২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ৫০মিটার ফ্রিস্টাইল | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার | ||||||||||||
প্রতিযোগী | ৯২ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ৫০মিটার ফ্রিস্টাইল বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৫ ও ১৭ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা, মানে এখানে সাঁতারকাটার পদ্ধতির ( যেমন ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই বিভাগ)কোনো বাধ্যবাধকতা থাকে না। প্রায় সব সাঁতারুই ফ্রন্ট ক্রল বা তার কোনো বিকল্প পদ্ধতির প্রয়োগ করে থাকে। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি একবার পার করতে হয়।
সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট বারোটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।
২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২৫.৪৩সেকেন্ড(A মান) এবং ২৬.৩২সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।
রেকর্ড
[সম্পাদনা]এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | লিবি ট্রিকেট (AUS) | ২৩.৯৭ | সিডনি, অস্ট্রেলিয়া | ২৯শে মার্চ ২০০৮ | [১] |
অলিম্পিক রেকর্ড | ইঙ্গে ডি ব্রুইন (NED) | ২৪.১৩ | সিডনি, অস্ট্রেলিয়া | ২২শে সেপ্টেম্বর ২০০০ | - |
এই অলিম্পিকে যে রেকর্ডটি গড়া হয় সেটি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১৭ই আগস্ট | ফাইনাল | ব্রিটা স্টিফেন | জার্মানি | ২৪.০৬ | OR |
হিট
[সম্পাদনা]হিট ১
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৫ | সমীরা অল বিতার | বাহরাইন | ৩০.৩২ | |
২ | ৬ | গ্লোরিয়া কৌসিহুয়েদে | বেনিন | ৩৭.০৯ | |
৩ | ৩ | পামেলা গিরিম্বাবাজি | রুয়ান্ডা | ৩৯.৭৮ | |
৪ | ৪ | জেন ব্যারি | গিনি | ৩৯.৮০ |
হিট ২
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৭ | জাকিয়া নাসের | ফিলিস্তিন | ৩১.৯৭ | |
২ | ৫ | করিশ্মা কার্কি | নেপাল | ৩২.৩৫ | |
৩ | ৪ | জাহরা পিন্টো | মালাউই | ৩২.৫৩ | |
৪ | ৬ | মোয়াফো আঁতোয়নেত জয়েস গুডিয়া | ক্যামেরুন | ৩৩.৫৯ | |
৫ | ৩ | ভিলেফোন ভংফাচান | লাওস | ৩৪.৭৯ | |
৬ | ২ | এলিসাবেথ নিকিমা | বুর্কিনা ফাসো | ৩৪.৯৮ | |
৭ | ৮ | এলসি ওয়ামাহোরো | বুরুন্ডি | ৩৬.৮৬ | |
৮ | ১ | বানা মারিয়ামা সুলে | নাইজার | ৪০.৮৩ |
হিট ৩
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৫ | অলিভিয়া আয়া নাকিতান্ডা | উগান্ডা | ২৯.৩৮ | |
২ | ৪ | সামান্থা প্যাক্সিনোস | বতসোয়ানা | ২৯.৯১ | |
৩ | ৮ | অম্বর ইওবেখ | পালাউ | ৩০.০০ | |
৪ | ৬ | জুলিয়ান কির্চনার | মার্শাল দ্বীপপুঞ্জ | ৩০.৪২ | |
