বিষয়বস্তুতে চলুন

হাবিবে মিল্লাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডা: মো: হাবিবে মিল্লাত
মুন্না
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
২০১৪ – ২০২৪
উত্তরসূরীজান্নাত আরা হেনরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1966-01-15) ১৫ জানুয়ারি ১৯৬৬ (বয়স ৫৮)
সিরাজগঞ্জ জেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কখন্দকার মোশাররফ হোসেন (শ্বশুর)

হাবিবে মিল্লাত (জন্ম: ১৫ জানুয়ারি ১৯৬৬) বাংলাদেশের সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। []

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

হাবিবে মিল্লাতের পৈতৃক বাড়ি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলায়। তিনি জন্মগ্রহণ করেন ১৫ জানুয়ারি, ১৯৬৬ সালে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং রয়েল কলেজ অব সার্জন অফ এডিনবার্গ থেকে ডিগ্রি অর্জন করেন। তিনি ইউরোপের নেতৃস্থানীয় হাসপাতালের উন্নত কার্ডিওথোরাসিক সার্জারি এবং যুক্তরাষ্ট্রের বস্টন, হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে[] প্রশিক্ষণপ্রাপ্ত।

কর্মজীবন

[সম্পাদনা]

পেশায় চিকিৎসক ডা: হাবিবে মিল্লাত রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। ২০১৯-২০২৪ সনের অধিবেশনে সিরাজগঞ্জ -২ আসন থেকে বাংলাদেশ সংসদ [] এর সদস্য হিসাবে পুনরায় নির্বাচিত হন। পূর্ববর্তী অধিবেশনে তিনি সংসদ সদস্য ছিলেন।[] তিনি জুন ২০১৫ সালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পরিষদের সভাপতি পদে নির্বাচিত হন। আন্তর্জাতিক চিকিৎসা পত্রিকায় প্রকাশিত তার অসংখ্য বৈজ্ঞানিক নিবন্ধ রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সিরাজগঞ্জ-২, মো: হাবিবে মিল্লাত। "Constituency 63_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৮ 
  2. Agarwal, Anil; Borley, Neil; McLatchie, Greg (2017-5)। Cardiothoracic surgery (ইংরেজি ভাষায়)। 1। Oxford University Press। ডিওআই:10.1093/med/9780199608911.003.0012. |doi= এর মান পরীক্ষা করুন (সাহায্য)  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. [www.parliament.gov.bd. ""List of 11th Parliament Members English"."] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 
  4. [www.parliament.gov.bd ""List of 10th Parliament Members English""] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 

বহিঃসংযোগ

[সম্পাদনা]