২০২২ এশিয়ান গেমসে ক্রিকেট
অবয়ব
২০২২ এশিয়ান গেমসে ক্রিকেট | |||||||
---|---|---|---|---|---|---|---|
মাঠ | চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ | ||||||
শুরুর তারিখ | ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ||||||
শেষের তারিখ | ৭ অক্টোবর ২০২৩ | ||||||
প্রতিযোগী | ১৪টি দেশের ৩৩৭ জন প্রতিযোগী | ||||||
পদক বিজয়ী | |||||||
| |||||||
২০২২ এশিয়ান গেমসের অংশ হিসেবে বর্তমানে চীনের হাংচৌ-এ একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।[১] প্রতিযোগিতাটি ২০২২ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে প্রতিযোগিতাটি পিছিয়ে দেয়া হয়।[২] এর আগে সর্বশেষ ২০১৪ সালে এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল।[৩]
এ প্রতিযোগিতায় পুরুষদের জন্য একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ইভেন্ট ও নারীদের জন্য একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ইভেন্ট আয়োজিত হচ্ছে।[৪] প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের অবস্থান ২০২৩ সালের ১ জুন তারিখের আইসিসি নারী টি২০আই র্যাংকিং ও আইসিসি পুরুষ টি২০আই র্যাংকিং অনুযায়ী নির্ধারণ করা হয়।[৫]
সময়সূচি
[সম্পাদনা]প্রা | প্রাথমিক পর্ব | ¼ | কোয়ার্টার-ফাইনাল | ½ | সেমি-ফাইনাল | চূ | চূড়ান্ত পর্ব |
তারিখ → ইভেন্ট ↓ |
সেপ্টেম্বর | অক্টোবর | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১৯ মঙ্গল |
২০ বুধ |
২১ বৃহস্পতি |
২২ শুক্র |
২৩ শনি |
২৪ রবি |
২৫ সোম |
২৬ মঙ্গল |
২৭ বুধ |
২৮ বৃহস্পতি |
২৯ শুক্র |
৩০ শনি |
১ রবি |
২ সোম |
৩ মঙ্গল |
৪ বুধ |
৫ বৃহস্পতি |
৬ শুক্র |
৭ শনি | |
মহিলা | প্রা | প্রা | ¼ | ¼ | ½ | চূ | |||||||||||||
পুরুষ | প্রা | প্রা | প্রা | প্রা | প্রা | ¼ | ¼ | ½ | চূ |
মাঠ
[সম্পাদনা]প্রতিযোগিতার সব ম্যাচ চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হচ্ছে।[৬]
হাংচৌ |
---|
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ |
ধারণক্ষমতা: ১, ৩৪৭[৭] |
পদক তালিকা
[সম্পাদনা]অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ভারত | ২ | ০ | ০ | ২ |
২ | আফগানিস্তান | ০ | ১ | ০ | ১ |
শ্রীলঙ্কা | ০ | ১ | ০ | ১ | |
৪ | বাংলাদেশ | ০ | ০ | ২ | ২ |
মোট (৪টি জাতি) | ২ | ২ | ২ | ৬ |
পদকপ্রাপ্তদের তালিকা
[সম্পাদনা]ইভেন্ট | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ |
---|---|---|---|
পুরুষদের টুর্নামেন্ট বিস্তারিত |
ভারত | আফগানিস্তান | বাংলাদেশ |
মহিলা বিস্তারিত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Cricket"। ১৯শ এশিয়ান গেমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- ↑ "OCA Press Release: OCA announces new dates for the 19th Asian Games - Hangzhou"। এশিয়া অলিম্পিক কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৩ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২।
- ↑ "Cricket's return to Asian Games delayed after Covid-19 outbreak in China"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২।
- ↑ "Schedule announced for Men's/Women's cricket in Asian Games 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Asian Games 2023 Cricket Schedule: All you need to Know"। ইনসাইডস্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Unveil the Cricket Field of Hangzhou Asian Games"। ১৯শ এশিয়ান গেমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১।
- ↑ "Pingfeng Campus Cricket Field"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩।