রুনা খান
রুনা খান | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
উচ্চতা | ৫ ফিট ৪ ইঞ্চি |
দাম্পত্য সঙ্গী | এষণ ওয়াহিদ |
সন্তান | রাজেশ্বরী (কন্যা) |
পিতা-মাতা |
|
পুরস্কার | নিচে দেখুন |
রুনা খান হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি হালদা (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি গহীন বালুচর (২০১৭) ও ছিটকিনি (২০১৭) ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রুনা খান ১৯৮৩ সালের ১১ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরে জন্মগ্রহণ করেন। শৈশব কাটে টাঙ্গাইলের সখিপুর শহরে। ১৯৯৮ সালে তিনি ঢাকা আসেন। তার পিতা ফরহাদ খান ছিলেন একজন সরকারি চাকুরিজীবী। মা আনোয়ারা খান। তিনি তার পিতামাতার জ্যেষ্ঠ সন্তান।[২] তার স্বামীর নাম এষণ ওয়াহিদ। তাদের একমাত্র কন্যার নাম রাজেশ্বরী। তিনি টাঙ্গাইলের একটি স্কুল থেকে মাধ্যমিক, ঢাকার বদোরুন্নেছা সরকারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ইডেন কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে কর্মী হিসেবে যোগ দেন। ২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ১২৩ সিসিমপুর এর মধ্যদিয়ে তার পেশাগত অভিনয় জীবনের শুরু। ২০১৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাম গোত্রহীন মঞ্চনাটকের মঞ্চায়নে তিনি অপি করিমের স্থলাভিষিক্ত হন। পাকিস্তানি লেখক সাদাত হাসান মান্টোর তিনটি ছোটগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও নির্দেশনা দিয়েছেন ঊষা গাঙ্গুলী। এছাড়া তিনি আসাদুজ্জামান নূর নির্দেশিত নাগরিক নাট্য সম্প্রদায়ের দেওয়ান গাজীর কিসসা মঞ্চনাটকে অভিনয় করেন।[৩]
সারা যাকের এর নির্দেশনায় স্মৃতি সত্তা ভবিষ্যৎ নাটকে অভিনয় করেন।
রুনা খান হুমায়ুন ফরিদী নির্দেশিত ছায়াবিথী,গোলাম সোহরাব দোদুল নির্দেশিত মামাভাগ্নে,সংসার,সাতকাহন আলভী আহমেদ নির্দেশিত আড্ডা, দিপংকর দীপন এর মায়ের দোয়া পরিবহন,মেটামরফসিস সোহেল আরমান নির্দেশিত জলরঙ,মাতিয়া বানু শুকু নির্দেশিত একটা কিনলে একটা ফ্রী, মাসুদ সেজান এর লংমার্চ, আবু হায়াৎ মাহমুদ নির্দেশিত বৃষ্টিদের বাড়ি, রায়হান খানের প্রেসিডেন্ট সিরাজ-উদ-দৌলা, মাহফুজ আহমেদ এর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,মাগো তোমার জন্য, মোস্তফা কামাল রাজ এর ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকগুলোতে অভিনয় করেন।[৪][৫]
দেয়াল আলমারী,অভিনেতা,দি বস,বাফার জোন,বোধ,স্বর্ণমানব,বড়মেয়ে,যদিও সন্ধ্যা,পথের প্রান্তে,বহিরাগত,বৌভাগ,বাবার ঘর,মাটিবর্তী,খোঁড়া ঘোড়া,বাহাদুর ডাক্তার,টিনের চশমা,অবাক যোগসুত্র তার প্রশংসিত একক নাটক।
তিনি আশফাক নিপুন এর ওয়েব ফিল্ম কষ্টনীড়,গৌতম কৈরির ওয়েবফিল্ম আন্তঃনগর, আবু হায়াত মাহমুদ এর ওয়েবফিল্ম মার্ডার ৯০’স, অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ বোধ এ অভিনয় করেন।
এছাড়া তিনি গ্রামীনফোন,ডাচ্ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, স্কয়ার টয়লেট্রিজ গ্রুপ,রাঁধুনী এবং বিএসআরএম স্টিল এর বিজ্ঞাপনচিত্রে মডেল হন।
তিনি বদরুল আনাম সৌদ পরিচালিত গহীন বালুচর (২০১৬) চলচ্চিত্রে শামীমা চরিত্রে অভিনয় করেন।[৬] তিনি ২০১৭ সালে আহত পাখির গান টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র)বিভাগে আরটিভি স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন।[৭][৮] এছাড়া একই বছর তৌকীর আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্রে তাকে জাহিদ হাসান অভিনীত চরিত্রের বড় বউ জুঁই চরিত্রে দেখা যায়।[৯] এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।[১০][১১] ২০১৮ সালে তিনি সাজেদুল আউয়াল পরিচালিত ছিটিকিনি ছবিতে কেন্দ্রীয় ময়মুনা চরিত্রে অভিনয় করেন।[১২] ছবিটি ১৬শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। খান ২০তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন।[১৩]
