সানওয়াপ্টা গিরিপথ
সানওয়াপ্টা গিরিপথ | |
---|---|
উচ্চতা | ২,০৩৫ মিটার (৬,৬৭৭ ফুট)[১] |
Traversed by | মহাসড়ক ৯৩ (আইসফিল্ড পার্কওয়ে) |
অবস্থান | ব্যানফ জাতীয় উদ্যান / জেসপার জাতীয় উদ্যান, আলবার্টা, কানাডা |
পর্বতশ্রেণী | কানাডীয় রকিজ |
স্থানাঙ্ক | ৫২°১২′৫০″ উত্তর ১১৭°০৯′৩৪″ পশ্চিম / ৫২.২১৩৮৯° উত্তর ১১৭.১৫৯৪৪° পশ্চিম |
সানওয়াপ্টা গিরিপথ কানাডার আলবার্টা প্রদেশের কানাডিয় রকি পর্বতমালার মাঝে অবস্থিত গিরিপথ। 'সানওয়াপ্টা' শব্দটি স্টোনি ইন্ডিয়ান জাতীগোষ্টির ভাষা হতে উদ্ভূত, যার অর্থ 'উত্তাল বা অশান্ত নদী'। শব্দটি সানওয়াপ্টা নদীর নামকরণে ব্যবহার করা হইয়েছিল।[২] নদীর নামানুসারে এই গিরিপিথের নামকরণ করা হয়।
অভিগম্যতা
[সম্পাদনা]গিরিপথটিকে ব্যানফ ও জেসপার জাতীয় উদ্যানের সীমানা নির্দেশ করে। 'আইসফিল্ডস পার্কওয়ে' নামে পরিচিত আলবার্টা মহাসড়ক ৯৩ গিরিপথটির মধ্যদিয়ে চলে গেছে।[৩] ব্যানফ জাতীয় উদ্যানের 'বো' চূড়ার পর গিরিপথটি আইসফিল্ডস পার্কওয়ে'র দ্বিতীয় সর্বোচ্চ উঁচু স্থান।[৩]
ভৌগোলিক গুরুত্ব
[সম্পাদনা]সানওয়াপ্টা গিরিপথ আথাবাস্কা পর্বত ও নাইজেল পর্বতের মধ্যে থাকা ফাঁকা স্থানের সর্বনিম্ন বিন্দু অবস্থিত।[৩] এটি আথাবাস্কা নদী ও উত্তর সাসক্যাচুয়ান নদীর জল নিষ্কাশন ব্যবস্থার বিভাজন করে। গিরিপথটি আথাবাস্কা নদীর জলবিভাজিকার উত্তর এবং উত্তর সাসক্যাচুয়ান নদীর জল বিভাজিকার দক্ষিণ সীমানা হিসেবে চিহ্নিত। এই গিরিপথের উত্তর দিকের পানি প্রবাহ ম্যাকেনজি নদী দিয়ে উত্তর মহাসাগরে মিশেছে, অন্যদিকে দক্ষিণের নদী গুলির পানি প্রেইরি অঞ্চল অতিক্রম করে সাসক্যাচুয়ান নদী এবং নেলসন নদী হয়ে হাডসন সাগর এবং আটলান্টিক মহাসাগরে গেছে।[৪]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Jasper National Park of Canada. Parks Canada. Retrieved 2012-05-26.
- ↑ Karamitsanis, Aphrodite (1991). Place Names of Alberta, Volume 1. Calgary: University of Calgary Press, pg. 240
- ↑ ক খ গ Map of Icefields Parkway ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে. Parks Canada. Retrieved 2012-05-26.
- ↑ Patton, Brian. Parkways of the Canadian Rockies. Summerthought Publishing, 2008, p. 94.