হামিদপুর ইউনিয়ন, পার্বতীপুর
অবয়ব
হামিদপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৯নং হামিদপুর ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | দিনাজপুর জেলা |
উপজেলা | পার্বতীপুর উপজেলা |
আয়তন | |
• মোট | ৩১.৫৭ বর্গকিমি (১২.১৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩২,৫০০ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি ৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
হামিদপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২]
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]ইউনিয়নটি ৩১.৫৭ বর্গ কি.মি. (১২.১৯ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩২,৫০০ জন।[৩]
গ্রামসমূহের তালিকা
[সম্পাদনা]ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২১টি ও মৌজার সংখ্যা ১১টি।
- খলিলপুর মোল্যাপাড়া
- খলিলপুর গাছুয়াপাড়া
- খলিলপুর বাজার পাড়া
- খলিলপুর বউলাপাড়া
- খলিলপুর বালাপাড়া
- খলিলপুর উত্তরপাড়া
- খলিলপুর পুকুর পাড়া
- খলিলপুর করতোয়াপাড়া
- সুলতানপুর করতোয়াপাড়া
- খলিলপুর সরদারপাড়া
- পূর্ব সুলতানপুর
- পূর্ব শুকদেবপুর
- চেয়ারম্যান পাড়া
- ঝাকুয়াপাড়া
- সরকারপাড়া
- বেলের ডাঙ্গা
- ঘাসিপাড়া
- ঘুঘুমারী
- পাটিকাঘাট
- রাঘবেন্দ্রপুর
- শ্রীরামপুর
- দক্ষিণ বিষ্নুপুর
- দক্ষিণ পলাশবাড়ী
- ধুলাউদাল
- বাঁশপুকুর
- শিবকৃষ্ণপুর
- বৈদ্যনাথপুর
- হামিদপুর
- উছবপুর
- চৌহাটি
- বৈগ্রাম
- কালুপাড়া
- শাহাগ্রাম
- রসুলপুর
- জব্বরপাড়া
- কাচারীপাড়া
- চক মহেশপুর
- ডাঙ্গাপাড়া
- পাতিগ্রাম
- দলদলিয়া
- সস্তাপুর
হাট-বাজার
[সম্পাদনা]ইউনিয়নটিতে চারটি হাট রয়েছে। সেগুলো হলো :
- ১। ঢেড়ের হাট
- ২। ধুলা উদাল বাজার
- ৩। বৈগ্রাম
- ৪। পুরাতন খয়েরপুকুর হাট (বিলুপ্ত)
- ৫। বড়পুকুরিয়া হাট
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "হামিদপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।