বিষয়বস্তুতে চলুন

লিঙ্গের যুদ্ধ (টেনিস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লিঙ্গের যুদ্ধ থেকে পুনর্নির্দেশিত)
১ম লিঙ্গের যুদ্ধ ম্যাচ
মার্গারেট কোর্ট বনাম ববি রিগস্‌
সেট
মার্গারেট কোর্ট
ববি রিগস্‌
তারিখমে ১৩, ১৯৭৩
অবস্থানরামোনা, ক্যালিফোর্নিয়া
২য় লিঙ্গের যুদ্ধ ম্যাচ
বিলি জিন কিং বনাম ববি রিগস্‌
সেট
বিলি জিন কিং
ববি রিগস্‌
তারিখসেপ্টেম্বর ২০, ১৯৭৩
অবস্থানহিউস্টন, টেক্সাস
৩য় লিঙ্গের যুদ্ধ ম্যাচ
মার্টিনা নাভ্রাতিলোভা বনাম জিমি কনর্স
সেট
মার্টিনা নাভ্রাতিলোভা
জিমি কনর্স
তারিখসেপ্টেম্বর ১৯৯২
অবস্থানলস ভেগাস, নেভাদা

লিঙ্গের যুদ্ধ (ইংরেজি: The Battle of the Sexes) টেনিস খেলায় আয়োজিত একটি জনপ্রিয় দ্বৈরথ, যেখানে একজন নারী খেলোয়াড় একজন পুরুষ খেলোয়াড়ের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশ নেন। বিশ্বে এখন পর্যন্ত (২০১২) এরূপ ৩টি প্রধান ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এছাড়াও ৩টি অপ্রধান ম্যাচের আয়োজন করা হয়েছে।

বিল্লি জিন কিং এবং ববি রিগস, ১৯৭৩ সাল।

১ম লিঙ্গের যুদ্ধ ম্যাচ

[সম্পাদনা]

মার্গারেট কোর্ট বনাম ববি রিগস্‌; যাতে ববি রিগস্‌ ৬-২, ৬-১ সেটে জয়ী হন।[]

২য় লিঙ্গের যুদ্ধ ম্যাচ

[সম্পাদনা]

বিলি জিন কিং বনাম ববি রিগস্‌; যাতে বিলি জিন ৬-৪, ৬-৩, ৬-৩ সেটে জয়ী হন।

৩য় লিঙ্গের যুদ্ধ ম্যাচ

[সম্পাদনা]

মার্টিনা নাভ্রাতিলোভা বনাম জিমি কনর্স; জিমি কনর্স ৭-৫, ৬-২ সেটে জয়ী হন।[]

অপ্রধান ম্যাচগুলো

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Kirkpatrick, Curry (মে ২১, ১৯৭৩)। "Mother's Day Ms. Match"Sports Illustrated। পৃষ্ঠা 35–37। 
  2. JimAsian1। "1992 Tennis Jimmy Connors Martina Navratilova B"। YouTube। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০