২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ২০০মিটার ব্যাকস্ট্রোক | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার | ||||||||||||
তারিখ | ১৩ই আগস্ট (হিট) ১৫ই আগস্ট (ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ৩৩টি দেশের ৪২ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ২০০মিটার ব্যাকস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৩ ও ১৫ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে ব্যাকস্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।
সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছ'টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।
২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ১:৫৯.৭২সেকেন্ড(A মান) এবং ২:০৩.৯০সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।
রেকর্ড
[সম্পাদনা]এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | রায়ান লখটে (USA) অ্যারন পেইর্সল (USA) |
১:৫৪.৩২ | মেলবোর্ন, অস্ট্রেলিয়া ওমাহা, যুক্তরাষ্ট্র |
৩০শে মার্চ ২০০৭ ৪ঠা জুলাই ২০০৮ |
[১] [২] |
অলিম্পিক রেকর্ড | অ্যারন পেইর্সল (USA) | ১:৫৪.৯৫ | অ্যাথেন্স, গ্রীস | ১৯শে আগস্ট ২০০৪ | - |
এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১৫ই আগস্ট | ৫ম হিট | রায়ান লখটে | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:৫৩.৯৪ | OR |
হিট
[সম্পাদনা]সেমিফাইনাল
[সম্পাদনা]ক্রম | হিট | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|---|
১ | সেমিফাইনাল ১ | ৪ | অ্যারন পেইর্সল | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:৫৫.২৬ | Q |
২ | সেমিফাইনাল ২ | ৪ | রায়ান লখটে | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:৫৫.৪০ | Q |
৩ | সেমিফাইনাল ২ | ৫ | মার্কাস রোগান | অস্ট্রিয়া | ১:৫৬.৩৪ | Q |
৪ | সেমিফাইনাল ২ | ৬ | রিয়োসুকি ইরি | জাপান | ১:৫৬.৩৫ | Q |
৫ | সেমিফাইনাল ১ | ২ | রাজভান ইওনাত ফ্লোরিয়া | রোমানিয়া | ১:৫৬.৪৫ | Q |
৬ | সেমিফাইনাল ২ | ৩ | গ্রেগর টেইট | গ্রেট ব্রিটেন | ১:৫৬.৭২ | Q |
৭ | সেমিফাইনাল ১ | ৩ | হেডেন স্টোইকেল | অস্ট্রেলিয়া | ১:৫৬.৭৩ | Q, OC |
৮ | সেমিফাইনাল ১ | ৫ | আর্কাদি ভিয়াচানিন | রাশিয়া | ১:৫৬.৮৫ | সুইম-অফ |
৯ | সেমিফাইনাল ২ | ৭ | হেলগে মিউ | জার্মানি | ১:৫৬.৮৫ | সুইম-অফ |
১০ | সেমিফাইনাল ২ | ২ | অ্যাশলে ডেলানি | অস্ট্রেলিয়া | ১:৫৭.৭৩ | |
১১ | সেমিফাইনাল ১ | ৭ | ডেমিয়ানো লেস্টিঙ্গি | ইতালি | ১:৫৮.২৫ | |
১২ | সেমিফাইনাল ২ | 8 | কিথ বিভার্স | কানাডা | ১:৫৮.৫০ | |
১৩ | সেমিফাইনাল ২ | ১ | জর্জ ডু র্যান্ড | দক্ষিণ আফ্রিকা | ১:৫৮.৬১ | |
১৪ | সেমিফাইনাল ১ | ৬ | গর্ডন কোজুল | ক্রোয়েশিয়া | ১:৫৯.২২ | |
১৫ | সেমিফাইনাল ১ | ৮ | টোবিয়াস ওরিওল | কানাডা | ১:৫৯.৫০ | |
১৬ | সেমিফাইনাল ১ | 1 | স্তানিস্লাভ দোনেৎস | রাশিয়া | ১:৫৯.৮৭ |
সুইম-অফ
[সম্পাদনা]যেহেতু ভিয়াচানিন ও মিউয়ের সেমিফাইনালে সময় একই ছিল তাই তাদের সমতা ভাঙ্গার জন্য এই প্রতিযোগিতা হয়। আর এতে জিতে ভিয়াচানিন ফাইনালে যান।
ক্রম | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|
১ | ৪ | আর্কাদি ভিয়াচানিন | রাশিয়া | ১:৫৭.৭৫ | Q |
২ | ৫ | হেলগে মিউ | জার্মানি | ২:০০.৯৭ |
ফাইনাল
[সম্পাদনা]ক্রম | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৫ | রায়ান লখটে | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:৫৩.৯৪ | ডব্লিউআর | |
৪ | অ্যারন পেইর্সল | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:৫৪.৩৩ | ||
৮ | আর্কাদি ভিয়াচানিন | রাশিয়া | ১:৫৪.৯৩ | ER | |
৪ | ৩ | মার্কাস রোগান | অস্ট্রিয়া | ১:৫৫.৪৯ | NR |
৫ | ৬ | রিয়োসুকি ইরি | জাপান | ১:৫৫.৭২ | |
৬ | ১ | হেডেন স্টোইকেল | অস্ট্রেলিয়া | ১:৫৬.৩৯ | OC |
৭ | ২ | রাজভান ইওনাত ফ্লোরিয়া | রোমানিয়া | ১:৫৬.৫২ | |
৮ | ৭ | গ্রেগর টেইট | গ্রেট ব্রিটেন | ১:৫৭.০০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Clarey, Christopher (২০০৭-০৩-৩১)। "American sets a record, but, no, it's not Phelps"। The New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।
- ↑ Van Valkenburg, Kevin (২০০৮-০৭-০৫)। "Phelps in a world of his own"। The Baltimore Sun। ২০০৮-০৯-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।