বিষয়বস্তুতে চলুন

শাইগার জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাইগার
Shigar

Shegaar
জেলা
শাইগার
গিলগিত-বালতিস্তানের শাইগার ও অন্যান্য জেলাকে মানচিত্রে প্রদর্শন করা হয়েছে
গিলগিত-বালতিস্তানের শাইগার ও অন্যান্য জেলাকে মানচিত্রে প্রদর্শন করা হয়েছে
স্থানাঙ্ক: ৩৫°২৬′ উত্তর ৭৫°৪৪′ পূর্ব / ৩৫.৪৩৩° উত্তর ৭৫.৭৩৩° পূর্ব / 35.433; 75.733
দেশপাকিস্তান
প্রদেশগিলগিত-বালতিস্তান
সদরদপ্তরশাইগার
আয়তন
 • মোট৮,৫০০ বর্গকিমি (৩,৩০০ বর্গমাইল)
জনসংখ্যা
 • আনুমানিক (১৯৯৮)১,০৯,০০০
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি ৫)

শাইগার জেলা, গিলগিত বালিস্তান প্রদেশের একটি রাজনৈতিক উপ-বিভাগ। এটি বালিস্তানের অংশ এবং বর্তমানে পাকিস্তানের গিলগিত-বালিস্তান অঞ্চলের ১০টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণে ও দক্ষিণ-পশ্চিমে স্কার্দু জেলা, পূর্বে ঘাঞ্চি জেলা, উত্তরে জিনজিয়াং (চীন), উত্তর-পশ্চিমে হুনজা নগর ও গিলগিত জেলা অবস্থিত। ২০১৫ সালে এই জেলা গঠন করা হয়েছিল, যদিও এর আগে এটি স্কার্দু জেলার অংশ ছিল।[].

শাইগার শহর হচ্ছে শাইগার জেলার রাজধানী শহর। শাইগার শহর থেকে প্রায় ৩০ কিমি দুরত্বে শাইগার শহর অবস্থান করছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শিখর কে -২ শাইগার অঞ্চলে অবস্থিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Dividing governance: Three new districts notified in G-B - The Express Tribune"The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৭-২৬। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১৫