শামসুল হক (সাংবাদিক)
শামসুল হক | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মুহাম্মদ শামসুল হক ১৮ অক্টোবর ১৯৫৬ কাগজিপাড়া, পটিয়া, চট্টগ্রাম |
পিতামাতা | দুলামিয়া চৌধুরী (পিতা), উম্মে খায়ের (মাতা) |
পেশা | সাংবাদিক |
পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার -২০২২ |
শামসুল হক (জন্ম: ১৮ অক্টোবর ১৯৫৬) বাংলাদেশের একজন লেখক ও সাংবাদিক। তিনি ২০২২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পুরস্কার অর্জন করেন।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]শামসুল হক ১৮ অক্টোবর ১৯৫৬ সালে চট্টগ্রামের পটিয়ার কাগজিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত নুরুল হক ও মাতা নুর খাতুন।[৪][৫]
কর্মজীবন
[সম্পাদনা]শামসুল হকের সাংবাদিকতার শুরু ১৯৭৭ সালে অধুনালুপ্ত দৈনিক জমানা দিয়ে। দৈনিক প্রথম আলোর জন্মলগ্নে ১৯৯৮ সালে যুক্ত হয়ে ১৫ বছর দায়িত্ব পালন করে সিনিয়র সাব এডিটর পদ থেকে পদত্যাগ করেন।[৪][৫]
তিনি ২০১৪ সাল থেকে ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, মুক্তিযুদ্ধ অনুসন্ধান, গবেষণা ও প্রকাশকেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সহায়ক হিসেবে প্রকাশিত ইতিহাস আশ্রয়ী পত্রিকা ‘ইতিহাসের খসড়া’র সম্পাদক ও প্রকাশক।[৪][৫]
তিনি ১৯৭৭-১৯৭৯ সালে চট্টগ্রামের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোক্তা-সংগঠক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সহসভাপতি ছিলেন।[৪][৫]
১৯৮০-১৯৮২ সালে তিনি চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
বর্তমানে তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্ৰীয় কমিটির সহসভাপতি, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এবং খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির উপদেষ্টা।[৪][৫]
গ্রন্থ
[সম্পাদনা]শামসুল হকের প্রকাশিত গ্রন্থ ১৩টির মধ্যে উল্লেখযোগ্য:-
- স্বাধীনতার বিপ্লবী অধ্যায়-বঙ্গবন্ধু ও অন্যান্য-৪৭-৭১ (২০১৬)[৫]
- স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু: প্রামান্য দলিল, (১৯৯৬) [৬]
- বৃহত্তর চট্টগ্রামে অসহয়োগ আন্দোলনের রক্তঝরা দিনগুলি[৪]
- স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি ও বেতার ঘোষণার ইতিবৃত্ত, (১৯৯৯)
- চোখে দেখা ৭১, (২০০৫);
- স্বাধীনতার সশস্ত্র প্রস্তুতি : আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি (২০০৯)
- খ্যাতিমানদের নানা রঙের দিনগুলি (২০১১)
- স্বাধীনতার সশস্ত্র প্রস্তুতি ও বঙ্গবন্ধু -আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি (২০১৮)
- প্রত্যক্ষদর্শীর চোখে দেখা ৭১ (২০১৮);
- চট্টগ্রামে বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গীরা, (২০২০);
- একাত্তরের শোকগাথা, (২০২০);
- যুক্তি তথ্য-প্রমাণ প্রেক্ষাপট: বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, (২০২০)
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- বাংলা একাডেমী পুরস্কার –২০২২
- একুশে সাহিত্য পুরস্কার –২০১৮
- লেখক-সাংবাদিক পুরস্কার চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত বই প্রতিযোগিতা –২০১৭
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শামসুল হকের বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তিতে সিইউজের অভিনন্দন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৫ জানুয়ারি ২০২৩। ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৪।
- ↑ "বাংলা একাডেমি ২০২২ পুরস্কার পেলেন যারা"। দৈনিক জনকণ্ঠ। ২৫ জানুয়ারি ২০২৩। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩।
- ↑ এম আর লিটন (১৩ ফেব্রুয়ারি ২০২৩)। "বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা"। দৈনিক বাংলাদেশের বুলেটিন। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩।
- ↑ ক খ গ ঘ ঙ চ লেখকঃ মুহাম্মদ শামসুল হক। বৃহত্তর চট্টগ্রামে অসহয়োগ আন্দোলনের রক্তঝরা দিনগুলি। ভোরের কাগজ প্রকাশন। আইএসবিএন 978-984-97516-6-3।
- ↑ ক খ গ ঘ ঙ চ মুহাম্মদ শামসুল হক (২০১৬)। স্বাধীনতার বিপ্লবী অধ্যায় বঙ্গবন্ধু ও অন্যান্য ৪৭-৭১। বাংলাদেশ: ইতিহাসের খসড়া। পৃষ্ঠা ২৫৬। আইএসবিএন 9789849210306।
- ↑ মুহাম্মদ শামসুল হক (২০১৯)। স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু: প্রামান্য দলিল। বাংলাদেশ: আগামী প্রকাশনী। পৃষ্ঠা ৫৪। আইএসবিএন 9789840423231।