বিষয়বস্তুতে চলুন

স্যাম বিলিংস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যাম বিলিংস
2015 সালে কেন্টের হয়ে খেলছেন স্যাম বিলিংস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
স্যাম উইলিয়াম বিলিংস
জন্ম (1991-06-15) ১৫ জুন ১৯৯১ (বয়স ৩৩)
পেমবারি, কেন্ট, ইংল্যান্ড
ডাকনামবিল্বো, বিল্লো, রুপার্ট[]
উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-কিপার, ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৪২)
৯ জুন ২০১৫ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই২০ জুন ২০১৫ বনাম নিউজিল্যান্ড
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ৭১)
২৩ জুন ২০১৫ বনাম নিউজিল্যান্ড
শেষ টি২০আই২১ ফেব্রুয়ারি ২০১৬ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই শার্ট নং
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১-বর্তমানকেন্ট (জার্সি নং ২০)
২০১১-১২লাফবোরা এমসিসিইউ
২০১৬ইসলামাবাদ ইউনাইটেড
২০১৬দিল্লি ডেয়ারডেভিলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৯ ৫৬
রানের সংখ্যা ৯০ ৯৯ ১,৬৫৩ ১,৭৫০
ব্যাটিং গড় ২২.৫০ ১৬.৫০ ৩১.১৮ ৪৩.৭৫
১০০/৫০ ০/০ ০/১ ২/৯ ৪/১১
সর্বোচ্চ রান ৪১ ৫৩ ১৩১ ১৪৩
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৫/১ ১০৪/৮ ৪০/৭
উৎস: ক্রিকইনফো, ১৬ জুন ২০১৬

স্যামুয়েল উইলিয়াম বিলিংস (ইংরেজি: Sam Billings; জন্ম: ১৫ জুন, ১৯৯১) কেন্টের পেমবারি এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে অভ্যস্ত তিনি।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

লাফবোরা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও শারীরিক বিজ্ঞান বিষয়ে অধ্যয়নকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২০১১ সালে লাফবোরা এমসিসিইউ’র পক্ষে ও নর্দাম্পটনশায়ারের বিপক্ষে তিনি প্রথম খেলেন। একই দলের সদস্যরূপে লিচেস্টারশায়ারের বিপক্ষে অংশগ্রহণ করেছিলেন তিনি। তার প্রথম দুইটি প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৫০.৭৫ গড়ে ২০৩ রান তোলেন। তন্মধ্যে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৩১।

পরবর্তীতে কেন্ট দলের সদস্য হিসেবে কাউন্টি ক্রিকেটে অভিষেক ঘটে। প্রতিপক্ষ দল ছিল লাফবোরা এমসিসিইউ। ২০১১ মৌসুমে ক্লাইডেডেল ব্যাংক ৪০ প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের বিপক্ষে লিস্ট এ ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। নিয়মিত উইকেট-কিপার জারেইন্ট জোন্সের পরিবর্তে তিনি এ সুযোগ পান। পাশাপাশি, ফ্রেন্ডস প্রভিডেন্ট টি২০ প্রতিযোগিতায়ও চারটি খেলায় অংশ নিয়েছিলেন।

ব্যক্তিগত সেরা

[সম্পাদনা]

১১ জুন, ২০১৬ পর্যন্ত

সেরা ব্যাটিং প্রদর্শন
স্তর রান সময়সূচী মাঠ মৌসুম
প্রথম-শ্রেণীর ক্রিকেট ১৩১ লাফবোরা এমসিসিইউনর্দাম্পটনশায়ার লাফবোরা ২০১১
লিস্ট এ ক্রিকেট ১৪৩ কেন্ট স্পিটফায়ার্সডার্বিশায়ার ফ্যালকনস ক্যান্টারবারি ২০১২
টুয়েন্টি২০ ক্রিকেট ৬১* ইংল্যান্ড লায়ন্সপাকিস্তান এ দুবাই ২০১৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Player profile: Sam Billings"। www.loughboroughmccu.com। ১৬ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১১ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]