রেলিডি
রেলিডি সময়গত পরিসীমা: টেমপ্লেট:Geo range | |
---|---|
বেগুনি কালেম, Porphyrio porphyrio | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
উপশ্রেণী: | Neornithes |
অধঃশ্রেণী: | Neognathae |
মহাবর্গ: | Neoaves |
বর্গ: | Gruiformes |
উপবর্গ: | Ralli |
পরিবার: | Rallidae ভিগর্স, ১৮২৫ |
গণ | |
প্রায় ৪০টি গণ, নিবন্ধ দেখুন |
রেলিডি (Rallidae) ছোট ও মাঝারি আকারের একদল পাখির একটি গোত্র। এ গোত্রে যথেষ্ট পরিমাণ বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন প্রজাতির ঝিল্লি, কুট, পানমুরগি, কালেম ইত্যাদি এ গোত্রের অন্তর্গত। এ সকল প্রজাতি সাধারণত জলাভূমি ও জলজ প্রতিবেশে বসবাস করে। পৃথিবীর কেবলমাত্র শুষ্ক মরুভূমি, মেরু অঞ্চল ও পার্বত্য এলাকা ছাড়া স্থলভূমির সর্বত্রই এসব প্রজাতি দেখা যায়। অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই এদের দেখা যায়। কয়েক প্রজাতির ঝিল্লির বিস্তৃতি কেবল দ্বীপসমূহে সীমাবদ্ধ (যেমন- গুয়াম ঝিল্লি)। জলাভূমির আশেপাশে ঘন ঝোপঝাড় এদের প্রিয় এলাকা।[১]
এদের প্রায়ই জলাভূমির ধারে কাদা, জলজ উদ্ভিদ ও তৃণভূমিতে চরে বেড়াতে দেখা যায়। তবে কিছু প্রজাতি পানিতে ভেসে ঘুরে বেড়ায়। রেলিডি গোত্রের অধিকাংশ প্রজাতির খাটো, গোলাকৃতির ছড়ানো ডানা রয়েছে। তবে কিছু প্রজাতির পাখি উড়তে সম্পূর্ণ অক্ষম। বিপদ দেখলে এরা উড়ে না গিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। শত্রু খুব কাছে চলে আসলে তবে উড়াল দেয়।[২] কয়েকটি প্রজাতি স্বভাবে পরিযায়ী। এদের দৃষ্টিগ্রাহ্য ঠোঁট থাকে। ঠোঁটের বর্ণ সাধারণত দেহের রঙের তুলনায় উজ্জ্বল হয়। পা মজবুত ও লম্বা এবং জলকাদায় চলাচলের উপযোগী। তবে কিছু প্রজাতির পা খাটো। এরা সবাই খুব ভাল সাঁতারু।
গণসমূহ
[সম্পাদনা]- Himantornis - এনকুলেঙ্গু ঝিল্লি
- Sarothrura - ফ্লাফটেইল (৯টি প্রজাতি)
- Canirallus (৩টি প্রজাতি)
- Coturnicops (৩টি প্রজাতি)
- Micropygia - Ocellated Crake
- Rallina - বনঝিল্লি (৮টি প্রজাতি)
- Anurolimnas (৩টি প্রজাতি)
- Atlantisia - Inaccessible Island Rail
- Laterallus (১০টি প্রজাতি)
- Nesoclopeus (১টি প্রজাতি, অতি সম্প্রতি আরেকটি প্রজাতি বিলুপ্ত হয়েছে)
- Gallirallus - অস্ট্রো-প্রশান্তমহাসাগরীয় ঝিল্লি (Tricholimnas সহ; ১১-১২টি প্রজাতি, অতি সম্প্রতি ৩-৫টি প্রজাতি বিলুপ্ত)
- Rallus - সাধারণ ঝিল্লি (প্রায় ৯টি প্রজাতি)
- Lewinia (৩টি প্রজাতি; অনেকসময় Rallus গণের অন্তর্ভুক্ত মনে করা হয়)
- Dryolimnas (১টি প্রজাতি, অতি সম্প্রতি আরেকটি প্রজাতি বিলুপ্ত হয়েছে)
- Crecopsis - আফ্রিকান গুরগুরি (sometimes in Crex)
- Crex - ভুট্টা গুরগুরি
- Rougetius - রজেটের ঝিল্লি
- Aramidopsis - নাকডাকা ঝিল্লি
- Aramides - কাঠঝিল্লি (৮-৯টি প্রজাতি, সম্ভবত ১টি প্রজাতি বিলুপ্ত)
- Amaurolimnas - ইউনিফর্ম গুরগুরি
- Gymnocrex (৩টি প্রজাতি)
- Amaurornis - ঝাড়মুরগি (৯টি প্রজাতি)
- Porzana - সাধারণ গুরগুরি (১৩টি প্রজাতি, ৪-৫টি প্রজাতি সম্প্রতি বিলুপ্ত)
- Aenigmatolimnas - দাগি ঝিল্লি
- Cyanolimnas - জাপাতা ঝিল্লি
- Neocrex (২টি প্রজাতি)
- Pardirallus (৩টি প্রজাতি)
- Eulabeornis - খয়েরি ঝিল্লি
- Habroptila - অদৃশ্য ঝিল্লি
- Megacrex - নিউ গিনি গুরগুরি
- Gallicrex - কোড়া
- Porphyrio - কালেম (Notornis ও Porphyrula সহ; ৬টি প্রজাতি, ২-৫টি প্রজাতি সম্প্রতি বিলুপ্ত)
- Gallinula - সাধারণ পানমুরগি (Edithornis ও Pareudiastes সহ; ৭-৯টি প্রজাতি, ১-৩টি প্রজাতি সম্প্রতি বিলুপ্ত)
- Fulica - কুট (প্রায় ১০টি প্রজাতি, সম্প্রতি ১টি বিলুপ্ত)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Horsfall, Joseph A. & Robinson, Robert (2003): Rails. In: Perrins, Christopher (ed.): Firefly Encyclopedia of Birds. Firefly Books. pp. 206-207
- ↑ Nicole Bouglouan। "RALLIDAE FAMILY: Coots, Moorhens, Crakes, Rails and Swamphens"। oiseaux-birds.com। ২ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৩।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |