বিষয়বস্তুতে চলুন

লিডিয়া ফোরসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিডিয়া ফোরসন
জন্ম২৪ অক্টোবর ১৯৮৪ (1984-10-24) (বয়স ৪০)
শিক্ষাঘানা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী, লেখক ও প্রযোজক
কর্মজীবন২০০৫–বর্তমান
পুরস্কার
  • আফ্রিকা মুভি একাডেমী পুরস্কার
  • ঘানা মুভি পুরস্কার ২০১২
  • ২০১৮ আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস পুরস্কার

লিডিয়া ফোরসন (জন্ম ২৪ অক্টোবর ১৯৮৪) একজন ঘানায়ীয় অভিনেত্রী, লেখক এবং প্রযোজক। ২০১০ সালে তিনি প্রধান ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য আফ্রিকা মুভি একাডেমি পুরস্কার জিতেছিলেন।

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

ফোরসন ১৯৮৪ সালের ২৪ অক্টোবর [] ঘানার মানকেসিমে জন্মগ্রহণ করেন। [] তিনি কেনটাকির উইলমোর এলিমেন্টারি স্কুলে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন। নয় বছর বয়সে, তার পরিবার ঘানায় ফিরে আসে, যেখানে তিনি আকোসোম্বো ইন্টারন্যাশনাল স্কুলে তার শিক্ষা চালিয়ে যান। তিনি সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়, কুমাসিতেও পড়াশোনা করেছেন, যেখানে তিনি তার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করেছেন।

ফোরসন ঘানা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও তথ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। []

কর্মজীবন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Lydia Forson Launches Website And Celebrates Birthday Online"PeaceFM। ২৪ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৩ 
  2. "Lydia Forson"irokotv। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২০ 
  3. Obiorah, Chuka (২০১৪-০৫-০৩)। "Lydia Forson: 10 Lesser Known Facts about Her"BuzzGhana। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]