বিষয়বস্তুতে চলুন

লিসোভা পিসনিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিসোভা পিসনিয়া
লেখকলেসিয়া উক্রাইঙ্কা
ধরনফেরিয়ে
প্রকাশকসাহিত্য-বৈজ্ঞানিক বুলেটিন
প্রকাশনার তারিখ
১৯১২

লিসোভা পিসনিয়া (ইউক্রেনীয়: Лісова пісня) একটি তিন অঙ্কের কবিতা। এই কবিতাটি লেসিয়া উক্রাইঙ্কার লেখা। এটি একটি কাব্যনাট্য। এই কাব্যনাট্যটি ১৯১১ সালে জর্জিয়ার কুটাইসি শহরে রচিত হয়েছিল। ১৯১৮ সালের ২২ নভেম্বর এই কাব্যনাট্যটি সর্বপ্রথম কিভ ড্রামা থিয়েটারে মঞ্চস্থ হয়। এই লেখাটি ইউক্রেনীয় সাহিত্যের প্রথমদিকের রূপকথা লেখাগুলির মধ্যে একটি।[]

অভিযোজন

[সম্পাদনা]
  • "লিসোভা পিসনিয়া" ইউক্রেনীয় সুরকার মাইখাইলো স্কোরুলস্কাইয়ের একটি ব্যালে যা ১৯৩৬ সালে তৈরি হয়েছিল। এটি প্রথম মঞ্চস্থ হয়েছিল ১৯৪৬ সালে ইউক্রেনের রাজধানী কিয়েভে।
  • "লিসোভা পিসনিয়া" ইউক্রেনীয় সুরকার ভিতালিয়া কিরিকো (১৯৫৭)-এর একটি অপেরা এবং কিয়েভ কনজারভেটরির অপেরা স্ট‌ুডিও।
  • "লিসোভা পিসনিয়া" আবার সুরকার হারমান ঝুকভস্কির একটি ব্যালে যা তৎকালীন রাশিয়ার (১৯৬১) বোলশোই থিয়েটারে পরিবেশিত হয়েছিল।
  • "লিসোভা পিসনিয়া" ইউক্রেনীয় সুরকার মাইরোস্লাভ ভলেন্সস্কির একটি অপেরা যা ছোট উৎসবে দেখা গিয়েছিল।[]
  • "দ্য ফরেস্ট সং" একটি মার্কিন ভিডিও গেম।

তথ্যসূত্র

[সম্পাদনা]