বিষয়বস্তুতে চলুন

২০২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ
তারিখ২২ আগস্ট ২০২৩ – ২৬ আগস্ট ২০২৩
তত্ত্বাবধায়কমালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক মালয়েশিয়া
বিজয়ী   নেপাল
রানার-আপ হংকং
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়নেপাল ইন্দু বর্মা
সর্বাধিক রান সংগ্রহকারীমালয়েশিয়া আইনা হামিজাহ বিনতে হাশেম (৯১)
সর্বাধিক উইকেটধারীকুয়েত মরিয়মা হায়দার (৭)
নেপাল সীতা রানা মগর (৭)

২০২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের আগস্ট মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।[] টুর্নামেন্টে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে অংশগ্রহণ করে কুয়েত, নেপালহংকং[] টুর্নামেন্টের ম্যাচসমূহ কলং-এর বায়ুএমাস ওভালে অনুষ্ঠিত হয়।[] টুর্নামেন্টটি অংশগ্রহণকারী দলসমূহের জন্য ২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[]

টুর্নামেন্টের ফাইনালে হংকংকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৩ রানে পরাজিত করে বিজয়ী হয় নেপাল।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 কুয়েত[]    নেপাল[]  মালয়েশিয়া[]  হংকং[]
  • আমনা শরিফ (অধি.)
  • প্রিয়দা মুরালি (সহ-অধি.)
  • ইকরা ইসহাক (উই.)
  • এনজেল দ্‌'কোস্তা
  • খাদিজা খলিল (উই.)
  • গ্লেন্ডা মেনেজিস
  • জিফা জিলানি
  • মরিয়ম আশরাফ (উই.)
  • মরিয়ম ওমর
  • মরিয়মা হায়দার
  • মারিয়া জাসভি
  • রেলিন দ্‌'সুজা
  • শান্তি বালসুব্রহ্মণ্যম
  • শিভান গোমেজ
  • সুচিতা দ্‌'সা (উই.)
  • রুবিনা ক্ষেত্রী (অধি.)
  • অপ্সরী বেগম
  • অস্মিনা কর্মাচার্য
  • ইন্দু বর্মা
  • ঈশ্বরী বিষ্ট
  • কবিতা কুনওয়ার
  • কবিতা জোশি
  • কাজল শ্রেষ্ঠ (উই.)
  • খুশি ডংগোল
  • পূজা মহতো
  • বিন্দু রাওয়াল
  • রুবি পোদ্দার (উই.)
  • সমঝনা খড্‌কা
  • সীতা রানা মগর
  • মাস এলিসা ইয়াসমিন (অধি.)
  • আইনা নাজওয়া (উই.)
  • আইনা হামিজাহ বিনতে হাশেম
  • আয়েশা এলিসা
  • ইরদিনা মা
  • উইনিফ্রেড দুরাইসিংগম
  • ওয়ান জুলিয়া (উই.)
  • ওয়ান নুর জুলাইকা
  • নিক নুর আদিলা
  • নুর আয়েশা
  • নুর দানিয়া শুহাদা
  • মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল
  • মুসফিরাহ নুর আইনা
  • সুয়াবিকা মণিবণ্ণন
  • চেন জিয়াইং (অধি.)
  • নাতাশা মাইলস (সহ-অধি.)
  • ইকরা সাহার
  • ইয়াসমিন দাসওয়ানি (উই.)
  • চেন জিয়ামিন
  • ঝাং শাওইং (উই.)
  • ডরোথিয়া চেন
  • দু চি শান
  • মরিয়ম বিবি
  • মারিকো হিল
  • মেরিনা ল্যামপ্লাও
  • রুচিতা ভেংকটেশ
  • শাও মেইহুই
  • শানজিন শাহজাদ (উই.)

রাউন্ড-রবিন

[সম্পাদনা]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
   নেপাল ০.৮৫৩
 হংকং ০.১৯৩
 মালয়েশিয়া (H) ০.০০৭
 কুয়েত −১.২৪৪
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

  ফাইনালে উত্তীর্ণ
  ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

২২ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
কুয়েত 
২২/৭ (৫ ওভার)
 মালয়েশিয়া
২৩/২ (৩.৫ ওভার)
মরিয়ম ওমর ৯ (১০)
নিক নুর আদিলা ৩/৬ (১ ওভার)
আইনা হামিজাহ বিনতে হাশেম ১৩* (১৩)
মরিয়মা হায়দার ১/৪ (১ ওভার)
মালয়েশিয়া ৮ উইকেটে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: দেনিশ শিবকুমারন (মালয়েশিয়া) ও নারায়ণন শিবন (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আইনা হামিজাহ বিনতে হাশেম (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৫ ওভারে খেলা হয়।
  • নুর আয়েশা ও মুসফিরাহ নুর আইনা (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২২ আগস্ট ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
হংকং 
৮৪ (১৯.১ ওভার)
   নেপাল
৮৭/৪ (১৫.৫ ওভার)
চেন জিয়াইং ৩৪ (২৯)
সীতা রানা মগর ৫/১৬ (৪ ওভার)
সমঝনা খড্‌কা ৩৬* (৩৬)
চেন জিয়াইং ১/৭ (১ ওভার)
নেপাল ৬ উইকেটে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও রুডি ইসমান্দি (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সীতা রানা মগর (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পূজা মহতো (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
  • সীতা রানা মগর (নেপাল) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১০]

২৩ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
৬৮ (১৯.৫ ওভার)
 হংকং
৪২/০ (৯ ওভার)
মাস এলিসা ইয়াসমিন ৩০ (৩৫)
ইকরা সাহার ২/৯ (৪ ওভার)
মারিকো হিল ২৪* (২৬)
হংকং ১০ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিকো হিল (হংকং)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে হংকং-এর লক্ষ্য ১২ ওভারে ৪২ নির্ধারণ করা হয়।

২৩ আগস্ট ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
নেপাল   
৮৯/৮ (২০ ওভার)
 কুয়েত
৫৫/৮ (২০ ওভার)
ইন্দু বর্মা ২৩ (১৯)
মরিয়মা হায়দার ৪/৮ (৪ ওভার)
জিফা জিলানি ১১ (১৯)
ইন্দু বর্মা ৩/১০ (৪ ওভার)
নেপাল ৩৪ রানে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: নুর হিজরাহ (মালয়েশিয়া) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইন্দু বর্মা (নেপাল)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খুশি ডংগোল (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
হংকং 
৭৫ (১৮.২ ওভার)
 কুয়েত
৫৯ (১৬.৩ ওভার)
মারিকো হিল ১৭ (১৭)
আমনা শরিফ ৪/৯ (৪ ওভার)
প্রিয়দা মুরালি ১৬ (২১)
চেন জিয়ামিন ৩/১২ (৩.৩ ওভার)
হংকং ১৬ রানে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: নুর হিজরাহ (মালয়েশিয়া) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আমনা শরিফ (কুয়েত)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুচিতা দ্‌'সা (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।

২৫ আগস্ট ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
নেপাল   
৮৩/৭ (১৮ ওভার)
 মালয়েশিয়া
৮৫/৪ (১৬.২ ওভার)
রুবিনা ক্ষেত্রী ২৩ (২৬)
আইনা হামিজাহ বিনতে হাশেম ২/১৩ (৪ ওভার)
আইনা হামিজাহ বিনতে হাশেম ৩৭* (৩৯)
পূজা মহতো ১/১৩ (২ ওভার)
মালয়েশিয়া ৬ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: জাইদান তাহা (মালয়েশিয়া) ও নুর হিজরাহ (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আইনা হামিজাহ বিনতে হাশেম (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণ মালয়েশিয়ার লক্ষ্য ১৮ ওভারে ৮৫ নির্ধারণ করা হয়।
  • ইরদিনা মা (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী

[সম্পাদনা]
২৬ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১১২/৪ (২০ ওভার)
 কুয়েত
৭৭/৮ (২০ ওভার)
আইনা হামিজাহ বিনতে হাশেম ৪৬* (৫৩)
মরিয়ম ওমর ২/১৭ (৪ ওভার)
জিফা জিলানি ৩৮ (৫৮)
আয়েশা এলিসা ৩/১৯ (৪ ওভার)
মালয়েশিয়া ৩৫ রানে জয়ী
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: জাইদান তাহা (মালয়েশিয়া) ও দেনিশ শিবকুমারন (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আইনা হামিজাহ বিনতে হাশেম (মালয়েশিয়া)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এনজেল দ্‌'কোস্তা (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল

[সম্পাদনা]
২৬ আগস্ট ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
হংকং 
১০১/৬ (২০ ওভার)
   নেপাল
৩৭/১ (৫.৩ ওভার)
চেন জিয়াইং ২৯ (৪৫)
খুশি ডংগোল ৩/২০ (৩ ওভার)
ইন্দু বর্মা ১৯* (১৯)
ইকরা সাহার ১/১৩ (২ ওভার)
নেপাল ১৩ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
বায়ুএমাস ওভাল, কলং
আম্পায়ার: দেনিশ শিবকুমারন (মালয়েশিয়া) ও নুর হিজরাহ (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: খুশি ডংগোল (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Malaysia to host 4 Team Women's T20I Quadrangular series starting 22nd August 2023"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩ 
  2. "Nepali women's cricket team departs for Malaysia"নেপালনিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩ 
  3. "Nepali women's cricket team to compete T20 series featuring four nations"রেপুবলিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৩ 
  4. "Malaysia Cricket to host Women's T20 Quadrangular series in August 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ 
  5. "Nepali women's team clinch T20 Quadrangular Series"দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩ 
  6. "Kuwait National Women's team powered by Al Muzaini Exchange Co. and led by skipper Amna Sharif is all set to depart to Kuala Lumpur for Malaysia T20I Women's Quadrangular series - 2023 followed by ICC Women's T20 World Cup Asia Qualifiers 🇰🇼🏏🇰🇼"কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  7. "Nepal's squad announced for Women's T20 World Cup Asia Qualifiers"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৩ 
  8. "Let's show some support for the"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  9. "HK Women's Squad for ICC Women's T20 World Cup Asia Qualifiers Announced!"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩ 
  10. "Nepal outplay HK in T20 Quadrangular Series"দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]