১৩তম আইফা পুরস্কার
১৩তম আইফা পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৭ জুন ২০১২ ৯ জুন ২০১২ | –|||
স্থান | সিঙ্গাপুর ইনডোর স্টেডিয়াম এসপ্ল্যানেড কনসার্ট হল, সিঙ্গাপুর | |||
উপস্থাপক | ||||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | জিন্দগি না মিলেগি দোবারা | |||
সর্বাধিক পুরস্কার | জিন্দগি না মিলেগি দোবারা (৯) | |||
সর্বাধিক মনোনয়ন | জিন্দগি না মিলেগি দোবারা (১৪) | |||
টেলিভিশন আওতা | ||||
চ্যানেল | স্টার প্লাস | |||
নেটওয়ার্ক | স্টার টিভি | |||
|
১৩তম আইফা পুরস্কার, আনুষ্ঠানিকভাবে ১৩তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার, যা ২০১১ সালের হিন্দি চলচ্চিত্রগুলোকে সম্মান জানাতে ২০১২ সালের ৭-৯ জুন অনুষ্ঠিত হয়। ২০০৪ সালের পর দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুরের সিঙ্গাপুর ইনডোর স্টেডিয়ামে ২০১২ সালের ৯ই জুন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।[১] অনুষ্ঠানটি ভারতে এবং আন্তর্জাতিকভাবে স্টার প্লাসে সম্প্রচারিত হয়। অভিনেতা শাহিদ কাপুর এবং ফারহান আখতার প্রথমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আইফা রেড কার্পেট সঞ্চালনা করেছিলেন করণ ট্যাকার।
সম্পর্কিত ইভেন্টে, আইফা রকস, যা আইফা মিউজিক ও ফ্যাশন এক্সট্রাভাগাঞ্জা নামেও পরিচিত, ২০১২ সালের ৮ই জুন এসপ্ল্যানেড কনসার্ট হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়ুষ্মান খুরানা এবং চিত্রাঙ্গদা সিং সঞ্চালনা করেছিলেন। ইভেন্ট চলাকালীন, সমস্ত কারিগরি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। এটি ১ এবং ৭ জুলাই জনপ্রিয় হিন্দি বিনোদন চ্যানেল স্টার প্লাসে প্রচারিত হয়েছিল।
জিন্দগি না মিলেগি দোবারা সর্বাধিক ১৪টি মনোনয়ন লাভ করে, তারপরে দ্য ডার্টি পিকচার ১০টি এবং রকস্টার ৯টি মনোনয়ন লাভ করে।
জিন্দেগি না মিলেগি দোবারা শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (জোয়া আখতার) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (ফারহান আখতার) সর্বাধিক ৯টি পুরস্কার অর্জন করে।
বিজয়ী ও মনোনীত
[সম্পাদনা]২০১২ সালের ৩১শে মার্চ থেকে ১লা এপ্রিল অনুষ্ঠিত আইফা ভোটিং উইকএন্ডের পর,[২] উইজক্রাফ্ট ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্টের পরিচালক সাব্বাস জোসেফ ২০১২ সালের ৪ঠা মে কারিগরী পুরস্কারের বিজয়ীদের পুরস্কার প্রদান করার সাথে জনপ্রিয় পুরস্কারের মনোনীতদের নাম ঘোষণা করেন। ২০১২ সালের ৯ই জুন প্রধান পুরস্কার অনুষ্ঠানের সময় বিজয়ীদের ঘোষণা করা হয়।
জনপ্রিয় পুরস্কার
[সম্পাদনা]সঙ্গীত পুরস্কার
[সম্পাদনা]শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা | শ্রেষ্ঠ গীতিকার |
---|---|
| |
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী |
|
|
শ্রেষ্ঠ গান রেকর্ডিং | শ্রেষ্ঠ আবহ সঙ্গীত |
|
কারিগরী পুরস্কার
[সম্পাদনা]- দ্য ডার্টি পিকচার - নীহারিকা খান
শ্রেষ্ঠ চিত্রনাট্য | শ্রেষ্ঠ সংলাপ |
---|---|
| |
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা | শ্রেষ্ঠ রূপসজ্জা |
|
|
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা |
|
|
শ্রেষ্ঠ শব্দমিশ্রণ | শ্রেষ্ঠ শব্দগ্রহণ |
|
|
শ্রেষ্ঠ মারপিট | শ্রেষ্ঠ বিশেষ প্রভাব |
|
বিশেষ পুরস্কার
[সম্পাদনা]শ্রেণী | প্রাপক(গণ) |
---|---|
বছরের হটেস্ট জুটি | রণবীর কাপুর ও নার্গিস ফাখরি
( রকস্টারের জন্য) |
আইফা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড | রেখা |
100 এ সিনেমার জন্য বিশেষ পুরস্কার | জোহরা সেহগল |
পরিবেশে আইফা অসামান্য অবদান | দিয়া মির্জা |
ভারতীয় সিনেমায় আইফা অসামান্য অবদান (পুরুষ) | রমেশ সিপ্পি |
ভারতীয় সিনেমায় আইফা অসামান্য অবদান (মহিলা) | বিজয়শান্তি |
আন্তর্জাতিক সিনেমায় আইফা অসামান্য অবদান | লিভ উলমান |
একাধিক মনোনয়ন এবং পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র
[সম্পাদনা]
নিম্নোক্ত চলচ্চিত্রগুলো একাধিক মনোনয়ন লাভ করে:
|
নিম্নোক্ত চলচ্চিত্রগুলো একাধিক পুরস্কার লাভ করে:
|
আরও দেখুন
[সম্পাদনা]- আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার
- ৫৭তম ফিল্মফেয়ার পুরস্কার
- ১৩তম জি সিনে পুরস্কার
- ১৮তম স্ক্রিন পুরস্কার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "IIFA Through the Years – IIFA 2012 : Singapore"। আইফা। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
- ↑ "ZINDAGI NA MILEGI DOBARA, THE DIRTY PICTURE dominate IIFA 2012 Nominations"। গ্ল্যামশাম। Glamsham। ৪ মে ২০১২। ১৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১২।