্রম বিঝ আলি নাইয়ার
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান শিব করণ সিং গিল (৭৪) ফাহিম নাজির (১৩৩)
সর্বাধিক উইকেট মোহিত দীক্ষিত (৩) ফাহিম নাজির (৫)

সুইজারল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুন মাসে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য লুক্সেমবুর্গ সফর করে।[] সিরিজের ম্যাচসমূহ ওয়ালফেরদঁজের পিয়ের ভের্নার ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[] সিরিজটি ১–১ সমতায় শেষ হয়।[][] টি২০আই ম্যাচসমূহের পাশাপাশি সিরিজে একটি অনানুষ্ঠানিক ২০ ওভারের ম্যাচও অনুষ্ঠিত হয়।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 লুক্সেমবুর্গ[]   সুইজারল্যান্ড[]
  • বিক্রম বিঝ (অধি.)
  • শিব করণ সিং গিল (সহ-অধি.)
  • অংকুশ নন্দ
  • অমিত ধিংরা
  • অমিত হালভবি (উই.)
  • ইলিয়াস জাবারখেল
  • গিরিশ ভেংকটেশ্বরন
  • জেমস বার্কার
  • টমাস মার্টিন
  • টিমোথি বার্কার (উই.)
  • পঙ্কজ মালব
  • বিজয়কুমার দেসাই
  • মোহিত দীক্ষিত
  • রোশন বিশ্বনাথ
  • আলি নাইয়ার (অধি.)
  • অনিশ কুমার
  • অর্জুন বিনোদ
  • অশ্বিন বিনোদ
  • আসাদ মাহমুদ
  • আহমেদ হাসান (উই.)
  • ইজহার হোসেন শিনওয়ারি
  • ওসামা মাহমুদ
  • কেনার্দো ফ্লেচার
  • কেরামতুল্লাহ তারাখেল
  • জয় সিং
  • নুরখান আহমদি
  • ফাহিম নাজির
  • মুরালিধরন জ্ঞানশেখরন

টি২০আই সিরিজ

[সম্পাদনা]

১ম টি২০আই

[সম্পাদনা]
২৪ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
সুইজারল্যান্ড  
১৫০/৬ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
১৫১/৭ (১৯.৫ ওভার)
ফাহিম নাজির ৬১ (৪৭)
মোহিত দীক্ষিত ২/২৩ (৪ ওভার)
অমিত হালভবি ৩৫ (২৭)
ফাহিম নাজির ২/২১ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ৩ উইকেটে জয়ী
পিয়ের ভের্নার ক্রিকেট মাঠ, ওয়ালফেরদঁজ
আম্পায়ার: রিচার্ড ইমস (লুক্সেমবুর্গ) ও সুধা বিজয় কেশব কোল্লা (লুক্সেমবুর্গ)
  • সুইজারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইলিয়াস জাবারখেল, টমাস মার্টিন (লুক্সেমবুর্গ), আহমেদ হাসান ও মুরালিধরন জ্ঞানশেখরন (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

[সম্পাদনা]
২৫ জুন ২০২৩
১২:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১২২ (১৯.৫ ওভার)
  সুইজারল্যান্ড
১২৩/২ (১৩.১ ওভার)
শিব করণ সিং গিল ৩৫ (৩৬)
ফাহিম নাজির ৩/১৪ (৩ ওভার)
ফাহিম নাজির ৭২* (৩৭)
অংকুশ নন্দ ১/২৭ (৩ ওভার)
সুইজারল্যান্ড ৮ উইকেটে জয়ী
পিয়ের ভের্নার ক্রিকেট মাঠ, ওয়ালফেরদঁজ
আম্পায়ার: আব্রাহাম কোশি (লুক্সেমবুর্গ) ও সুধা বিজয় কেশব কোল্লা (লুক্সেমবুর্গ)
  • সুইজারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইজহার হোসেন শিনওয়ারি (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "🏏💥 Get ready for an electrifying showdown at Pierre Werner Cricket Ground! 💥🏏"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Luxembourg to host Switzerland for a bi-lateral series in June"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩ 
  3. "🏏 In the exciting second official T20I match between Luxembourg and Switzerland, it was Switzerland who emerged victorious with a dominant performance by 8 wickets!"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Switzerland Tour of Luxembourg 2023: Switzerland close the series 1-1"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৩ 
  5. "Luxembourg Cricket and Isle of Man Cricket to host T20I series in June/July 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  6. "📣 Squad Announcement! 🏏🌟"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  7. "We're Off to Luxembourg! 24/25th June!"ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]