স্কলাস্টিকা (বিদ্যালয়)
স্কলাস্টিকা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বেসরকারি |
প্রতিষ্ঠিত | ১৯৭৭ |
প্রতিষ্ঠাতা | ইয়াসমিন মোর্শেদ |
চেয়ারপারসন | সৈয়দ মাদিহা মোর্শেদ |
লিঙ্গ | সহ-শিক্ষামূলক |
শ্রেণি | প্লে গ্রুপ থেকে এ-লেভেল |
ভাষা | ইংরেজি ও বাংলা |
বিদ্যালয়ের কার্যসময় | শিক্ষার্থীদের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২:৪০টা |
ক্যাম্পাস | উত্তরা, গুলশান, ধানমন্ডি ও মিরপুর |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
রং | সাদা ও নীল |
ক্রীড়া | বিভিন্ন[১] |
দলের নাম | স্ট্যালিয়নস |
ওয়েবসাইট | scholasticabd |
স্কলাসটিকা হলো বাংলাদেশের ঢাকা শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় প্রি-স্কুল থেকে এ-লেভেল পর্যন্ত শিক্ষা প্রদান করে।
এটি বাংলাদেশের অভিজাত স্কুলগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত যা একটি শক্তিশালী প্রাক্তন শিক্ষার্থী নেটওয়ার্ক নিয়ে গর্বিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]স্কলাস্টিকা ১৯৭৭ সালে শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি থাকলেও বাংলা ভাষায় সমান দক্ষতার উপর জোর দেওয়ার জন্য স্কুলগুলোর চাহিদা মেটাতে প্রতিষ্ঠিত হয়েছিল।[৩]
২০০১ সালের জানুয়ারিতে সিনিয়র শ্রেনীগুলো নতুন ক্যাম্পাসে চলে যায়।
ক্যাম্পাস
[সম্পাদনা]স্কলাস্টিকার জুনিয়র, মিডল ও সিনিয়র বিভাগগুলো ঢাকার ধানমন্ডি, গুলশান, উত্তরা ও মিরপুরের আশেপাশে অবস্থিত।
উত্তরায় অবস্থিত ক্যাম্পাসটি ২০০০ সালে নির্মিত হয়েছিল। এখানে ভবনের সাততলা ভবন জুড়ে শ্রেণীকক্ষে ৩ থেকে ১২ শ্রেণী পর্যন্ত পড়ানোর ব্যবস্থা রয়েছে। এসটিএম হল হচ্ছে একটি অডিটোরিয়াম যা ব্যায়ামাগার হিসেবে ব্যবহৃত হয়[৪] যা ইয়াসমিন মুর্শেদের স্বামী সৈয়দ তানভীর মুর্শেদের নামে নামকরণ করা হয়।
মিরপুরে স্কলাস্টিকার ক্যাম্পাস রয়েছে।
পাঠ্যক্রম
[সম্পাদনা]স্কলাসটিকা একটি সম্পূর্ণ প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রদান করে যা ঢাকায় ব্রিটিশ কাউন্সিল দ্বারা পরিচালিত জিসিই পরীক্ষার জন্য নেতৃত্ব দেয়।
২০০৮-০৯ শিক্ষা মেয়াদ থেকে স্কুলের ও-লেভেল ও এ-লেভেলের পরীক্ষাগুলো কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন দ্বারা পরিচালিত হচ্ছে যা স্কুলিং এর এডেক্সেল ব্যবস্থাকে প্রতিস্থাপিত করেছে।
কার্যক্রম
[সম্পাদনা]ল্যাবরেটরি
[সম্পাদনা]সমস্ত বিজ্ঞান ক্লাসের জন্য ল্যাবরেটরি সুবিধা প্রদান করা হয়। 'ও' এবং 'এ' লেভেল পরীক্ষার ব্যবহারিক প্রয়োজনীয়তা পূরণের জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের দ্বারা সিনিয়র ল্যাবরেটরিগুলো পরিদর্শন ও অনুমোদন করা হয়।
পাঠক্রম বহির্ভূত কার্যক্রম
[সম্পাদনা]স্কলাস্টিকা অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রমের মধ্যে রয়েছে নাটক, বিতর্ক ও জনসাধারণ বক্তব্য।[৫] বিদ্যালয় দল আন্তঃস্কুল ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।[৬] নাট্য উপস্থাপনা ইংরেজি ও বাংলায় সঞ্চালিত হয়ে থাকে। মিডল স্কুল থেকে শুরু করে বেশ কিছু স্কুল-পরবর্তী প্রোগ্রাম দেওয়া হয়।
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
[সম্পাদনা]- ওয়াসফিয়া নাজরীন, প্রথম বাংলাদেশী ও একমাত্র বাঙালি যিনি সেভেন সামিট রেকর্ড সম্পূর্ণ করেছেন।[৭]
- শাজিয়া ওমর, ইংরেজি ভাষার বাংলাদেশী ঔপন্যাসিক।[৮]
- টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ সংসদ সদস্য ও বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নাতনি।[৯]
- ইরেশ যাকের, একজন বাংলাদেশী বিজ্ঞাপন নির্বাহী, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং একজন সঙ্গীতশিল্পী।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Scholastica, Narinda retain title in School Handball"। The Financial Express। Dhaka। ৭ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
- ↑ Sreenivasan Jain (৪ জুলাই ২০১৬)। "From Elite Schools To ISIS? Mystery of Dhaka Attackers"। NDTV। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৬।
- ↑ "Profile of Some Schools of Dhaka"। দ্য ডেইলি স্টার। Bangladesh। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
- ↑ Hoque, Shishir। "Big guns start strong in 8th Ascent Corporate Cup"। ঢাকা ট্রিবিউন। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
- ↑ "Hasina, but not Rehana, wants Tulip in Bangladesh politics"। দৈনিক প্রথম আলো। BSS। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬।
- ↑ Angela, Nusrat Jahin (৪ সেপ্টেম্বর ২০১৩)। "Flying High at Harvard Model United Nations Conference"। দ্য ডেইলি স্টার। Bangladesh। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
- ↑ Salam, Upashana (২১ নভেম্বর ২০১৪)। "Wasfia's Everest"। দ্য ডেইলি স্টার। Bangladesh। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬।
- ↑ Kasturi, Charu Sudan (৫ জুলাই ২০১৬)। "Missing from class photo, youth surfaces in café"। The Telegraph। Kolkata।
- ↑ "Have faith in you"। দ্য ডেইলি স্টার। Bangladesh। ৭ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬।
- ↑ Sultana, Fauzia (২৫ সেপ্টেম্বর ২০১১)। "Master of Many Trades"। Star Campus। দ্য ডেইলি স্টার। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২২।