বিষয়বস্তুতে চলুন

২০০৭ এএফসি এশিয়ান কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৭ এএফসি এশিয়ান কাপ
  • Piala Asia 2007
  • เอเชียนคัพ 2550
  • Cúp bóng đá châu Á 2007
বিবরণ
স্বাগতিক দেশইন্দোনেশিয়া
মালয়েশিয়া
থাইল্যান্ড
ভিয়েতনাম
তারিখ৭–২৯ জুলাই
দল১৬ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ৮ (৭টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ইরাক (১ম শিরোপা)
রানার-আপ সৌদি আরব
তৃতীয় স্থান দক্ষিণ কোরিয়া
চতুর্থ স্থান জাপান
পরিসংখ্যান
ম্যাচ৩২
গোল সংখ্যা৮৪ (ম্যাচ প্রতি ২.৬৩টি)
দর্শক সংখ্যা৭,২৪,২২২ (ম্যাচ প্রতি ২২,৬৩২ জন)
শীর্ষ গোলদাতাইরাক ইউনুস মাহমুদ
জাপান নাওহিরো তাকাহারা
সৌদি আরব ইয়াসির আল-কাহতানি
(৪টি করে গোল)
সেরা খেলোয়াড়ইরাক ইউনুস মাহমুদ
সেরা গোলরক্ষকইরাক নূর সাবরি
ফেয়ার প্লে পুরস্কার জাপান


২০০৭ এএফসি এশিয়ান কাপ হলো এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কর্তৃক আয়োজিত পুরুষদের এএফসি এশিয়ান কাপের ১৪তম আসর। ২০০৭ সালের ৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ইতিহাসে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার সহ-আয়োজক ছিল দক্ষিণ-পূর্ব এশিয়া এর চারটি দেশ: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম; ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো দুইয়ের অধিক দেশ কোন বড় মহাদেশীয় প্রতিযোগিতার আয়োজক হিসেবে যোগদান করে এবং একমাত্র দেশ উয়েফা ইউরো ২০২০-এর আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ইরাক তিনবারের চ্যাম্পিয়নকে পরাজিত করে প্রথমবারের মতো মহাদেশীয় শিরোপা জিতেছে। ইরাক ফাইনালে সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল। বিজয়ী হিসেবে, ইরাক ২০০৯ ফিফা কনফেডারেশন্স কাপ এ এএফসির প্রতিনিধিত্ব করে।

২০০৭ সালের পূর্বে এবং প্রতি চার বছর পরপর এশিয়া মহাদেশীয় প্রতিযোগিতা আয়োজন করতো ১৯৫৬ সাল থেকে ২০০৪ সালে চীন পর্যন্ত। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এশিয়ান কাপের মতো একই বছরে অনুষ্ঠিত হয়, এএফসি তাদের ঐতিহ্য পরিবর্তন করে। ২০০৭ সাল থেকে, এএফসি তার মহাদেশীয় টুর্নামেন্টটি এক বছর আগে এবং সেই তারিখ থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বব্যাপী আনুমানিক ৬৫০ মিলিয়ন টেলিভিশন দর্শক ২০০৭ এএফসি এশিয়ান কাপ দেখার জন্য টিউন করেছিল।[]

অস্ট্রেলিয়া ওএফসি থেকে এএফসিতে যাওয়ার পর প্রথমবারের মতো অংশ নিয়েছিল। ২০০৭ সালের এশিয়ান কাপে সহ-আয়োজক বাদে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

ভেন্যু

[সম্পাদনা]
ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়া পালেমবাং মালয়েশিয়া কুয়ালালামপুর মালয়েশিয়া শাহ আলম
গেলোরা বুং কার্নো স্টেডিয়াম গেলোরা শ্রীবিজয়া স্টেডিয়াম বুকিত জলিল জাতীয় স্টেডিয়াম শাহ আলম স্টেডিয়াম
ক্ষমতা: ৮৮,০৮৩ ক্ষমতা: ৩০,০০০ ক্ষমতা: ৮৭,৪১১ ক্ষমতা: ৮০,৩৭২
ইন্দোনেশিয়া মালয়েশিয়া
থাইল্যান্ড ব্যাংকক থাইল্যান্ড ভিয়েতনাম ভিয়েতনাম হ্যানয়
রাজামঙ্গলা স্টেডিয়াম মাই দিনহ জাতীয় স্টেডিয়াম
ক্ষমতা: ৪৯,৭৭২ ক্ষমতা: ৪০,১৯২
থাইল্যান্ড ব্যাংকক ভিয়েতনাম হো চি মিন সিটি
সুপাচালাসাই স্টেডিয়াম আর্মি স্টেডিয়াম
ক্ষমতা: ১৯,৭৯৩ ক্ষমতা: ২৫,০০০

যোগ্যতা

[সম্পাদনা]

বাছাইপর্বটি ২২ ফেব্রুয়ারি ২০০৬ থেকে ১৫ নভেম্বর ২০০৬ পর্যন্ত চলেছিল। প্রথমবারের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন (এই টুর্নামেন্টে, জাপান) একটি স্বয়ংক্রিয় যোগ্যতা পায়নি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম স্বয়ংক্রিয়ভাবে সহ-আয়োজক হিসাবে যোগ্যতা অর্জন করে। ২৪টি দলকে চারটি করে ছয়টি গ্রুপে বিভক্ত করা হয়েছিল চূড়ান্ত টুর্নামেন্টে বাকি ১২টি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।

দল হিসাবে যোগ্য যোগ্যতা অর্জনের তারিখ সর্বশেষ অংশগ্রহণ,
 ইন্দোনেশিয়া 00সহ-আয়োজক ৭ আগস্ট ২০০৪ (১৯৯৬, ২০০০, ২০০৪)
 মালয়েশিয়া (১৯৭৬, ১৯৮০)
 থাইল্যান্ড (১৯৭২, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪)
 ভিয়েতনাম (১৯৫৬, ১৯৬০)
 অস্ট্রেলিয়া গ্রুপ ডি বিজয়ী ১৬ আগস্ট ২০০৬ ০ (অভিষেক)
 কাতার গ্রুপ এফ বিজয়ী ৬ সেপ্টেম্বর ২০০৬ (১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ২০০০, ২০০৪)
 জাপান গ্রুপ এ বিজয়ী ৬ সেপ্টেম্বর ২০০৬ (১৯৮৮, '১৯৯২', ১৯৯৬, ২০০০, ২০০৪)
 সৌদি আরব গ্রুপ এ রানার্স-আপ ৬ সেপ্টেম্বর ২০০৬ (১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪)
 ইরান গ্রুপ বি বিজয়ী ১১ অক্টোবর ২০০৬ ১০ (১৯৬৮, ১৯৭২, ১৯৭৬, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪)
 দক্ষিণ কোরিয়া গ্রুপ বি রানার্স-আপ ১১ অক্টোবর ২০০৬ ১০ (১৯৫৬, ১৯৬০, ১৯৬৪, ১৯৭২, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯৬, ২০০০, ২০০৪)
 সংযুক্ত আরব আমিরাত গ্রুপ সি বিজয়ী ১১ অক্টোবর ২০০৬ (১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০৪)
 ওমান গ্রুপ সি রানার্স-আপ ১১ অক্টোবর ২০০৬ (২০০৪)
 ইরাক গ্রুপ ই বিজয়ী ১১ অক্টোবর ২০০৬ (১৯৭২, ১৯৭৬, ১৯৯৬, ২০০০, ২০০৪)
 চীন গ্রুপ ই রানার্স-আপ ১১ অক্টোবর ২০০৬ (১৯৭৬, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪)
 বাহরাইন গ্রুপ ডি রানার্স-আপ ১৫ নভেম্বর ২০০৬ (১৯৮৮, ২০০৪)
 উজবেকিস্তান গ্রুপ এফ রানার্স-আপ ১৫ নভেম্বর ২০০৬ (১৯৯৬, ২০০০, ২০০৪)
1 গাড় ঐ বছরের চ্যাম্পিয়ন
2 ইটালিক আয়োজককে নির্দেশ করে
3 ১৯৭৬ সালে ভিয়েতনামের পুনরেকত্রীকরণ দিবসের পর ভিয়েতনামের আত্মপ্রকাশ
4 দক্ষিণ ভিয়েতনাম হিসেবে অংশগ্রহণ করে

গ্রুপ পর্বের ড্র

[সম্পাদনা]

প্রথমবারের মতো, পূর্ববর্তী এএফসি এশিয়ান কাপ প্রতিযোগিতার পারফরম্যান্সের ভিত্তিতে সীডযুক্ত করা হয়েছিল অক্টোবর ২০০৬ এর উপর ভিত্তি করে। এটি নিশ্চিত করার জন্য ছিল যে একই সংখ্যক শক্তিশালী দল প্রাথমিক পর্যায়ে মিলিত না হয়।[]

১৯ ডিসেম্বর, ২০০৬ তারিখে চারটি সীডযুক্ত দল ঘোষণা করা হয়। ড্রয়ে পাত্র ৪ এর সীডযুক্ত ছিল। পাত্র ১ সমস্ত সহ-আয়োজক থেকে দলগুলি নিয়ে গঠিত।

পাত্র ১ পাত্র ২ পাত্র ৩ পাত্র ৪
 ইন্দোনেশিয়া (১৫৩)
 মালয়েশিয়া (১৫২)
 থাইল্যান্ড (১৩৭)
 ভিয়েতনাম (১৭২)
 চীন (৮৪)
 ইরাক (৮৩)
 সংযুক্ত আরব আমিরাত (৮৭)
 বাহরাইন (৯৭)
 কাতার (৫৮)
 উজবেকিস্তান (৪৫)
 সৌদি আরব (৬৪)
 ওমান (৭২)
 অস্ট্রেলিয়া (৩৯)
 ইরান (38)
 জাপান (৪৭)
 দক্ষিণ কোরিয়া (৫১)

২০০৬ সালের ১৯ ডিসেম্বর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এই ড্র অনুষ্ঠিত হয়।

রেফারি

[সম্পাদনা]

২ জুলাই মালয়েশিয়ায় ফিটনেস পরীক্ষার মাধ্যমে ১৬ জন রেফারি এবং ২৪ জন সহকারী রেফারিকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হয়। আফ্রিকান ফুটবল কনফেডারেশন থেকে একজন রেফারি এবং দুজন সহকারী রেফারির নামও ঘোষণা করা হয়েছে।[]

(): প্রতিস্থাপিত সিঙ্গাপুর শামসুল মঈদিন চোট পেয়ে ছিটকে গেলেন তিনি।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ইরাক নকআউট পর্বে অগ্রসর
 অস্ট্রেলিয়া
 থাইল্যান্ড (H) −২
 ওমান −২
উৎস: এশিয়ান কাপ ২০০৭
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
(H) স্বাগতিক।

গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জাপান নকআউট পর্বে অগ্রসর
 ভিয়েতনাম (H) −১
 সংযুক্ত আরব আমিরাত −৩
 কাতার −১
উৎস: এশিয়ান কাপ ২০০৭
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
(H) স্বাগতিক।

গ্রুপ সি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ইরান নকআউট পর্বে অগ্রসর
 উজবেকিস্তান
 চীন
 মালয়েশিয়া (H) ১২ −১১
উৎস: এশিয়ান কাপ ২০০৭
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
(H) স্বাগতিক।

গ্রুপ ডি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 সৌদি আরব নকআউট পর্বে অগ্রসর
 দক্ষিণ কোরিয়া
 ইন্দোনেশিয়া (H) −১
 বাহরাইন −৪
উৎস: এশিয়ান কাপ ২০০৭
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
(H) স্বাগতিক।

নকআউট পর্ব

[সম্পাদনা]
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
২১ জুলাই – ব্যাংকক
 
 
 ইরাক
 
২৫ জুলাই – কুয়ালালামপুর
 
 ভিয়েতনাম
 
 ইরাক (পে.)০ (৪)
 
২২ জুলাই – কুয়ালালামপুর
 
 দক্ষিণ কোরিয়া০ (৩)
 
 ইরান০ (২)
 
২৯ জুলাই – জাকার্তা
 
 দক্ষিণ কোরিয়া (পে.)০ (০)
 
 ইরাক
 
২১ জুলাই – হ্যানয়
 
 সৌদি আরব
 
 জাপান (পে.)১ (৪)
 
২৫ জুলাই – হানয়
 
 অস্ট্রেলিয়া১ (৩)
 
 জাপান
 
২২ জুলাই – জাকার্তা
 
 সৌদি আরব তৃতীয় স্থান
 
 সৌদি আরব
 
২৮ জুলাই – পালেমবাং
 
 উজবেকিস্তান
 
 দক্ষিণ কোরিয়া (পে.)০ (৬)
 
 
 জাপান০ (৫)
 

কোয়ার্টার-ফাইনাল

[সম্পাদনা]



সেমি-ফাইনাল

[সম্পাদনা]

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

[সম্পাদনা]

ফাইনাল

[সম্পাদনা]

পরিসংখ্যান

[সম্পাদনা]

গোলদাতা

[সম্পাদনা]

৪টি গোল করে ইউনিস মাহমুদ, নাওহিরো তাকাহারা ও ইয়াসির আল-কাহতানি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ৫৭ জন ভিন্ন খেলোয়াড় মোট ৮৪টি গোল করেছেন, যার মধ্যে দুটি আত্মঘাতী গোল হিসাবে জমা দেওয়া হয়েছে।

৪টি গোল
৩টি গোল
২টি গোল
১টি গোল
১টি আত্মঘাতী গোল

পুরস্কার

[সম্পাদনা]

সেরা খেলোয়াড়[]

সর্বোচ্চ গোলদাতা

সেরা গোলরক্ষক[]

Best Defender[]

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড[]

সবচেয়ে বিনোদনমূলক দল[]

টুর্নামেন্টের সেরা দল

এশিয়ান কাপের অফিসিয়াল ওয়েবসাইটে ভক্তদের ভোটে তোশিবা অল স্টার একাদশ নির্বাচিত হয়।[][]

গোলরক্ষক ডিফেন্ডার মিডফিল্ডার ফরোয়ার্ড

দক্ষিণ কোরিয়া লি ওউন-জায়ে

ইরাক বাসিম আব্বাস
জাপান ইউজি নাকাজাওয়া
ইরান রহমান রেজায়ি
অস্ট্রেলিয়া লুকাস নিল

জাপান শুনসুকে নাকামুরা
অস্ট্রেলিয়া হ্যারি কেওয়েল
দক্ষিণ কোরিয়া লি চুন-সু
ইরাক নাশাত আকরাম

জাপান নাওহিরো তাকাহারা
সৌদি আরব ইয়াসির আল-কাহতানি

মার্কেটিং

[সম্পাদনা]

অফিসিয়াল ম্যাচ বল

[সম্পাদনা]

২০০৭ এএফসি এশিয়ান কাপের অফিসিয়াল ম্যাচ বল চালু করা হয় নাইকি ১৫ মে ২০০৭ সালে, এশিয়ার কোনও ফুটবল প্রতিযোগিতার জন্য প্রথমবারের মতো একটি বল বিশেষভাবে চালু করা হয়েছিল।[] নাইকি মারকিউরিয়াল ভেলোসি এসি-তে সোনার ছাঁট সহ চারটি নীল স্ট্রাইপ রয়েছে যার সাথে প্রতিটি আয়োজক শহরের নাম খোদাই করা রয়েছে, পাশাপাশি এএফসি এশিয়ান কাপের লোগোও রয়েছে।[]

অফিসিয়াল গান

[সম্পাদনা]

এএফসি নির্বাচিত "আই বিলিভ", ২০০৪ এর একক দ্বারা থাই গায়ক টাটা ইয়ং টুর্নামেন্টের অফিসিয়াল গান হিসাবে।[১০]

স্পন্সরশিপ

[সম্পাদনা]

অফিসিয়াল স্পনসর

অফিসিয়াল সমর্থক

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Cities fight for Asian Cup motza"। ২৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১১ 
  2. "AFC Asian Cup 2007 Organising Committee approves team classification for Final Draw"। AFC। ১৯ ডিসেম্বর ২০০৬। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯ 
  3. "Officials announced for Asian Cup"। AFC। ২১ জুন ২০০৭। ১৫ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Referee Maidin ruled out through injury"। AFC। ২৬ জুন ২০০৭। ১০ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Special AFC Awards for 2007 Asian Cup" (আরবি ভাষায়)। Kooora। ২৯ জুলাই ২০০৭। 
  6. "Toshiba All Star XI Contest"। AFC Asian Cup। ৭ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২২ 
  7. "Official All-Star XI"। BigSoccer Forum। ১৮ আগস্ট ২০০৭। 
  8. "AFC Asian Cup 2007 Official Match Ball launched"। AFC। ২৬ জুন ২০০৬। ২৩ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  9. "Exclusive Pictures: Asian Cup Match Ball"। 442 Magazine Australia। ১৪ মে ২০০৭। ১৭ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০০৭ 
  10. "SI believe⬝ - bài hát chính thức của Asian cup 2007" (ভিয়েতনামী ভাষায়)। Vietnam Football Federation। ২৫ জুন ২০০৭। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮ 
  11. Long, Michael (২০১২-০৬-০১)। "AFC announces further sponsorship renewals"SportsPro (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৭ 
  12. "[AsiaNet] ING To Sponsor AFC Asian Cup 2007"매일경제 (কোরীয় ভাষায়)। ২০০৫-০৯-০৫। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৭ 
  13. "Toshiba Asia Pacific"Toshiba Asia Pacific (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৭ 
  14. "YMC Becomes Official Asian Football Confederation Sponsor" (পিডিএফ) 

বহিঃসংযোগ

[সম্পাদনা]