৫ | ৭ | ডেবরা ড্যানিয়েল | মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য | ৩০.৬১ | |
৬ | ২ | ম্যাগডালেনা রুথ অ্যালেক্স মোশি | তানজানিয়া | ৩১.৩৭ | |
৭ | ১ | ভিটিনি হেমথন | কম্বোডিয়া | ৩১.৪১ | |
৮ | ৩ | ক্যাটরিনা ইজমিলোভা | তাজিকিস্তান | ৩২.০৯ |
হিট ৪
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | জিমেন গোমেজ | মোজাম্বিক | ২৮.১৫ | |
২ | ৮ | সেনেল লামিনি | সোয়াজিল্যান্ড | ২৮.৭০ | |
৩ | ১ | ভার্জিনিয়া ফার্মার | আমেরিকান সামোয়া | ২৮.৮২ | |
৪ | ৩ | ক্যাথরিন মোরেনো | বলিভিয়া | ২৯.০৫ | |
৫ | ২ | দাস্তসেরেঞ্জিন সেইন্টসেটসেজ | মঙ্গোলিয়া | ২৯.৬৩ | |
৬ | ৫ | কিরণ খান | পাকিস্তান | ২৯.৮৪ | |
৭ | ৬ | আমিনাথ রৌয়া হুসেন | মালদ্বীপ | ৩০.২১ | |
৮ | ৭ | ডলি আখতার | বাংলাদেশ | ৩০.২৩ |
হিট ৫
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | সিয়েরা শ্যারন পাওলা ফাজার্ডো | হন্ডুরাস | ২৭.১৯ | |
২ | ৫ | চিনের পিজোঁ | সুরিনাম | ২৭.৬৬ | |
৩ | ৭ | ডালিয়া মাসিয়েল টোরেস | নিকারাগুয়া | ২৭.৮১ | |
৪ | ৩ | রাজান টাহা | জর্ডান | ২৭.৮২ | |
৫ | ২ | রোভেনা মারকু | আলবেনিয়া | ২৮.১৫ | |
৬ | ৬ | টোজোহানিত্রা আন্দ্রিয়ামাঞ্জাটোয়ারিমানানা | মাদাগাস্কার | ২৮.৫৪ | |
৭ | ১ | ডায়ান এটিয়েনেট | মরিশাস | ২৮.৮৩ | |
৮ | ৮ | আনা ক্রিসনা ডা সিলভা রোমেরো | অ্যাঙ্গোলা | ২৯.০৬ |
হিট ৬
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৬ | রুজিল মিলিসিতে | লিথুয়ানিয়া | ২৬.১৯ | |
২ | ২ | অ্যানা-লিজা মোপিও-জেন | পাপুয়া নিউগিনি | ২৬.৪৭ | |
৩ | ৩ | ইয়ামিল বাহামোন্ডে | ইকুয়েডর | ২৬.৫৪ | |
৪ | ৫ | ক্রিস্টেল সিমস | ফিলিপাইন | ২৬.৬৪ | |
৫ | ৪ | ভেরোনিকা ভডোভিসেঙ্কো | মলদোভা | ২৬.৯২ | |
৬ | ৭ | গোজি মোনু | নাইজেরিয়া | ২৭.৩৯ | |
৭ | ১ | এলিন লেন্ড্রা হাইট | জাম্বিয়া | ২৭.৪২ | |
৮ | ৮ | মারিয়ানেলা কিউসাডা | কোস্টা রিকা | ২৮.১১ |
হিট ৭
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ১ | ক্যারোলিনা কলোরাডো | কলম্বিয়া | ২৬.১১ | |
২ | ২ | শার্নটেল ম্যাকলিন | ত্রিনিদাদ ও টোবাগো | ২৬.১৯ | |
৩ | ৫ | ইভা ডোবার | হাঙ্গেরি | ২৬.৩৩ | |
৪ | ৩ | সোভিনেক | স্লোভেনিয়া | ২৬.৪৯ | |
৫ | ৬ | য়ু নিং এলেইন চ্যান | হংকং | ২৬.৫৪ | |
৬ | ৮ | মারিনা মুলিয়ায়েভা | কাজাখস্তান | ২৬.৫৭ | |
৭ | ৪ | মোনিকা বাবক | ক্রোয়েশিয়া | ২৬.৮৪ | |
৮ | ৭ | মারিয়া বুগাকোভা | উজবেকিস্তান | ২৯.৭৩ |
হিট ৮
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৭ | অ্যানা গোস্তোমেলস্কি | ইসরায়েল | ২৫.২৩ | |
২ | ২ | আরিয়ানা ভ্যান্ডারপুল-ওয়ালেস | বাহামা দ্বীপপুঞ্জ | ২৫.৪০ | |
