শাহবাজ নাদিম
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | শাহবাজ নাদিম | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | মোজাফফরপুর, বিহার, ভারত | ১৫ জুলাই ১৯৮৮||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | বাহাতি অর্থডক্স | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ২৯৬) | ১৯ অক্টোবার ২০১৯ বনাম দক্ষিণ আফ্রিকা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৪–বর্তমান | ঝাড়খণ্ড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১–২০১৮ | দিল্লি ক্যাপিটালস (জার্সি নং ৮৮) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৯–২০২০ | সানরাইজার্স হায়দ্রাবাদ (জার্সি নং ৮) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসিএন ক্রিকইনফো, ২৩ অক্টোবর ২০১৯ |
শাহবাজ নাদিম (জন্ম: ১২ আগস্ট ১৯৮৯)[১] একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি ধীর গতির বাহাতি অর্থডক্স বল করে থাকেন। তিনি ২০০৪ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।[২] তিনি বিহারের দলের হয়ে অনূর্ধ্ব-১৪ যুব ক্রিকেটে খেলেছেন এবং বর্তমানে ঝাড়খণ্ডের হয়ে খেলছেন। ২০১৯-২০২০ আইপিএলের মৌসুমে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ এর হয়ে প্রতিনিধিত্ব করছেন।[৩]
প্রথম শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]২০০৪ সালের ডিসেম্বরে কেরলের বিরুদ্ধে রঞ্জি গ্রুপ ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।
লিস্ট এ ক্রিকেট
[সম্পাদনা]রঞ্জি অভিষেকের পরের মাসে ২০০৫ সালের জানুয়ারিতে ওডিশার বিরুদ্ধে রঞ্জি একদিবসীয়তে পূর্বাঞ্চলীয় গ্রুপ ম্যাচে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে।
টি২০ ক্রিকেট
[সম্পাদনা]২০০৭ সালের এপ্রিলে ওডিশার বিরুদ্ধে আন্তঃরাজ্য টি২০ তে পূর্বাঞ্চলীয় গ্রুপ ম্যাচে টি২০ ক্রিকেটে অভিষেক ঘটে।
২০১১ সালের আইপিএল থেকে দিল্লি ডেয়ারডেভিলস সেট-আপে নিয়মিত, নাদিমকে প্লেয়িং ইলেভেনে নিয়মিত জায়গা পাওয়ার জন্য খ্যাতনামাদের সাথে লড়াই করতে হয়েছিল।
২০১২ আইপিএল
[সম্পাদনা]পাওয়ার প্লে তে মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন। রিচার্ড লেভিকে আউট করেন। নাদিম ম্যাচ সেরা হন। দিল্লি ৩ উইকেটে ম্যাচ জেতে।
ফিরতি লিগ ম্যাচে আবারও পাওয়ার প্লে তে মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন। আম্বতি রায়ডু ও কিরণ পোলার্ড এর উইকেট নেন। দিল্লি ৩৭ রানে ম্যাচ জেতে।
২০১৩ আইপিএল
[সম্পাদনা]কলকাতার বিরুদ্ধে ম্যাচে জ্যাক কালিস ও মনোজ তিওয়ারিকে আউট করেন।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে পার্থিব প্যাটেল ও ক্যামেরন হোয়াইটকে আউট করেন।
ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে মইসেস হেনরিকুইসকে আউট করেন।
২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরের তৃতীয় তথা শেষ ম্যাচে টেস্ট অভিষেক ঘটে। অশ্বিন - জাডেজার সাথে তৃতীয় স্পিনার হিসেবে মাঠে নামেন। স্পেলের চতুর্থ ওভারে টেম্বা বাভুমাকে আউট করে প্রথম শিকার অর্জন করেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সফরের প্রথম ম্যাচে টেস্ট অশ্বিনের সাথে সহ-স্পিনার হিসেবে মাঠে নামেন। ম্যাচে ভারতীয় স্পিনাররা তেমন সুবিধা করতে পারেননি। প্রায় ব্যক্তিগত স্পেলের ২৯ ওভার বল করার পর বেন স্টোকসকে আউট করে ব্যাটিং জুটি ভাঙেন । ম্যাচ ড্র হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Y. B. SARANGI (২ মে ২০১২)। "Surprise package"। The Hindu।
- ↑ "If a slot in the XI isn't empty, then you just wait for your chance - Shahbaz Nadeem"। ESPN Cricinfo। ২১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- ↑ "Shahbaz Nadeem - Delhi Daredevils player - IPLT20.com"। IPLT20। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে শাহবাজ নাদিম (ইংরেজি)