বিষয়বস্তুতে চলুন

সীতামউ রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সীতামউ জেলা
सीतामऊ
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১৭০১–১৯৪৮
সীতামউ রাজ্যের পতাকা
পতাকা
সীতামউ রাজ্যের প্রতীক
প্রতীক

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত সীতামউ রাজ্যের অবস্থান (মান্দসৌরের নিকট)
রাজধানীসীতামউ
আয়তন 
• ১৯০১
৯০৬ বর্গকিলোমিটার (৩৫০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
২৩, ৮৬৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৭০১
১৯৪৮
উত্তরসূরী
ভারত

সীতামউ জেলা [] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি ২১ তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির মালব এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো। রাজ্যটির সদর ও প্রশাসনিক দপ্তর ছিল সীতামউ শহরে, যা বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের মান্দসৌর জেলায় অবস্থিত। রাজ্যটি মোট ৩৫০ বর্গমাইল ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিল এবং এটির বার্ষিক গড় রাজস্বের পরিমাণ ছিল ১,৩০,০০০ ভারতীয় মুদ্রা।[]

ইতিহাস

[সম্পাদনা]

রাজা কেশব দাস ১৭০১ খ্রিস্টাব্দে সীতামউ রাজ্যের পত্তন ঘটান৷ রাজ্যের রাজার সৈন্যবলে ছিলো ৪০ টি অশ্বারোহী বাহিনী, ১২৫ টি পদচালিত সেনা এবং ছয়টি বন্দুক ব্যবহারের অধিকার৷ []

শাসকবর্গ

[সম্পাদনা]

এই রাজ্যের শাসকগণ ছিলেন রৎলাম রাজ্যে প্রতিষ্ঠাতা রতন সিংয়ের উত্তরসূরী৷ তারা রতনাবত রাঠোর রাজপুত নামে পরিচিত ছিলেন৷[] ১৮৮৫ খ্রিস্টাব্দে তারা ব্রিটিশদের থেকে হিস হাইনেস উপাধি গ্রহণ করেন৷

  • ১৭০১ – ১৭৪৮ কেশব দাস
  • ১৭৪৮ – ১৭৫২ গজ সিং
  • ১৭৫২ – ১৮০২ ফতে সিং
  • ১৮০২ – ১৮৬৭ প্রথম রাজারাম সিং
  • ১৮৬৭ – ২৮ মে ১৮৮৫ ভবানী সিং
  • ৮ ডিসেম্বর ১৮৮৫ – ১৮৯৯ হিস হাইনেস বাহাদুর সিং
  • ১৮৯৯ – ৯ মে ১৯০০ হিস হাইনেস শার্দুল সিং
  • ১১ মে ১৯০০ – ১৫ আগস্ট ১৯৪৭ হিস হাইনেস দ্বিতীয় রাজারাম সিং (১১ ডিসেম্বর ১৯১১ স্যার দ্বিতীয় রাজারাম সিং)[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Imperial Gazetteer of India, v. 21, p. 240.
  2. Imperial Gazetteer of India, v. 23, p. 51.
  3. http://www.indianrajputs.com/view/sitamau
  4. "Indian Princely States K-Z"www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