বিষয়বস্তুতে চলুন

২০২২ পাপুয়া নিউ গিনি ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ১৬)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ পাপুয়া নিউ গিনি ত্রিদেশীয় সিরিজ
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ১১ সেপ্টেম্বর ২০২২ – ২১ সেপ্টেম্বর ২০২২
স্থানপাপুয়া নিউ গিনি
সিরিজ সেরা খেলোয়াড়নামিবিয়া খেরহার্ট এরাসমাস
দলসমূহ
 নামিবিয়া  পাপুয়া নিউগিনি  মার্কিন যুক্তরাষ্ট্র
অধিনায়কবৃন্দ
খেরহার্ট এরাসমাস আসাদুল্লাহ ভালা মোনংক প্যাটেল
সর্বাধিক রান
খেরহার্ট এরাসমাস (২৩১) আসাদুল্লাহ ভালা (১১৬) গজানন্দ সিং (১৩৯)
সর্বাধিক উইকেট
ইয়ান ফ্রাইলিংক (৭)
বার্নার্ড স্‌খোলৎজ (৭)
চাদ সোপার (৫)
নরম্যান ভানুয়া (৫)
সেমো কামেয়া (৫)
সৌরভ নেত্রাবলকর (৮)
স্টিভেন টেলর (৮)

২০২২ পাপুয়া নিউ গিনি ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ১৬শ পর্ব যা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পাপুয়া নিউ গিনিতে অনুষ্ঠিত হয়।[][] সিরিজটি ছিল নামিবিয়া, পাপুয়া নিউ গিনিমার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ, এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[] প্রাথমিকভাবে সিরিজটি ২০২১ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিরিজটি স্থগিত করা হয়।[][]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 নামিবিয়া[]  পাপুয়া নিউগিনি  মার্কিন যুক্তরাষ্ট্র[]
  • মোনংক প্যাটেল (অধি.) (উই.)
  • অ্যারন জোনস (সহ-অধি.)
  • ইয়াসির মোহাম্মদ
  • কাইল ফিলিপ
  • ক্যামেরন স্টিভেনসন
  • গজানন্দ সিং
  • জসদীপ সিং
  • জাসকরন মালহোত্রা (উই.)
  • নোস্তুশ কেনজিগে
  • নিসর্গ প্যাটেল
  • রাহুল জারিওয়ালা (উই.)
  • সাইতেজ মুক্কামল্ল
  • সৌরভ নেত্রাবলকর
  • স্টিভেন টেলর (উই.)

১ম ওডিআই

[সম্পাদনা]
১১ সেপ্টেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
 পাপুয়া নিউগিনি
২০৫ (৪৯.৫ ওভার)
গজানন্দ সিং ৫৮ (৯০)
সেমো কামেয়া ৩/৩৬ (৭ ওভার)
সেসে বাউ ৭০ (৯৬)
নোস্তুশ কেনজিগে ২/১৫ (৬.৫ ওভার)
ম্যাচ টাই
আমিনি পার্ক, পোর্ট মোরসবি
আম্পায়ার: ডনোভান কোখ (অস্ট্রেলিয়া) ও লাকানি ওয়ালা (পাপুয়া নিউ গিনি)
ম্যাচ সেরা খেলোয়াড়: সেসে বাউ (পাপুয়া নিউ গিনি)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

[সম্পাদনা]
১৩ সেপ্টেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২১১/৯ (৫০ ওভার)
আসাদুল্লাহ ভালা ৬৪ (৮৯)
স্টিভেন টেলর ৩/৩৪ (১০ ওভার)
সাইতেজ মুক্কামল্ল ৪৬ (৮১)
আসাদুল্লাহ ভালা ৩/১৭ (৬.২ ওভার)
পাপুয়া নিউ গিনি ২৬ রানে জয়ী
আমিনি পার্ক, পোর্ট মোরসবি
আম্পায়ার: আলু কাপা (পাপুয়া নিউ গিনি) ও ডনোভান কোখ (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসাদুল্লাহ ভালা (পাপুয়া নিউ গিনি)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

[সম্পাদনা]
১৫ সেপ্টেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৭৬ (৪৮.৩ ওভার)
ডিফান ল কোক ৪৮ (৬৬)
সৌরভ নেত্রাবলকর ২/২৯ (১০ ওভার)
অ্যারন জোনস ৪৫ (৭৬)
বার্নার্ড স্‌খোলৎজ ৩/৫ (৮.৫ ওভার)
নামিবিয়া ৭৯ রানে জয়ী
আমিনি পার্ক, পোর্ট মোরসবি
আম্পায়ার: আলু কাপা (পাপুয়া নিউ গিনি) ও লাকানি ওয়ালা (পাপুয়া নিউ গিনি)
ম্যাচ সেরা খেলোয়াড়: বার্নার্ড স্‌খোলৎজ (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই

[সম্পাদনা]
১৭ সেপ্টেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
২৫৪/৫ (৫০ ওভার)
গজানন্দ সিং ৩২ (৫১)
বার্নার্ড স্‌খোলৎজ ৩/১৯ (১০ ওভার)
নামিবিয়া ৬৮ রানে জয়ী
আমিনি পার্ক, পোর্ট মোরসবি
আম্পায়ার: আলু কাপা (পাপুয়া নিউ গিনি) ও লাকানি ওয়ালা (পাপুয়া নিউ গিনি)
ম্যাচ সেরা খেলোয়াড়: খেরহার্ট এরাসমাস (নামিবিয়া)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই

[সম্পাদনা]
২০ সেপ্টেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
২৮৪/৪ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১১৭ (৪২.৪ ওভার)
মাইকেল ফন লিংএন ১১৯* (১০৭)
নরম্যান ভানুয়া ৩/৪৭ (৯ ওভার)
নামিবিয়া ১৬৭ রানে জয়ী
আমিনি পার্ক, পোর্ট মোরসবি
আম্পায়ার: ডনোভান কোখ (অস্ট্রেলিয়া) ও লাকানি ওয়ালা (পাপুয়া নিউ গিনি)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল ফন লিংএন (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মাইকেল ফন লিংএন (নামিবিয়া) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

৬ষ্ঠ ওডিআই

[সম্পাদনা]
২১ সেপ্টেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
২১৪/৮ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৫৩ (৪৩.১ ওভার)
খেরহার্ট এরাসমাস ৪৯ (৭৭)
চাদ সোপার ২/২৭ (৭ ওভার)
লেগা সিয়াকা ৩৮ (৬১)
খেরহার্ট এরাসমাস ৩/৩১ (১০ ওভার)
নামিবিয়া ৬১ রানে জয়ী
আমিনি পার্ক, পোর্ট মোরসবি
আম্পায়ার: আলু কাপা (পাপুয়া নিউ গিনি) ও ডনোভান কোখ (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: খেরহার্ট এরাসমাস (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০ 
  2. "Jam-packed programme for Cricket Namibia"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২ 
  3. "ICC Men's Cricket World Cup League 2 series announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  4. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  5. "Three Men's Cricket World Cup League 2 series postponed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১ 
  6. "Covid-19 forces postponement of three men's World Cup League 2 series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১ 
  7. @CricketNamibia1। "ICC Men's Cricket World Cup League 2" (টুইট)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২২টুইটার-এর মাধ্যমে। 
  8. "Team USA Men's Squad Named for ICC Cricket World Cup League 2 Series in Papua New Guinea"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]