২০২১ সুইডেন ক্রিকেট দলের ডেনমার্ক সফর
২০২১ সুইডেন পুরুষ ক্রিকেট দলের ডেনমার্ক সফর | |||
---|---|---|---|
ডেনমার্ক | সুইডেন | ||
তারিখ | ১৪ আগস্ট ২০২১ – ১৫ আগস্ট ২০২১ | ||
অধিনায়ক | ফ্রেডেরিক ক্লকার | অভিজিত ভেংকটেশ | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ডেনমার্ক ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | তরনজিৎ সিং ভরজ (১১৮) | অভিজিত ভেংকটেশ (৫৯) | |
সর্বাধিক উইকেট |
লাকি আলি (৫) দেলাওয়ার খান (৫) | হাসান মাহমুদ (১০) |
সুইডেন পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের আগস্ট মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচের একটি সিরিজ খেলার জন্য ডেনমার্ক সফর করে, যে সিরিজের ম্যাচগুলো প্র্যনপি এলাকার স্ভেনহল্ম পার্কে অনুষ্ঠিত হয়।[১][২] এ সিরিজটি ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্ব টুর্নামেন্টের জন্য ডেনমার্ক দলের প্রস্তুতির অংশ হিসেবে গণ্য হয়, যেখানে আগস্ট মাসেই পরবর্তীতে ডেনমার্ক নেদারল্যান্ডস এ দলের মুখোমুখি হওয়ার জন্য নেদারল্যান্ডস সফর করে।[৩] সুইডেনের জাতীয় দলের কোচ হিসেবে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় জন্টি রোডসের এটি ছিল প্রথম আন্তর্জাতিক সিরিজ,[৪] এবং এ সিরিজের ম্যাচগুলো ছিল সুইডেন জাতীয় দলের খেলা প্রথম আনুষ্ঠানিক পুরুষ টি২০আই ম্যাচ। সিরিজে ডেনমার্ক ২-১ ব্যবধানে জয়লাভ করে।[৫] এ সিরিজের পর সুইডেন ফিনল্যান্ডের বিপক্ষে আরেকটি সিরিজ খেলে।[৬]
দলীয় সদস্য
[সম্পাদনা]ডেনমার্ক[৭] | সুইডেন[২] |
---|---|
|
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
হামিদ শাহ ২৫ (২২)
হাসান মাহমুদ ৫/১৪ (৩.৫ ওভার) |
অভিজিত ভেংকটেশ ৩১ (২৭)
দেলাওয়ার খান ৩/১৭ (৪ ওভার) |
- সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ফ্রেডেরিক ক্লকার (ডেনমার্ক), অভিজিত ভেংকটেশ, ইমল সুভাক, ওকতাই গোলামি, ওয়াইনান্ড বোসহফ, খালিদ আহমেদ জাহিদ, দীপাঞ্জন দে, রাহেল খান, লিয়াম কার্লসন, লেমার মোমন্দ, হাসান মাহমুদ ও হুমায়ুন কবির জ্যোতি (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
- হাসান মাহমুদ প্রথম সুইডীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[৮]
২য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
হামিদ শাহ ৬৬ (৫৬)
হাসান মাহমুদ ২/১৪ (৩ ওভার) |
ওয়াইনান্ড বোসহফ ৩২ (৩০)
লাকি আলি ৩/১৫ (৪ ওভার) |
- সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সূর্য আনন্দ (ডেনমার্ক), কুদরতউল্লাহ মির আফজাল ও রাহুল গৌতমন (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
রাহেল খান ৩৫ (২৭)
ওমর হায়াত ৩/২৩ (৪ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বাজ আইয়ুবি (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Swedish men's squad to tour Denmark, Finland and Spain in August/September 2021"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১।
- ↑ ক খ "T20 Men National Squad is ready!"। সুইডীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২১।
- ↑ "Landsholdsspillerne i gang for alvor"। ডেনীয় ক্রিকেট ফেডারেশন (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২১।
- ↑ "Denmark ramp up qualifier preparation"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২১।
- ↑ "Denmark win T20I series against Sweden"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১।
- ↑ "High Performance News, July 14 2021"। সুইডীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- ↑ "Svenskerne kommer – igen!" [সুইডীয়রা আসছে – আবার!]। ডেনীয় ক্রিকেট ফেডারেশন (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০।
- ↑ "Global Game: Action-packed Associate cricket week"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১।