বিষয়বস্তুতে চলুন

২০২২ মধ্য ইউরোপ কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ মধ্য ইউরোপ কাপ
তারিখ৮ জুলাই ২০২২ – ১০ জুলাই ২০২২
স্থানচেক প্রজাতন্ত্র
ফলাফল চেক প্রজাতন্ত্র সিরিজে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড়চেক প্রজাতন্ত্র নাভিদ আহমেদ
দলসমূহ
 অস্ট্রিয়া  চেক প্রজাতন্ত্র  লুক্সেমবুর্গ
অধিনায়কবৃন্দ
রাজমাল শিগিওয়াল অরুণ অশোকন ইয়োস্ত মেস
সর্বাধিক রান
রাজমাল শিগিওয়াল (১৬৯) সাবাউন দাভিজি (২১০) ইয়োস্ত মেস (৭৯)
সর্বাধিক উইকেট
আকিব ইকবাল (৬) নাভিদ আহমেদ (৬) পঙ্কজ মালব (৬)

২০২২ মধ্য ইউরোপ কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের জুলাই মাসে চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হয়।[] সিরিজটিতে স্বাগতিক চেক প্রজাতন্ত্রের সাথে অংশগ্রহণ করে অস্ট্রিয়ালুক্সেমবুর্গ[] ২০২১ মধ্য ইউরোপ কাপেও এ তিনটি দলই অংশগ্রহণ করেছিল।[] সিরিজটি দ্বৈত রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা হয়।[] এটি ছিল মধ্য ইউরোপ কাপের অষ্টম আসর; পূর্ববর্তী আসরের বিজয়ী দল ছিল অস্ট্রিয়া।[][]

সিরিজের পয়েন্ট তালিকায় নেট রান রেটের হিসেবে অস্ট্রিয়ার চেয়ে এগিয়ে থাকায় বিজয়ী হয় চেক প্রজাতন্ত্র।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 অস্ট্রিয়া  চেক প্রজাতন্ত্র[]  লুক্সেমবুর্গ[]
  • রাজমাল শিগিওয়াল (অধি.)
  • আকিব ইকবাল
  • আবদুল্লাহ আকবরজান
  • ইতিবারশাহ দিদার
  • উমাইর তারিক
  • ওসমান খান
  • জাভেদ জাদরান
  • নবীন বিজয়শেখর
  • মার্ক সিম্পসন-পার্কার (উই.)
  • মির্জা আহসান
  • মেহের চিমা (উই.)
  • সাহিল মুমিন
  • সাহেল জাদরান
  • হাবিব আহমদজাই
  • অরুণ অশোকন (অধি.)
  • উশান গুণতিলক (উই.)
  • ঋত্বিক তোমর
  • ক্রান্তি ভেংকটস্বামী
  • ডিলান স্টেইন
  • ত্রিপুরারি কানহাইয়া লাল
  • দিব্যেন্দ্র সিং (উই.)
  • নাভিদ আহমেদ
  • সজীব ভূঁইয়া
  • সনি ক্লেফেন
  • সমীর বত্থগে
  • সাবাউন দাভিজি
  • সুদেশ বিক্রমসেকারা
  • স্মিত প্যাটেল
  • ইয়োস্ত মেস (অধি.) (উই.)
  • বিক্রম বিঝ (সহ-অধি.)
  • অংকুশ নন্দ
  • অংশ ত্রিবেদী
  • অংশুমান ভাদৌরিয়া
  • অনুপ ওরসু
  • অমিত ধিংরা
  • উইলিয়াম কোপ (উই.)
  • গিরিশ ভেংকটেশ্বরন
  • জেমস বার্কার
  • টিমোথি বার্কার (উই.)
  • পঙ্কজ মালব
  • মোহিত দীক্ষিত
  • শিব করণ সিং গিল

চেক প্রজাতন্ত্র দলে বৈশাখ জগন্নিবাসন ও শরণ রামকৃষ্ণনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 চেক প্রজাতন্ত্র ১২ ১.০২০
 অস্ট্রিয়া ১২ ০.৮৬০
 লুক্সেমবুর্গ −২.০৩৭

  চ্যাম্পিয়ন

৮ জুলাই ২০২২
১০:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১১৯/৫ (২০ ওভার)
 অস্ট্রিয়া
১২৩/৫ (১৬.২ ওভার)
শিব করণ সিং গিল ২৮* (৩০)
জাভেদ জাদরান ৩/১৭ (৪ ওভার)
রাজমাল শিগিওয়াল ৬৫ (৪৫)
শিব করণ সিং গিল ২/১৪ (২ ওভার)
অস্ট্রিয়া ৫ উইকেটে জয়ী
স্কট পেজ মাঠ, প্রাগ
আম্পায়ার: ক্রিস টেব (চেক প্রজাতন্ত্র) ও রিচার্ড ইমস (লুক্সেমবুর্গ)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজমাল শিগিওয়াল (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ জুলাই ২০২২
১৫:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১১২/৭ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১১৫/৫ (১৬.৩ ওভার)
শিব করণ সিং গিল ২৭ (৩২)
সজীব ভূঁইয়া ৩/২৪ (৪ ওভার)
সাবাউন দাভিজি ৪০ (২৭)
পঙ্কজ মালব ২/২৫ (৪ ওভার)
চেক প্রজাতন্ত্র ৫ উইকেটে জয়ী
স্কট পেজ মাঠ, প্রাগ
আম্পায়ার: রিচার্ড ইমস (লুক্সেমবুর্গ) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: সজীব ভূঁইয়া (চেক প্রজাতন্ত্র)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উশান গুণতিলক, সনি ক্লেফেন (চেক প্রজাতন্ত্র) ও অংশুমান ভাদৌরিয়া (লুক্সেমবুর্গ)-এর টি২০আই অভিষেক হয়।

