২০২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ
অবয়ব
তারিখ | ২২ আগস্ট ২০২৩ – ২৬ আগস্ট ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | মালয়েশিয়া |
বিজয়ী | নেপাল |
রানার-আপ | হংকং |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ইন্দু বর্মা |
সর্বাধিক রান সংগ্রহকারী | আইনা হামিজাহ বিনতে হাশেম (৯১) |
সর্বাধিক উইকেটধারী | মরিয়মা হায়দার (৭) সীতা রানা মগর (৭) |
২০২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের আগস্ট মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে অংশগ্রহণ করে কুয়েত, নেপাল ও হংকং।[২] টুর্নামেন্টের ম্যাচসমূহ কলং-এর বায়ুএমাস ওভালে অনুষ্ঠিত হয়।[৩] টুর্নামেন্টটি অংশগ্রহণকারী দলসমূহের জন্য ২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪]
টুর্নামেন্টের ফাইনালে হংকংকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৩ রানে পরাজিত করে বিজয়ী হয় নেপাল।[৫]
দলীয় সদস্য
[সম্পাদনা]কুয়েত[৬] | নেপাল[৭] | মালয়েশিয়া[৮] | হংকং[৯] |
---|---|---|---|
রাউন্ড-রবিন
[সম্পাদনা]পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | নেপাল | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | ০.৮৫৩ |
২ | হংকং | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | ০.১৯৩ |
৩ | মালয়েশিয়া (H) | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | ০.০০৭ |
৪ | কুয়েত | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −১.২৪৪ |
ফাইনালে উত্তীর্ণ
৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
[সম্পাদনা]ব
|
||
মরিয়ম ওমর ৯ (১০)
নিক নুর আদিলা ৩/৬ (১ ওভার) |
আইনা হামিজাহ বিনতে হাশেম ১৩* (১৩)
মরিয়মা হায়দার ১/৪ (১ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৫ ওভারে খেলা হয়।
- নুর আয়েশা ও মুসফিরাহ নুর আইনা (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
চেন জিয়াইং ৩৪ (২৯)
সীতা রানা মগর ৫/১৬ (৪ ওভার) |
সমঝনা খড্কা ৩৬* (৩৬)
চেন জিয়াইং ১/৭ (১ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- পূজা মহতো (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
- সীতা রানা মগর (নেপাল) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১০]
ব
|
||
মাস এলিসা ইয়াসমিন ৩০ (৩৫)
ইকরা সাহার ২/৯ (৪ ওভার) |
মারিকো হিল ২৪* (২৬)
|
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে হংকং-এর লক্ষ্য ১২ ওভারে ৪২ নির্ধারণ করা হয়।
ব
|
||
ইন্দু বর্মা ২৩ (১৯)
মরিয়মা হায়দার ৪/৮ (৪ ওভার) |
জিফা জিলানি ১১ (১৯)
ইন্দু বর্মা ৩/১০ (৪ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- খুশি ডংগোল (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
মারিকো হিল ১৭ (১৭)
আমনা শরিফ ৪/৯ (৪ ওভার) |
প্রিয়দা মুরালি ১৬ (২১)
চেন জিয়ামিন ৩/১২ (৩.৩ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সুচিতা দ্'সা (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
রুবিনা ক্ষেত্রী ২৩ (২৬)
আইনা হামিজাহ বিনতে হাশেম ২/১৩ (৪ ওভার) |
আইনা হামিজাহ বিনতে হাশেম ৩৭* (৩৯)
পূজা মহতো ১/১৩ (২ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণ মালয়েশিয়ার লক্ষ্য ১৮ ওভারে ৮৫ নির্ধারণ করা হয়।
- ইরদিনা মা (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় স্থান নির্ধারণী
[সম্পাদনা]ব
|
||
আইনা হামিজাহ বিনতে হাশেম ৪৬* (৫৩)
মরিয়ম ওমর ২/১৭ (৪ ওভার) |
জিফা জিলানি ৩৮ (৫৮)
আয়েশা এলিসা ৩/১৯ (৪ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- এনজেল দ্'কোস্তা (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।
ফাইনাল
[সম্পাদনা]ব
|
||
চেন জিয়াইং ২৯ (৪৫)
খুশি ডংগোল ৩/২০ (৩ ওভার) |
ইন্দু বর্মা ১৯* (১৯)
ইকরা সাহার ১/১৩ (২ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Malaysia to host 4 Team Women's T20I Quadrangular series starting 22nd August 2023"। ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩।
- ↑ "Nepali women's cricket team departs for Malaysia"। নেপালনিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩।
- ↑ "Nepali women's cricket team to compete T20 series featuring four nations"। রেপুবলিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৩।
- ↑ "Malaysia Cricket to host Women's T20 Quadrangular series in August 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩।
- ↑ "Nepali women's team clinch T20 Quadrangular Series"। দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩।
- ↑ "Kuwait National Women's team powered by Al Muzaini Exchange Co. and led by skipper Amna Sharif is all set to depart to Kuala Lumpur for Malaysia T20I Women's Quadrangular series - 2023 followed by ICC Women's T20 World Cup Asia Qualifiers 🇰🇼🏏🇰🇼"। কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Nepal's squad announced for Women's T20 World Cup Asia Qualifiers"। ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৩।
- ↑ "Let's show some support for the"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "HK Women's Squad for ICC Women's T20 World Cup Asia Qualifiers Announced!"। চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩।
- ↑ "Nepal outplay HK in T20 Quadrangular Series"। দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩।