লিডিং ইউনিভার্সিটি
নীতিবাক্য | নেতৃত্বের অঙ্গীকার |
---|---|
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০১ |
ইআইআইএন | ১৩৬৬৫২ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | পদ শূন্য |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১০০ |
শিক্ষার্থী | ৩০০০ |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | শহুরে |
পোশাকের রঙ | লাল এবং সবুজ |
সংক্ষিপ্ত নাম | LU |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | lus.ac.bd |
লিডিং ইউনিভার্সিটি ২০০১ সালে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২[১] এর অধীনে বাংলাদেশের সিলেট প্রতিষ্ঠিত হয়। এটি সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি এর স্থায়ী ক্যাম্পাস রাগিব নগর,দক্ষিণ সুরমা,সিলেট এলাকায় স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানেই বিশ্ববিদ্যালয়টির সমস্ত কার্যক্রম চলছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]ড. রাগীব আলী ১৯৯৬ সালের ২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব প্রেরণ করেন। এ প্রস্তাব সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয় ২০০১ সালের ২ আগস্ট লিডিং ইউনিভার্সিটি স্থাপনের চূড়ান্ত অনুমোদন প্রদান করে। পরে ২০০২ সালের ৪ মার্চ লিডিং ইউনিভার্সিটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় এবং ওই দিন থেকেই ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার চালু করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রণীত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর অধীনে লিডিং ইউনিভার্সিটি অনুমতি অর্জন করেছে।
উপাচার্যগণ
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (আগস্ট ২০২১) |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ লিডিং ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- মো. কামরুজ্জামান চৌধুরী[৩]
- কাজী আজিজুল মাওলা (২০২১ - ২০২৪)[৪]
প্রোগ্রামসমূহ
[সম্পাদনা]লিডিং ইউনিভার্সিটি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ব্যবসা-প্রশাসন, আধুনিক বিজ্ঞান, মানবিক ও আধুনিক ভাষা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নিম্নলিখিত প্রোগ্রামসমূহ পরিচালনা করে থাকে।
ব্যবসায় প্রশাসন অনুষদ :
- বিবিএ
- স্নাতক (সম্মান), ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
- এমবিএ
- এক্সিকিউটিভ এমবিএ
আধুনিক বিজ্ঞান অনুষদ :
- স্নাতক (সম্মান), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
- স্নাতক (সম্মান), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
- বিএসই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
- স্নাতক (সম্মান), আর্কিটেকচার
- স্নাতকোত্তর, মাস্টার্স অব পাবলিক হেলথ
মানবিক ও আধুনিক ভাষা অনুষদ :
- স্নাতক (সম্মান), ইংরেজি
- স্নাতকোত্তর, ইংরেজি
- স্নাতক (সম্মান), বাংলা
সামাজিক বিজ্ঞান অনুষদ :
- স্নাতক (সম্মান), আইন
- স্নাতকোত্তর, আইন
- স্নাতক (সম্মান), ইসলামিক স্টাডিস
- স্নাতকোত্তর, ইসলামিক স্টাডিস
আরও দেখুন
[সম্পাদনা]উৎস
[সম্পাদনা]- ↑ "Private University Act, 1992"। ২৫ এপ্রিল ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৪।
- ↑ "লিডিং ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট"। লিডিং ইউনিভার্সিটি। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৪।
- ↑ "বিশ্ববিদ্যালয় র্যাংকিং ঢাকার বাইরে প্রথম লিডিং ইউনিভার্সিটি"। সিলেট সমাচার। ২৩ জানুয়ারি ২০১৯। ২১ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২১।
- ↑ "ভিসি ড. আজিজুল মাওলাকে বরণ লিডিং ইউনিভার্সিটির"। দ্যা ডেইলি ক্যাম্পাস। ৩১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২১।