বিষয়বস্তুতে চলুন

শ্রীলঙ্কা জাতীয় মহিলা ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীলঙ্কা
দলের লোগো
অ্যাসোসিয়েশনশ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
সাব–কনফেডারেশনসাফ (দক্ষিণ এশিয়া)
প্রধান কোচChikashi Suzuki
ফিফা কোডSRI
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান১২৪ বৃদ্ধি(১৮ ডিসেম্বর ২০১৫)
সর্বোচ্চ১০৬ (মার্চ ২০১০)
সর্বনিম্ন১২৯ (সেপ্টেম্বর ২০১৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ভারত ৮–১ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
(ঢাকা, বাংলাদেশ; ২৯ জানুয়ারি ২০১০)
বৃহত্তম জয়
 শ্রীলঙ্কা ৪–০ ভুটান 
(কলম্বো, শ্রীলঙ্কা; ৭ সেপ্টেম্বর ২০১০)
বৃহত্তম পরাজয়
 মিয়ানমার ১৬–০ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
(মানডালে, মায়ানমার; ১১ মার্চ ২০১৫)

শ্রীলঙ্কা জাতীয় মহিলা ফুটবল দল আন্তর্জাতিক মহিলা ফুটবলে শ্রীলঙ্কার প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশন ফুটবল দল। দলটি শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন কর্তৃক নিয়ন্ত্রিত হয়।

২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কা মহিলা দল ফিফা মহিলা বিশ্বকাপ বা এএফসি মহিলা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দলটি সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের তিনটি আসর যথাক্রমে ২০১০, ২০১২ এবং ২০১৪ এ অংশগ্রহণ করলেও কোনবার চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে ২০১২ ও ২০১৪ সালে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।[][]

ইতিহাস

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:শ্রীলঙ্কায় ফুটবল