৩ | ৫ | স্যান্ড্রা কাজিকোভা | চেক প্রজাতন্ত্র | ২৫.৫৪ | |
৪ | ৩ | রাগ্নেইদুর রাগ্নাসডোতির | আইসল্যান্ড | ২৫.৮২ | |
৫ | ১ | নাতাশা মুডি | জ্যামাইকা | ২৫.৯৫ | |
৬ | ৮ | চি লিন লিউং | মালয়েশিয়া | ২৬.৭৫ | |
৪ | মিরোস্লাভা নাজদানোভস্কি | সার্বিয়া | DNS | ||
৬ | বায়েন জুমা | সিরিয়া | DNS |
হিট ৯
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৫ | ট্রিন আলজ্যান্ড | এস্তোনিয়া | ২৫.২৯ | |
২ | ৪ | মার্টিনা মোরাভকোভা | স্লোভাকিয়া | ২৫.৪৭ | |
৩ | ৭ | আনাস্তাসিয়া অ্যাকসেনোভা | রাশিয়া | ২৫.৫১ | |
৪ | ৬ | ভিক্টোরিয়া পুন | কানাডা | ২৫.৫৮ | |
৫ | ৮ | হিজিন চ্যাং | দক্ষিণ কোরিয়া | ২৫.৫৯ | |
৬ | ২ | ওকসানা সেরিকোভা | ইউক্রেন | ২৫.৬৫ | |
৭ | ১ | মার্থা মাৎসা | গ্রিস | ২৫.৬৮ | |
৮ | ৩। | ভ্যানেসা গার্সিয়া | পুয়ের্তো রিকো | ২৫.৮১ |
হিট ১০
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | কেট ক্যাম্পবেল | অস্ট্রেলিয়া | ২৪.২০ | Q |
২ | ৫ | দারা টোরেস | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৪.৫৮ | Q |
৩ | ৩ | ফ্রান্সেস্কা হ্যালস্যাল | গ্রেট ব্রিটেন | ২৪.৯৩ | Q |
৪ | ৬ | আলেক্সান্দ্রা জেরাসিমেন্যা | বেলারুশ | ২৫.০৭ | Q |
৫ | ২ | অ্যানা-ক্যারিন ক্যামেরলিং | সুইডেন | ২৫.৩৪ | |
৫ | ৭ | ফ্লাভিয়া ক্যাজ্জিওল্যাতো | ব্রাজিল | ২৫.৩৪ | |
৭ | ১ | পেট্রা ডালম্যান | জার্মানি | ২৫.৪৩ | |
৮ | ৮ | ক্রিস্টিনা চিউসো | ইতালি | ২৫.৭৪ |
হিট ১১
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | মার্লিন ভেলধুইস | নেদারল্যান্ডস | ২৪.৩৮ | Q |
২ | ৬ | জ্যানেট ওটেসেন | ডেনমার্ক | ২৪.৮৩ | Q |
৩ | ৫ | থেরেসা আলশামার | সুইডেন | ২৪.৯৪ | Q |
৪ | ২ | আর্লিন সেমেকো | ভেনেজুয়েলা | ২৪.৯৮ | Q |
৫ | ৩ | হিঙ্কেলিয়েন শ্রয়ডার | নেদারল্যান্ডস | ২৫.০০ | Q |
৫ | ৮ | লি ঝেসি | চীন | ২৫.০০ | Q |
৭ | ১ | সেলিন কৌডার্ক | ফ্রান্স | ২৫.২২ | |
৮ | ৭ | লিজা-মারি রেটিফ | দক্ষিণ আফ্রিকা | ২৫.৪৪ |
হিট ১২
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | লিসবেথ ট্রিকেট | অস্ট্রেলিয়া | ২৪.৬৭ | Q |
২ | ৫ | ব্রিটা স্টিফেন | জার্মানি | ২৪.৯০ | Q |
৩ | ২ | ইঙ্গুয়েন ঝু | চীন | ২৪.৯১ | Q |
৪ | ৬ | মালিয়া মেটেলা | ফ্রান্স | ২৪.৯৫ | Q |
৫ | ৩ | কারা লিন জয়েস | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৫.০১ | Q |
৬ | ১ | হানা-মারিয়া সেপ্পালা | ফিনল্যান্ড | ২৫.০৬ | Q |
৭ | ৭ | আগাথা ইভা কর্ক | পোল্যান্ড | ২৫.১৪ | NR |
৮ | ৮ | স্বেতলানা খোকলোভা | বেলারুশ | ২৫.২৭ |
সেমিফাইনাল
[সম্পাদনা]সেমিফাইনাল ১
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৩ | ব্রিটা স্টিফেন | জার্মানি | ২৪.৪৩ | Q |
২ | ৪ | মার্লিন ভেলধুইস | নেদারল্যান্ডস | ২৪.৪৬ | Q |
৩ | ৫ | লিসবেথ ট্রিকেট | অস্ট্রেলিয়া | ২৪.৪৭ | Q |
৪ | ৭ | হিঙ্কেলিয়েন শ্রয়ডার | নেদারল্যান্ডস | ২৪.৫২ | Q |
৫ | ১ | কারা লিন জয়েস | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৪.৬৩ | Q |
৬ | ৮ | আলেক্সান্দ্রা জেরাসিমেন্যা | বেলারুশ | ২৪.৭২ | Q |
৭ | ৬ | ফ্রান্সেস্কা হ্যালস্যাল | গ্রেট ব্রিটেন | ২৪.৮০ | |
৮ | ২ | মালিয়া মেটেলা | ফ্রান্স | ২৪.৮৯ |
সেমিফাইনাল ২
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৫ | দারা টোরেস | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৪.২৭ | Q |
২ | ৪ | কেট ক্যাম্পবেল | অস্ট্রেলিয়া | ২৪.৪২ | Q |
৩ | ৬ | ইঙ্গুয়েন ঝু | চীন | ২৪.৭৬ | |
৪ | ৩ | জ্যানেট ওটেসেন | ডেনমার্ক | ২৪.৮৬ | |
৫ | ১ | লি ঝেসি | চীন | ২৪.৯০ | |
৬ | ২ | থেরেসা আলশামার | সুইডেন | ২৪.৯৬ | |
৭ | ৭ | আর্লিন সেমেকো | ভেনেজুয়েলা | ২৫.০৫ | |
৮ | ৮ | হানা-মারিয়া সেপ্পালা | ফিনল্যান্ড | ২৫.১৯ |
ফাইনাল
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৩ | ব্রিটা স্টিফেন | জার্মানি | ২৪.০৬ | ওআর | |
৪ | দারা টোরেস | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৪.০৭ | AM | |
৫ | কেট ক্যাম্পবেল | অস্ট্রেলিয়া | ২৪.১৭ | ||
৪ | ২ | লিসবেথ ট্রিকেট | অস্ট্রেলিয়া | ২৪.২৫ | |
৫ | ৬ | মার্লিন ভেলধুইস | নেদারল্যান্ডস | ২৪.২৬ | |
৬ | ১ | কারা লিন জয়েস | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৪.৬৩ | |
৭ | ৭ | হিঙ্কেলিয়েন শ্রয়ডার | নেদারল্যান্ডস | ২৪.৬৫ | |
৮ | ৮ | আলেক্সান্দ্রা জেরাসিমেন্যা | বেলারুশ | ২৪.৭৭ |
- Q = উত্তীর্ণ, DSQ = অনুত্তীর্ণ
- WR = বিশ্ব রেকর্ড(World Record), OR = অলিম্পিক রেকর্ড(Olympic Record)
- AF = আফ্রিকান রেকর্ড(African Record), AM = আমেরিকান রেকর্ড(America Record), AS = এশিয়ান রেকর্ড(Asian Record), ER = ইউরোপীয় রেকর্ড(European Record), OC = ওশিয়ানিয়া রেকর্ড(Oceania Record)
- CR = কমনওয়েলথ রেকর্ড(Commonwealth Record), NR = জাতীয় রেকর্ড(National Record)
পাদটিকা
[সম্পাদনা]- ↑ Cowley, Michael (২০০৮-০৩-৩০)। "Just the Trickett: Libby breaks the speed barrier"। The Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।
- ↑ https://web.archive.org/web/20080820012647/http://results.beijing2008.cn/WRM/ENG/INF/SW/C73A1/SWW010101.shtml#SWW010101 ফলাফল - মহিলাদের ৫০মিটার ফ্রিস্টাইল ফাইনাল