৯ জুলাই ২০২২
১০:০০
স্কোরকার্ড
চেক প্রজাতন্ত্র 
১৮২/৬ (২০ ওভার)
 অস্ট্রিয়া
১৮৩/৬ (১৯.৪ ওভার)
সাবাউন দাভিজি ১১১* (৭১)
আকিব ইকবাল ২/২৮ (৪ ওভার)
আবদুল্লাহ আকবরজান ২/২৮ (৪ ওভার)
মির্জা আহসান ৫৭ (২৮)
নাভিদ আহমেদ ২/২২ (৪ ওভার)
অস্ট্রিয়া ৪ উইকেটে জয়ী
স্কট পেজ মাঠ, প্রাগ
আম্পায়ার: ক্রিস টেব (চেক প্রজাতন্ত্র) ও রিচার্ড ইমস (লুক্সেমবুর্গ)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাহিল মুমিন (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ত্রিপুরারি কানহাইয়া লাল (চেক প্রজাতন্ত্র)-এর টি২০আই অভিষেক হয়।

৯ জুলাই ২০২২
১৫:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১১৫/৩ (১২.১ ওভার)
 লুক্সেমবুর্গ
৮৪/৪ (১০ ওভার)
রাজমাল শিগিওয়াল ৪৮* (২৩)
পঙ্কজ মালব ২/১৯ (৩ ওভার)
ইয়োস্ত মেস ২৩* (১৬)
আকিব ইকবাল ২/৭ (২ ওভার)
অস্ট্রিয়া ৩৫ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
স্কট পেজ মাঠ, প্রাগ
আম্পায়ার: ক্রিস টেব (চেক প্রজাতন্ত্র) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজমাল শিগিওয়াল (অস্ট্রিয়া)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ১২.১ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে লুক্সেমবুর্গের লক্ষ্য ১০ ওভারে ১২০ নির্ধারণ করা হয়।

১০ জুলাই ২০২২
১০:০০
স্কোরকার্ড
চেক প্রজাতন্ত্র 
২০৯/৬ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
১৭৩/৯ (২০ ওভার)
ডিলান স্টেইন ৬৪ (৪৪)
পঙ্কজ মালব ২/৩১ (৪ ওভার)
জেমস বার্কার ৪৪ (৩৬)
অরুণ অশোকন ৩/৩২ (৪ ওভার)
চেক প্রজাতন্ত্র ৩৬ রানে জয়ী
স্কট পেজ মাঠ, প্রাগ
আম্পায়ার: ক্রিস টেব (চেক প্রজাতন্ত্র) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুদেশ বিক্রমসেকারা (চেক প্রজাতন্ত্র)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্রান্তি ভেংকটস্বামী (চেক প্রজাতন্ত্র) ও অংশ ত্রিবেদী (লুক্সেমবুর্গ)-এর টি২০আই অভিষেক হয়।

১০ জুলাই ২০২২
১৫:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৪৬/৮ (২০ ওভার)
 চেক প্রজাতন্ত্র
১৫০/৪ (১৮.৪ ওভার)
আকিব ইকবাল ৪০ (৪২)
নাভিদ আহমেদ ১/১২ (৪ ওভার)
সাবাউন দাভিজি ৫৬ (৪৩)
আকিব ইকবাল ১/২৩ (৪ ওভার)
চেক প্রজাতন্ত্র ৬ উইকেটে জয়ী
স্কট পেজ মাঠ, প্রাগ
আম্পায়ার: রিচার্ড ইমস (লুক্সেমবুর্গ) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: অরুণ অশোকন (চেক প্রজাতন্ত্র)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওসমান খান (অস্ট্রিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Central Europe Cup 2022 is nearly upon us. Austria, Luxembourg and Czech Republic battle it out over three days for the CE Cup 2022. Join us and watch the live streams of the games over the 8th, 9th and 10th July on our YouTube channel. 6 exciting T20is over three days!"চেক-মোরাভীয় ক্রিকেট সংঘ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Czech Republic to host 3-nation Central Europe Cup in July 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ 
  3. "Central Europe Cup 2022"চেক-মোরাভীয় ক্রিকেট সংঘ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Austria lift cup on final day"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২১ 
  5. "Global Game: Scotland, Ireland women return to international arena"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২১ 
  6. @CzechCricket (১২ জুলাই ২০২২)। "Congratulations to the Czech Republic 🇨🇿 ! Winners 🏆of the Central Europe Cup 2022 🏏!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "Announcing the Czech Men's National Team Squad for the Central Europe Cup, Prague"চেক-মোরাভীয় ক্রিকেট সংঘ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  8. "Squad Announcement!"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]