বিষয়বস্তুতে চলুন

শাস্তি (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাস্তি
পরিচালকচাষী নজরুল ইসলাম
প্রযোজকফরিদুর রেজা সাগর
ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম)
রচয়িতারবিন্দ্রনাথ ঠাকুর (সাহিত্য)
মমতাজ উদ্দিন আহমেদ
শ্রেষ্ঠাংশেইলিয়াস কাঞ্চন
চম্পা
রিয়াজ
পূর্ণিমা
শহিদুল আলম সাচ্চু
এটিএম শামসুজ্জামান
নাসরিন
সুরকারইমন সাহা
খন্দকার নুরুল আলম
চিত্রগ্রাহকমজিবুল হক ভুইয়া
সম্পাদকআতিকুর রহমান মল্লিক
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি২০০৪
স্থিতিকাল১৪৩ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

শাস্তি এটি ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[][] ছবিটি নিবেদন করেছে এইচ এস বি সি বাংলাদেশ।[] ছবিটি পরিচালনা করেছেন দেশবরেণ্য অভিনেতা ও উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসা সফল ছবির কাহিনীকার চাষী নজরুল ইসলাম। এবং এটি বাংলাদেশে রবিন্দ্রসাহিত্যের প্রথম অনুপম চলচ্চিত্রায়ন, দ্বিতীয়টি সুভা নির্মিত হয়েছে ২০০৬ সালে।[][]

রবিন্দ্রসাহিত্যে নির্মিত এই ছবিটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা,[] রিয়াজ, পূর্ণিমা , শহিদুল আলম সাচ্চু, এটিএম শামসুজ্জামান, নাসরিন সহ আরও অনেকে।

কাহিনী সংক্ষেপ

[সম্পাদনা]

“ছিদাম” (রিয়াজ) অনেক ভালবেসে রাতের আঁধারে পালিয়ে বিয়ে করে “চন্দরা”কে (পূর্ণিমা)। সকালে নিয়ে আসে বাড়িতে বড়দাদা “দুখিরাম” (ইলিয়াস কাঞ্চন) ও বৌদি “রাধা” (চম্পা) ওদের বরন করে নেয়। দুখিরাম ভীষণ ক্ষুধা পাগল সব কিছুর উর্ধে তার খাওয়া, তার একটি ছেলেও আছে। এবং ছেলেকে কোলে নেয়া নিয়ে মাঝে মধ্যেই দুই বউয়ের মধ্যে ঝগড়াঝাটি হতো। একদিন ছিদাম একজন লোকের কাছে জানতে পারে এই রাজ্যে মেয়েরা খুন করলে তার কোন বিচার হয়না। কিছুদিন পর দুখিরাম আর ছিদাম দুইভাই শোষক ও অত্যাচারী জমিদার বাড়িতে কাজ করতে গিয়ে জমিদারের প্রহারের শিকার হয়। দুখিরামের গায়ে জ্বর চলে আসে ক্ষুদায় কাঁপতে কাঁপতে বাড়িতে আসে, এসে দেখে দুই বউ ঝগড়া করে যে যার মতো গোমড়া মুখে বসে আছে। দুখিরাম ক্ষুদার জ্বালা সইতে পারে না তাই রাধাকে তাড়াতাড়ি ভাত দিতে বলে কিন্তু রাধা আগে ঝগড়ার বিচার চায় এবং বলে রান্না করিনি। দুখিরাম কয়েক বার খাবার চাওয়ার পর মাথা গরম হয়ে গেলে কাজ করে আসার সময় হাতে দাঁ ছিল রাগে কাঁপতে কাঁপতে রাধার গলায় কোপ বসিয়ে দেয়। মারা যায় রাধা জমিদার এসে দেখে ফেলে এমন সময় ছিদামের মনে পড়ে সেই কথা- এই রাজ্যে মেয়েরা খুন করলে তার কোন বিচার হয়না। ছিদাম সাথে সাথে বলে তুমি খুন করনি দাদা খুন করেছে চন্দরা বউ মরলে বউ পাব ভাই মরলে ভাই পাব না এবং চন্দরাকে খুনের দায় শিকার করার অনুরোধ করে বলে এই রাজ্যে মেয়েরা খুন করলে তার কোন বিচার হয়না তোর কিছু হবে না। চন্দরা মনে মনে ভাবে- যাকে এত ভালবেসে বাবা মায়ার ঘর ছেড়ে সবার অমতে বিয়ে করলাম সে যখন বলতে পারল বউ মরলে বউ পাব ভাই মরলে ভাই পাব না তাহলে আর কিসের জন্য বেচে থাকবো। আদালতে শুরু হয় বিচার কার্য দুখিরাম শীকার করে সে খুন করেছে, ছিদামও তাই কিন্তু চন্দরার শীকারোক্তিই বহাল থাকে এবং ফাঁসি হয় তার।

--আর নিজের ভালবাসার মানুষকে হারনোর মত বড় শাস্তি নিরবে বয়ে বেড়াতে হয় ছিদামকে সারা জীবন।

শ্রেষ্ঠাংশে

[সম্পাদনা]

