২০১৮-১৯ সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ক্রিকেট দল
অবয়ব
২০১৮-১৯ সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ক্রিকেট দল | |||
---|---|---|---|
পাকিস্তান | নিউজিল্যান্ড | ||
তারিখ | ৩১ অক্টোবর – ৭ ডিসেম্বর ২০১৮ | ||
অধিনায়ক | সরফরাজ আহমেদ | কেন উইলিয়ামসন | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | আজহার আলী (৩০৭) | কেন উইলিয়ামসন (৩৮৬) | |
সর্বাধিক উইকেট | ইয়াসির শাহ (২৯) | এজাজ প্যাটেল (১৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ইয়াসির শাহ (পাকিস্তান) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | ফখর জামান (১৫৪) | রস টেলর (১৬৬) | |
সর্বাধিক উইকেট | শাহীন আফ্রিদি (৯) | লকি ফার্গুসন (১১) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শাহীন আফ্রিদি (পাকিস্তান) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | মোহাম্মদ হাফিজ (১৩২) | কেন উইলিয়ামসন (১০৮) | |
সর্বাধিক উইকেট |
ইমাদ ওয়াসিম (৪) শাদাব খান (৪) | অ্যাডাম মিলেন (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) |
নিউজিল্যান্ড ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সফর করে, যা অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৮-এ অনুষ্ঠিত হয়। [১][২][৩] মূলত, সফর নির্ধারিত ছিল তিনটি টেস্ট ক্রিকেট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা। [৪]
দলীয় সদস্য
[সম্পাদনা]টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
পাকিস্তান | নিউজিল্যান্ড | পাকিস্তান | নিউজিল্যান্ড | পাকিস্তান | নিউজিল্যান্ড |
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা] ৩১ অক্টোবর ২০১৮
২০:০০ (রাত) |
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এজাজ প্যাটেল (নিউজিল্যান্ড) তার টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
[সম্পাদনা] ২ নভেম্বর ২০১৮
২০:০০ (রাত) |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এই জয় দিয়ে, পাকিস্তান টি-টোয়েন্টি (১১) এ ধারাবাহিক সিরিজ জয়ের জন্য নতুন রেকর্ড গড়েন।
৩য় টি২০আই
[সম্পাদনা] ৪ নভেম্বর ২০১৮
২০:০০ (রাত) |
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়াকাস মাকসুদ (পাকিস্তান) তার টি২০আই অভিষেক হয়।
- বাবর আজম (পাকিস্তান) দ্রুততম ব্যাটসম্যান ইনিংস নিরিখে টি২০আইর ১,০০০ রান (২৬) হয়ে ওঠে।
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ৭ নভেম্বর ২০১৮
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় বোলার হয়েছিলেন ওয়ানডে ক্রিকেটে এক হ্যাটট্রিকের নিতে।
২য় ওডিআই
[সম্পাদনা]৩য় ওডিআই
[সম্পাদনা] ১১ নভেম্বর ২০১৮
১৫:০০ (দিন/রাত) |
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নিউজিল্যান্ডের ইনিংসের সময় বৃষ্টির কারণে কোনও খেলা হয়নি।
- লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেট শিকার করেন।
টেস্ট সিরিজ
[সম্পাদনা]১ম টেস্ট
[সম্পাদনা]১৬–২০ নভেম্বর ২০১৮
|
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এজাজ প্যাটেল (নিউজিল্যান্ড) তার টেস্ট অভিষেক হয়।
- নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) টেস্টে ১৫০তম উইকেট নেন তিনি।
- হাসান আলী (পাকিস্তান) টেস্টে তার প্রথম পাঁচ উইকেট দখল করেছিলেন।
- আসাদ শফিক (পাকিস্তান) টেস্টে ৪০০০ তম রান করেছেন।
- এজাজ প্যাটেল নিউজিল্যান্ডের হয়ে নবম উইকেট শিকারী ড টেস্টে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকারী হলেন।
- এই নিউজিল্যান্ডের ছিল টেস্টে সবচেয়ে কম মার্জিন টেস্ট, রান পদে।
২য় টেস্ট
[সম্পাদনা]২৪–২৮ নভেম্বর ২০১৮
|
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাবর আজম (পাকিস্তান) টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন।
- ইয়াসির শাহর (পাকিস্তান) টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনও বোলারের পক্ষে প্রথম ইনিংসে ৮/১৪ নম্বর ছিল।
- হেনরি নিকোলস (নিউজিল্যান্ড) টেস্টে তার ১,০০০তম রান করেছে।
- ইয়াছির শাহর ম্যাচ ফিচারস ১৪/১4৪ একটি পাকিস্তানের সেরা ছিল স্পিন বোলার টেস্টে, দ্বিতীয় সেরা পরিসংখ্যান টেস্টে পাকিস্তানের হয়ে যে কোনও বোলার এবং টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একক বোলারের সর্বোচ্চ উইকেট।
৩য় টেস্ট
[সম্পাদনা]৩–৭ ডিসেম্বর ২০১৮
|
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শাহীন আফ্রিদি (পাকিস্তান) ও উইলিয়াম সমারভিল (নিউজিল্যান্ড) তার টেস্ট অভিষেক হয়।
- মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) তার শেষ টেস্ট খেলেছেন।
- বিজে ওয়াটলিং (নিউজিল্যান্ড) টেস্টে ৩০,০০তম রানের ইনিংস।
- ইয়াসির শাহ (পাকিস্তান) টেস্টে (৩৩) ২০০ উইকেট নিতে খেলে ম্যাচ খেলেছেন দ্রুততম বোলার!
- বাবর আজম (পাকিস্তান) টেস্টে তার ১০০০ তম রান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Top domestic wicket-taker for three seasons, Ajaz Patel finally gets Black Caps test call"। Stuff। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
- ↑ "Schedule confirmed for UAE tour"। Cricket Australia। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৮।
- ↑ "Pakistan announce dates for series against Australia and New Zealand"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৮।
- ↑ "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |