সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার
অবয়ব
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার হল বাংলা একাডেমি প্রদত্ত একটি পুরস্কার। সমকালীন বাংলা সাহিত্যের সাহিত্যসেবীদের বিশিষ্ট অবদান ও তাদের সৃষ্টিশীল প্রতিভার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি দেয়া হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯০ সাল থেকে বাংলা একাডেমি এই পুরস্কারটি প্রদান করছে। সা’দত আলি আখন্দ-এর পরিজন প্রদত্ত অর্থ দিয়ে বাংলা একাডেমি প্রতি বছর এই পুরস্কারের কার্যক্রম পরিচালনা করে। পুরস্কারের অর্থ হিসেবে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তগণ
[সম্পাদনা]- আবদুল হক (১৯৯০, পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান)[২]
- আবু হেনা মোস্তফা কামাল (১৯৯১, মরণোত্তর)[২]
- আহমদ ছফা (১৯৯২, পুরস্কার প্রত্যাখান করেন)[২]
- কাজী আবদুল মান্নান (১৯৯৩)[২]
- হাসান হাফিজুর রহমান (১৯৯৪, মরণোত্তর)[২]
- আরজ আলী মাতুব্বর (১৯৯৫, মরণোত্তর)[২]
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৯৬)[২]
- কায়েস আহমেদ (১৯৯৭, মরণোত্তর)[২]
- সনজীদা খাতুন (১৯৯৮)[২]
- সনৎকুমার সাহা (১৯৯৯)[২]
- মোতাহার হোসেন সূফী (২০০০)[২]
- হরিপদ দত্ত (২০০১)[২]
- মান্নান হীরা (২০০২)[২]
- রিজিয়া রহমান (২০০৩)[২]
- আবদুল হাফিজ (২০০৪)[২]
- শামসুল ইসলাম (২০০৫)[২]
- নয়ন রহমান (২০০৬)[২]
- আবদুল করিম (২০০৭)[২]
- সরদার ফজলুল করিম (২০০৮)[২]
- সানাউল হক খান (২০০৯)[২]
- মহাদেব সাহা (২০১০)[২]
- খোন্দকার সিরাজুল হক (২০১১)[২]
- জাহানারা নওশিন (২০১২)[২]
- কাজী রোজী (২০১৩)[২]
- ফজলুল আলম (২০১৪)[২]
- কায়সুল হক (২০১৫)[২]
- হোসেনউদ্দীন হোসেন (২০১৬)[৩]
- সাইফুদ্দীন চৌধুরী ও শফিউল আলম (২০১৭)[২]
- আবিদ আজাদ (২০১৮, মরণোত্তর)
- পাপড়ি রহমান (২০১৯)[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৭"। banglaacademy.org.bd। ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র "২. সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার"। banglaacademy.org.bd। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "বাংলা একাডেমির তিন সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা"। archive1.ittefaq.com.bd। ২০ ডিসেম্বর ২০১৬। ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "বাংলা একাডেমি পরিচালিত চার পুরস্কার পাচ্ছেন যাঁরা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।