রেডিসন ব্লু হোটেল, চট্টগ্রাম
রেডিসন ব্লু, চট্টগ্রাম | |
---|---|
বিকল্প নাম | রেডিসন ব্লু, চিটাগাং ভিউ |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | সক্রিয় |
ধরন | বিলাসবহুল হোটেল (পাঁচ তারকা হোটেল) |
অবস্থান | লালখান বাজার |
ঠিকানা | শহিদ সাইফুদ্দিন খালেদ সড়ক |
শহর | চট্টগ্রাম |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২২°২০′৫১″ উত্তর ৯১°৪৯′২৩″ পূর্ব / ২২.৩৪৭৫৭১১° উত্তর ৯১.৮২৩০০৪° পূর্ব |
অন্যান্য তথ্য | |
কক্ষসংখ্যা | ২৫৮ |
পার্কিং | হ্যাঁ |
Website | |
www |
রেডিসন ব্লু চট্টগ্রাম (রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ নামেও পরিচিত) বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম পাঁচ তারকা হোটেল। এটি রেডিসন ব্লু ব্র্যান্ডের একটি হোটেল, যে ব্র্যান্ডটির মালিক রেডিসন হোটেল গ্রুপ। এটি চট্টগ্রামের প্রথম এবং বাংলাদেশের দ্বিতীয় পাঁচতারা হোটেল।
ইতিহাস
[সম্পাদনা]২০১৫ সালের ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিন এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। হোটেলটি তৈরি করতে সময় লেগেছে সাড়ে তিন বছর। রেডিসন হোটেল গ্রুপ (পূর্বে কার্লসন রেজিডর হোটেল গ্রুপ হিসাবে পরিচিত) এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড এটি নির্মাণ করে।[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চে হোটেলটির উদ্বোধন করেন।
সুবিধা
[সম্পাদনা]সর্বমোট ৪.১৮ একর স্থানে এই হোটেল নির্মাণ করা হয়েছে। এখানে ২১০০ বর্গ মিটারের একটি বলরুম রয়েছে যা অফিসিয়াল সভাসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি এতে একটি মেজবান হল রয়েছে। এতে ২৪১ টি কক্ষের পাশাপাশি ১৩টি জুনিয়র স্যুট ও ৪টি এক্সক্লুসিভ স্যুট রয়েছে।[২]
- অন্যান্য সুবিধা
- সুইমিংপুল
- ড্রিনক বার
- রেস্তোরা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রেডিসন ব্লুর উদ্ভোধন"। ১৫ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৬।
- ↑ "হোটেলের বিস্তারিত অবস্থান"। ১৫ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৬।