বিষয়বস্তুতে চলুন

সুরমণ্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সুরমন্ডল থেকে পুনর্নির্দেশিত)
সুরমন্ডল নিয়ে পণ্ডিত যশরাজ
সুরমন্ডল নিয়ে পণ্ডিত শ্যাম সুন্দর গোস্বামী

সুরমণ্ডল হচ্ছে এক ধরনের ভারতীয় শুষিরযন্ত্র। এটি একটি অত্যন্ত প্রাচীন বাদ্যযন্ত্র । হিন্দুমুসলিম অনুষ্ঠানাদিতে এই যন্ত্রের ব্যবহার হয়ে আসছে মুঘল পূর্ব সময় হতে। এখনো এর ব্যবহার আছে তবে তা মূলত উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গতকারী যন্ত্র হিসেবে।

বাংলাদেশে সুরমণ্ডলের ব্যবহার দেখা যায় ফেরদৌসী রহমান ও ওস্তাদ আখতার সাদমনীর উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনায় সঙ্গতকারী যন্ত্র হিসেবে ।

তথ্যসূত্র

[সম্পাদনা]