তিনি মৃত্তিকা গুণ এর কালো মেঘের ভেলা চলচ্চিত্রে কেন্দ্রীয় নারী চরিত্র রোজীর রুপদান করেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]রুনা খানের স্বামী এষণ ওয়াহিদ এবং তাদের একমাত্র কন্যা রাজেশ্বরী।[১৪]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১৬ | গহীন বালুচর | শামীমা | বদরুল আনাম সৌদ | |
২০১৭ | হালদা | জুঁই | তৌকীর আহমেদ | |
ছিটকিনি | ময়মুনা | সাজেদুল আউয়াল | ||
২০১৯ | কালো মেঘের ভেলা | দুখুর মা | মৃত্তিকা গুণ | |
২০১৯ | সাপলুডু | সালমা বেগম | গোলাম সোহরাব দোদুল | |
২০২৩ | একটি না বলা গল্প | ময়মুনা | পঙ্কজ পালিত |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]পুরস্কার | প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
আরটিভি স্টার অ্যাওয়ার্ড | ২৬ ডিসেম্বর ২০১৭ | এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) | আহত পাখির গান | বিজয়ী | [১৫] |
মেরিল-প্রথম আলো পুরস্কার | ৩০শে মার্চ ২০১৮ | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) | ছিটকিনি | বিজয়ী | [১৩] |
বাচসাস পুরস্কার | ৫ এপ্রিল ২০১৯ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | হালদা | বিজয়ী | [১৬] |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ৮ই ডিসেম্বর ২০১৯ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [১৭] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Runa Khan - A Soulful and Passionate Artist"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪।
- ↑ হালদার, মিঠু (১১ জানুয়ারি ২০১৮)। "দুঃখ বিলাসিতার সময় আমার নাই: রুনা খান"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ "অপি করিমের বিকল্প রুনা খান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ইংরেজি ভাষায়)। ২৬ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ কিবরিয়া, মারুফ (২৯ নভেম্বর ২০১৬)। "প্রস্তুত রুনা খান"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ "উচ্ছ্বসিত রুনা খান"। বাংলা ট্রিবিউন। ১৬ জুলাই ২০১৭। ২৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ "সিনেমায় ব্যস্ত রুনা খান"। দৈনিক ইত্তেফাক। ৩০ নভেম্বর ২০১৬। ১ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ ইসলাম, কামরুল (২৯ ডিসেম্বর ২০১৭)। "সত্যিই আমি ভাগ্যবতী: রুনা খান"। বিডি জার্নাল। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ "অপেক্ষায় রুনা খান"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ মিথিলা, হাবিবা নাজনীন (১৭ নভেম্বর ২০১৭)। "'হালদা'য় চট্টগ্রামের ভাষা বলতে তেমন অসুবিধা হয়নি: রুনা খান"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ৮ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "শিল্পীদের পাঁচ বছরের পাওনা মেটাল বাচসাস"। দৈনিক প্রথম আলো। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "প্রথম চলচ্চিত্র নিয়ে আসছেন রুনা খান"। দৈনিক ভোরের কাগজ (ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "চলচ্চিত্রে সমালোচক পুরস্কার যাঁদের হাতে"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "মেয়েকে নিয়ে 'ছিটকিনি' দেখলেন রুনা খান"। এনটিভি অনলাইন। ১৫ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "যারা পেলেন 'সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭'"। আরটিভি অনলাইন (ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "সুবর্ণজয়ন্তীতে ২০১৪ থেকে ২০১৮ বাচসাস পুরস্কার বিজয়ীরা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী"। দৈনিক ইত্তেফাক। ৮ ডিসেম্বর ২০১৯। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে রুনা খান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রুনা খান (ইংরেজি)