বিষয়বস্তুতে চলুন

রেজাউল হক সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডভোকেট
রেজাউল হক সরকার
রংপুর-৯ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – ১২ ফেব্রুয়ারি ১৯৮২
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ রেজাউল হক সরকার রানা
রংপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ডাকনামরানা

রেজাউল হক সরকার রানা বাংলাদেশের রংপুর জেলার রাজনীতিবিদ ও আইনজীবী যিনি তৎকালীন রংপুর-৯ আসনের সংসদ সদস্য ছিলেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

রেজাউল হক সরকার রংপুর জেলার কেরানী পাড়ায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

রেজাউল হক সরকার আইনজীবী ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন রংপুর-৯ (বর্তমান রংপুর-৩) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

তিনি ১৯৮৩ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ছিলেন রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি। ১৯৬০ থেকে ১৯৬৩ মেয়াদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সংসদের নির্বাচিত সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে তিনি রংপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তিনি রংপুর-৩ আসন থেকে পরাজিত হয়েছিলেন।

তিনি মৃত্যুবরণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. রংপুর ব্যুরো, মাহবুব রহমান (১৬ আগস্ট ২০১৯)। "রংপুর-৩ আসন: ডজনের বেশি নেতা চান আ'লীগের মনোনয়ন"দৈনিক যুগান্তর। ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২০