বিষয়বস্তুতে চলুন

সুলতান আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুলতান আহমেদ
২০১০ সালে আহমেদ
পর্যটন প্রতিমন্ত্রী, ভারত সরকার
নির্বাচনী এলাকাউলুবেড়িয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-06-06) ৬ জুন ১৯৫৩ (বয়স ৭১)
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীসাজদা আহমেদ
সন্তান২ পুত্র ও ২ কন্যা
বাসস্থানমাদার টেরিজা সরণি, কলকাতা
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়
জীবিকারাজনীতিবিদ
ব্যবসায়ী
ক্রীড়া প্রশাসক
ধর্মইসলাম

সুলতান আহমেদ ভারতের হলেন দ্বিতীয় মনমোহন সিংহ মন্ত্রিসভার পর্যটন প্রতিমন্ত্রী। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে পঞ্চদশ লোকসভায় নির্বাচিত।[]

৫৬-বছর-বয়সী সুলতান আহমেদ তৃণমূল কংগ্রেসে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। তিনি কংগ্রেসের টিকিটে দু'বার (১৯৮৭-৯১ ও ১৯৯৬-২০০১) এন্টালি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।[]

১৯৬৯ সালে মৌলানা আজাদ কলেজে সুলতান আহমেদ কংগ্রেসের ছাত্রশাখা ছাত্রপরিষদে যোগ দেন। ১৯৭৩ সালে তিনি যুব কংগ্রেসের সদস্য হন। ১৯৭৮-৮০ সময়কালে তিনি যুব কংগ্রেসের জেলা সম্পাদক ছিলেন। ১৯৯৭ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হয়। সুলতান আহমেদ ছিলেন এই নবগঠিত দলের অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য। তিনি আগে মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ছিলেন। মন্ত্রিত্বলাভের পর তিনি উক্ত দলের সভাপতি হন।[]

পাদটীকা

[সম্পাদনা]
  1. "Sultan Ahmed -Profile"। ৩০ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১ 
  2. "Thumbnail sketches of ministers of state"। new Kerala.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০ 
  3. "Md. Sp. posts"The Telegraph, 7 June 2009। ২০০৯-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০