সম্মাননা

[সম্পাদনা]

আন্তর্জাতিক সম্মাননা

[সম্পাদনা]

শাস্তি ছবিটি ২০০৬ সালে ৩য় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঢাকায়, একটি বিভাগে পুরস্কার লাভ করে।[]

  • বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্রঃ ইমপ্রস টেলিফিল্ম লিঃ ২০০৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

[সম্পাদনা]

শাস্তি ছবিটি ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর মোট দুটি বিভাগে পুরস্কার লাভ করে।[]

  • বিজয়ী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ইলিয়াস কাঞ্চন ২০০৪[]
  • বিজয়ী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী গুলশান আরা আখতার (চম্পা) ২০০৪

অন্যান্য সম্মাননা

[সম্পাদনা]

শাস্তি ছবিটি ২০০৪ সালে বিশেষ চলচ্চিত্র পুরস্কার এ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে পুরস্কার লাভ করে।[১০]

  • বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্রঃ ইমপ্রেস টেলিফিল্ম ২০০৪
  • বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতাঃ রিয়াজ ২০০৪
  • বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রীঃ পূর্ণিমা ২০০৪
  • বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকঃ ইমন সাহা ও খন্দকার নুরুল আলম ২০০৪

গোল্ডেন জুবিলী ফিল্ম অডিয়েন্স এ্যাওয়ার্ড

[সম্পাদনা]

শাস্তি ছবিটি ২০০৬ সালে গোল্ডেন জুবিলী ফিল্ম অডিয়েন্স এ্যাওয়ার্ড এর একটি বিভাগে পুরস্কার লাভ করে।[১১]

  • বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্রঃ ইমপ্রস টেলিফিল্ম লিঃ ২০০৫

সংগীত

[সম্পাদনা]

শাস্তি ছবির সঙ্গীত পরিচালনা করেন ইমন সাহা ও খন্দকার নুরুল আলম। তুই ছাড়া আমার চোখে পৃতিমিনাইমইরে ছেরে মইরেছে মইরেছে চোর মইরেছে গান দুটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। এছাড়াও ছবিতে কয়েকটি রবিন্দ্র সংগীত রয়েছে। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও রবিন্দ্র সংগীত এর দুই শিল্পী সাদি মোহাম্মদ এবং রেজওয়ানা চৌধুরী বন্যা[১২]

গানের তালিকা

[সম্পাদনা]
ট্র্যাক গান কণ্ঠশিল্পী নোট পর্দায়
তুই ছাড়া আমার চোখে পৃতিমিনাই সাবিনা ইয়াসমিনঅ্যান্ড্রু কিশোর রিয়াজপূর্ণিমা
মইরে ছেরে মইরেছে মইরেছে চোর মইরেছে সাবিনা ইয়াসমিন নাসরিন
ভালবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখ সাদি মোহাম্মদ রবীন্দ্রসংগীত
ভালবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখ সাদি মোহাম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা রবিন্দ্র সংগীত
আমার যাবার বেলায় পিছু ডাকে রেজওয়ানা চৌধুরী বন্যা রবিন্দ্র সংগীত পূর্ণিমা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Published:shopnervubon.com দেখুন বাংলা চলচ্চিত্র ‘শাস্তি’ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে accessed: 09 May, 2011
  2. Published: The Daily Star, 27 June, 2004 Tagore's Shasti goes on celluloid Culture, accessed: 05 May, 2011
  3. Published: The Daily Star, 21 January, 2005 Make healthy films Minister urges filmmakers Culture, accessed: 05 May, 2011
  4. Published: The Daily Star, 10 August, 2005 Tagore's short story on celluloid Shubha premiered at Balaka Karim Waheed: 05 May, 2011
  5. Published: The Daily Star, 8 February, 2008 Tagore in translation Sabbir Chowdhury on film adaptations of the maestro’s works Karim Waheed: 05 May, 2011
  6. Published: The Daily Star, 28 January, 2005 Films were clearly in her destiny In conversation with Champa Harun ur Rashid: 05 May, 2011
  7. Published: The Daily Star, 13 March, 2006 3 International Film Festival Bangladesh Award ceremony Ahlaam wins Best Film Award Cultural Correspondent: 09 May, 2011
  8. Published: The Daily Star, 30 August, 2008 Nat'l film awards for last four yrs announced Culture, accessed: 05 May, 2011
  9. Published: The Daily Star, 1 September, 2008 National Film Awards for the last fours years announced Arts & Entertainment: 05 May, 2011
  10. Published: The Daily Star, 5 March, 2006 Film Award '05 held amidst glitz and glamour Cultural Correspondent: 05 May, 2011
  11. Published: The Daily Star, 23 July, 2006 Golden Jubilee Film Audience Award '06 Celebrating excellence in Bangladeshi cinema Cultural Correspondent: 05 May, 2011
  12. Published: The Daily Star, 8 February, 2008 Bonya playbacks for Rituporno's upcoming film Cultural Correspondent: 05 May, 2011

বহিঃসংযোগ

[সম্পাদনা]